leadT1ad

নিরাপত্তা শঙ্কায় চট্টগ্রামে ভারতীয় ভিসা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
চট্টগ্রাম

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ১২: ৪১
চট্টগ্রামে ভারতের ভিসা সেন্টার। সংগৃহীত ছবি

নিরাপত্তাজনিত শঙ্কায় চট্টগ্রামে ভারতীয় ভিসা সেন্টারের (আইভ্যাক) কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার (২১ ডিসেম্বর) থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ কার্যক্রম স্থগিত থাকবে।

শনিবার (২০ ডিসেম্বর) রাতে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের (আইভিএসি) ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সম্প্রতি চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের আশপাশে ঘটে যাওয়া নিরাপত্তাজনিত ঘটনার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সময়ে ভিসা সেন্টার পুনরায় চালু করার ঘোষণা দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গত ১৮ ডিসেম্বর রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর খবরে ছাত্রজনতার ব্যানারে বিক্ষুব্ধরা ভারতীয় সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ করে অবস্থান নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাইকমিশন কার্যালয় ঘিরে কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। নিরাপত্তার জন্য সেখানে অতিরিক্ত পুলিশ ও সেনা মোতায়েন করা হয়।

প্রসঙ্গত, এর আগে ‘উদ্ভূত পরিস্থিতি’ বিবেচনায় গত ১৭ ডিসেম্বর বেলা ২টা থেকে রাজধানী ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত আইভ্যাকের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছিল। সেদিন জুলাই গণ-অভ্যুত্থানের সঙ্গে যুক্ত একাধিক সংগঠনের মোর্চা জুলাই ঐক্যের ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি ছিল। পরদিন বৃহস্পতিবার সকাল থেকে এই আইভ্যাকের স্বাভাবিক কার্যক্রম আবার শুরু হয়।

Ad 300x250

সম্পর্কিত