স্ট্রিম সংবাদদাতা

নোয়াখালীর কবিরহাট উপজেলায় মিজানুর রহমান ওরফে রনি (৩৫) নামে এক যুবককে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়েছে। পরে তাঁকে ‘ডাকাত’ আখ্যা দিয়ে স্থানীয় বাজারে মিষ্টি বিতরণ করেছে একদল যুবক।
শনিবার (১৭ জানুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের কালিরহাট বাজারসংলগ্ন কাজী বাড়ির সামনের সড়কে এ হত্যাকাণ্ড ঘটে। মিজানুর কবিরহাট পৌরসভার জৈনদপুর এলাকার মো. শহীদের ছেলে। তিনি ডাকাতি, চুরি, অস্ত্র মামলা, সরকারি কর্মচারীর ওপর হামলাসহ ছয়টি মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার রাত ৮টার দিকে কালিরহাট বাজারে ২ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে নির্বাচনী বৈঠক চলছিল। মিজান সেখানে গিয়ে নিজেকে দলের ত্যাগী কর্মী দাবি করেন। এ নিয়ে বিএনপি নেতাকর্মীর সঙ্গে বাকবিতণ্ডায়ও জড়ান। পরে ধাওয়া দিলে তিনি সটকে পড়েন।
এর ২ ঘণ্টা পর বাজারের উত্তরে কাজী বাড়ির সামনে অজ্ঞাতপরিচয় কয়েকজন তাঁকে আটকে লাঠি ও লোহার পাইপ দিয়ে এলোপাতাড়ি মারধর করে। এতে ঘটনাস্থলেই মিজানুরের মৃত্যু হয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা লাঠি ও লোহার পাইপ উদ্ধার করা হয়। আর মিজানুরের পকেটে পাওয়া যায় একটি খেলনা পিস্তল ও একটি ছুরি।
নরোত্তমপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হারুনুর রশীদ হারুন বলেন, আমরা অফিসে বসে নির্বাচনী কথাবার্তা বলছিলাম। সেখানে মিজান এলে কথাকাটাকাটি হয়। পরে সে চলে যায়। এরপর শুনি কে বা কারা তাঁকে হত্যা করে মরদেহ রাস্তার ফেলে গেছে। মিষ্টি বিতরণের বিষয়টি জানা নেই।
স্থানীয় কয়েকজন জানান, মিজানুরের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি ও সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ ছিল।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁঞা বলেন, ‘গণপিটুনিতে ডাকাত’ নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। নিহতের পকেট থেকে একটি খেলনা পিস্তল ও টিপ ছুরি উদ্ধার করা হয়েছে। পরিবার এখনো সুনির্দিষ্ট অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নোয়াখালীর কবিরহাট উপজেলায় মিজানুর রহমান ওরফে রনি (৩৫) নামে এক যুবককে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়েছে। পরে তাঁকে ‘ডাকাত’ আখ্যা দিয়ে স্থানীয় বাজারে মিষ্টি বিতরণ করেছে একদল যুবক।
শনিবার (১৭ জানুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের কালিরহাট বাজারসংলগ্ন কাজী বাড়ির সামনের সড়কে এ হত্যাকাণ্ড ঘটে। মিজানুর কবিরহাট পৌরসভার জৈনদপুর এলাকার মো. শহীদের ছেলে। তিনি ডাকাতি, চুরি, অস্ত্র মামলা, সরকারি কর্মচারীর ওপর হামলাসহ ছয়টি মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার রাত ৮টার দিকে কালিরহাট বাজারে ২ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে নির্বাচনী বৈঠক চলছিল। মিজান সেখানে গিয়ে নিজেকে দলের ত্যাগী কর্মী দাবি করেন। এ নিয়ে বিএনপি নেতাকর্মীর সঙ্গে বাকবিতণ্ডায়ও জড়ান। পরে ধাওয়া দিলে তিনি সটকে পড়েন।
এর ২ ঘণ্টা পর বাজারের উত্তরে কাজী বাড়ির সামনে অজ্ঞাতপরিচয় কয়েকজন তাঁকে আটকে লাঠি ও লোহার পাইপ দিয়ে এলোপাতাড়ি মারধর করে। এতে ঘটনাস্থলেই মিজানুরের মৃত্যু হয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা লাঠি ও লোহার পাইপ উদ্ধার করা হয়। আর মিজানুরের পকেটে পাওয়া যায় একটি খেলনা পিস্তল ও একটি ছুরি।
নরোত্তমপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হারুনুর রশীদ হারুন বলেন, আমরা অফিসে বসে নির্বাচনী কথাবার্তা বলছিলাম। সেখানে মিজান এলে কথাকাটাকাটি হয়। পরে সে চলে যায়। এরপর শুনি কে বা কারা তাঁকে হত্যা করে মরদেহ রাস্তার ফেলে গেছে। মিষ্টি বিতরণের বিষয়টি জানা নেই।
স্থানীয় কয়েকজন জানান, মিজানুরের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি ও সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ ছিল।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁঞা বলেন, ‘গণপিটুনিতে ডাকাত’ নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। নিহতের পকেট থেকে একটি খেলনা পিস্তল ও টিপ ছুরি উদ্ধার করা হয়েছে। পরিবার এখনো সুনির্দিষ্ট অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেন, ‘জুলাই-আগস্টে মোহাম্মদপুরে মানবতাবিরোধী অপরাধের মামলায় ২৮ জনের বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিল করা হয়েছে। এ বিষয়ে আজই ট্রাইব্যুনালে শুনানি হওয়ার কথা রয়েছে।’
২৩ মিনিট আগে
জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ, হত্যার নির্দেশ ও উসকানির অভিযোগে আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং ছাত্রলীগ (বর্তমানে নিষিদ্ধ সংগঠন) সভাপতি সাদ্দাম হোসেনসহ সাত পলাতক আসামির বিরুদ্ধে আজ রোববার (১৮ জানুয়ারি) আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ)
১ ঘণ্টা আগে
রাজধানীর উত্তরায় এক নিরাপত্তাকর্মীর ওপর হামলার চালিয়ে এক ব্যক্তিকে অপহরণ করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এসময় মোহাম্মদ মাহবুব (৫৫) নামে ওই নিরাপত্তাকর্মীর কাছ থেকে লাইসেন্সকৃত একটি শটগান ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। হামলায় মোহাম্মদ মাহবুব গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধী
২ ঘণ্টা আগে
গোপালগঞ্জের কাশিয়ানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুসহ তিনজন নিহত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় কাশিয়ানী উপজেলার তেঁতুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
৪ ঘণ্টা আগে