ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৬
স্ট্রিম সংবাদদাতা

টাইমস হায়ার এডুকেশন ২০২৬ সালের বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর তালিকা গতকাল বৃহস্পতিবার প্রকাশ করেছে। এ তালিকায় দেশের মধ্যে শীর্ষ পাঁচে স্থান পেয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
এলসেভিয়ার জার্নালের সঙ্গে যৌথ প্রযোজনায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৬’ তালিকা প্রকাশ করে যুক্তরাজ্যভিত্তিক সংস্থা টাইমস হায়ার এডুকেশন।
তালিকা অনুযায়ী, বিশ্ব র্যাঙ্কিংয়ে ৮০১-১০০০ এর মধ্যে রয়েছে বাংলাদেশের পাঁচটি বিশ্ববিদ্যালয়। এগুলো হলো—জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় এবং নর্থ–সাউথ বিশ্ববিদ্যালয়। এছাড়াও তালিকাটিতে বাংলাদেশের মোট ২৮টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে।
২০২৬ সালের র্যাঙ্কিংয়ে শীর্ষ স্থানে রয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, দ্বিতীয় স্থানে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) এবং তৃতীয় স্থানে যৌথভাবে প্রিন্সটন বিশ্ববিদ্যালয় ও ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে।
শিক্ষণ (শিক্ষাগ্রহণ ও শিক্ষাদান), গবেষণা পরিবেশ, গবেষণার মান, শিল্প এবং আন্তর্জাতিক আউটলুক, এই পাঁচটি সূচকে প্রাপ্ত পয়েন্টের উপর ভিত্তি করে প্রতিবছর বিশ্ববিদ্যালয়গুলোর র্যাঙ্কিং প্রকাশ করে সংস্থাটি।
গত বছরের মতো এবারেও ৮০১-১০০০ র্যাঙ্কিংয়েই আটকে আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এছাড়া ২০২৬ সালে বিশ্ববিদ্যালয়ের সার্বিক স্কোর দাঁড়িয়েছে ৩৫.৫-৩৮.৯। ২০২৫ এ যা ছিলো ৩৪.৫-৩৮.১।
২০২৫ ও ২০২৬ এর প্রকাশিত তালিকা পর্যবেক্ষণ করে দেখা যায়, গবেষণার মানে উন্নতি ঘটলেও, অবনতি ঘটেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষণ সূচকে। ২০২৫ সালে বিশ্ববিদ্যালয়ের গবেষণার মান সূচকে স্কোর ছিল ৭৫.৪। যা ২০২৬ এ ২.২ বেড়ে ৭৭.৬ হয়েছে। উন্নতি হয়েছে গবেষণা পরিবেশেও। ২০২৫ সালে এই সূচকে জাবির স্কোর ছিল ৯.৭। ২০২৬ সালে তা ০.৩ বেড়ে ১০.০ হয়েছে।
তবে উল্লেখযোগ্য হ্রাস দেখা গিয়েছে শিক্ষণ সূচকের স্কোরে। ২০২৫ এর তালিকা অনুযায়ী এই সূচকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্কোর ছিল ২৫.৪, যা ৫.৭ কমে ২০২৬ এ ১৯.৭ হয়েছে।
এ ছাড়া শিল্প (শিল্পখাত থেকে আয় ও জ্ঞান স্থানান্তর) সূচকে সামান্য উন্নতি লক্ষ্য করা গিয়েছে। এই সূচকে স্কোর ১৯.৩ থেকে ২০.৪ হয়েছে। স্থিতিশীল রয়েছে আন্তর্জাতিক আউটলুক (আন্তর্জাতিক শিক্ষার্থী ও শিক্ষকের সংখ্যা এবং আন্তর্জাতিক গবেষণামূলক সহযোগিতা) সূচক। ২০২৫ সালে এ সূচকে জাবির স্কোর ছিল ৪৯.৫, যা ২০২৬ এ ৪৯.৬ হয়েছে।
সার্বিক বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, আমরা সকলেই এ অর্জনে আনন্দিত। বিশ্ববিদ্যালয়ের প্রধান কাজ একাডেমিক কার্যক্রমের মধ্য দিয়ে ভালো মানের গ্র্যাজুয়েট তৈরি করা, একই সাথে গবেষণায় এগিয়ে যাওয়া। এখানে তারই প্রতিফলন ঘটেছে। আমার সহকর্মী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

টাইমস হায়ার এডুকেশন ২০২৬ সালের বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর তালিকা গতকাল বৃহস্পতিবার প্রকাশ করেছে। এ তালিকায় দেশের মধ্যে শীর্ষ পাঁচে স্থান পেয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
এলসেভিয়ার জার্নালের সঙ্গে যৌথ প্রযোজনায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৬’ তালিকা প্রকাশ করে যুক্তরাজ্যভিত্তিক সংস্থা টাইমস হায়ার এডুকেশন।
তালিকা অনুযায়ী, বিশ্ব র্যাঙ্কিংয়ে ৮০১-১০০০ এর মধ্যে রয়েছে বাংলাদেশের পাঁচটি বিশ্ববিদ্যালয়। এগুলো হলো—জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় এবং নর্থ–সাউথ বিশ্ববিদ্যালয়। এছাড়াও তালিকাটিতে বাংলাদেশের মোট ২৮টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে।
২০২৬ সালের র্যাঙ্কিংয়ে শীর্ষ স্থানে রয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, দ্বিতীয় স্থানে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) এবং তৃতীয় স্থানে যৌথভাবে প্রিন্সটন বিশ্ববিদ্যালয় ও ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে।
শিক্ষণ (শিক্ষাগ্রহণ ও শিক্ষাদান), গবেষণা পরিবেশ, গবেষণার মান, শিল্প এবং আন্তর্জাতিক আউটলুক, এই পাঁচটি সূচকে প্রাপ্ত পয়েন্টের উপর ভিত্তি করে প্রতিবছর বিশ্ববিদ্যালয়গুলোর র্যাঙ্কিং প্রকাশ করে সংস্থাটি।
গত বছরের মতো এবারেও ৮০১-১০০০ র্যাঙ্কিংয়েই আটকে আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এছাড়া ২০২৬ সালে বিশ্ববিদ্যালয়ের সার্বিক স্কোর দাঁড়িয়েছে ৩৫.৫-৩৮.৯। ২০২৫ এ যা ছিলো ৩৪.৫-৩৮.১।
২০২৫ ও ২০২৬ এর প্রকাশিত তালিকা পর্যবেক্ষণ করে দেখা যায়, গবেষণার মানে উন্নতি ঘটলেও, অবনতি ঘটেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষণ সূচকে। ২০২৫ সালে বিশ্ববিদ্যালয়ের গবেষণার মান সূচকে স্কোর ছিল ৭৫.৪। যা ২০২৬ এ ২.২ বেড়ে ৭৭.৬ হয়েছে। উন্নতি হয়েছে গবেষণা পরিবেশেও। ২০২৫ সালে এই সূচকে জাবির স্কোর ছিল ৯.৭। ২০২৬ সালে তা ০.৩ বেড়ে ১০.০ হয়েছে।
তবে উল্লেখযোগ্য হ্রাস দেখা গিয়েছে শিক্ষণ সূচকের স্কোরে। ২০২৫ এর তালিকা অনুযায়ী এই সূচকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্কোর ছিল ২৫.৪, যা ৫.৭ কমে ২০২৬ এ ১৯.৭ হয়েছে।
এ ছাড়া শিল্প (শিল্পখাত থেকে আয় ও জ্ঞান স্থানান্তর) সূচকে সামান্য উন্নতি লক্ষ্য করা গিয়েছে। এই সূচকে স্কোর ১৯.৩ থেকে ২০.৪ হয়েছে। স্থিতিশীল রয়েছে আন্তর্জাতিক আউটলুক (আন্তর্জাতিক শিক্ষার্থী ও শিক্ষকের সংখ্যা এবং আন্তর্জাতিক গবেষণামূলক সহযোগিতা) সূচক। ২০২৫ সালে এ সূচকে জাবির স্কোর ছিল ৪৯.৫, যা ২০২৬ এ ৪৯.৬ হয়েছে।
সার্বিক বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, আমরা সকলেই এ অর্জনে আনন্দিত। বিশ্ববিদ্যালয়ের প্রধান কাজ একাডেমিক কার্যক্রমের মধ্য দিয়ে ভালো মানের গ্র্যাজুয়েট তৈরি করা, একই সাথে গবেষণায় এগিয়ে যাওয়া। এখানে তারই প্রতিফলন ঘটেছে। আমার সহকর্মী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

স্ত্রী ও ৯ মাস বয়সী সন্তানকে হারানো নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা সভাপতি জুয়েল হাসান সাদ্দামকে ৬ মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার (২৬ জানুয়ারি) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
৩ ঘণ্টা আগে
কক্সবাজারের রামুতে এক ইজিবাইক চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৬ জানুয়ারি) রাতে ইউনিয়নের দক্ষিণ মিঠাছড়ি এলাকা থেকে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে।
৩ ঘণ্টা আগে
নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে সন্ত্রাসী হামলায় ১০ থেকে ১২ জন সাংবাদিক আহত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ঢাকার শরীয়তপুর সাংবাদিক সমিতি। পাশাপাশি জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে সংগঠনটি।
৩ ঘণ্টা আগে
দেশীয় টেক্সটাইল ও স্পিনিং খাতকে বিপর্যয় থেকে রক্ষা করতে সুতা আমদানিতে বিদ্যমান অসম সুবিধা অবিলম্বে বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশন (বিটিএমএ)।
৪ ঘণ্টা আগে