leadT1ad

খালেদা জিয়ার স্মরণে জাপানে বাংলাদেশ দূতাবাসে শোকবই

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ১৫: ৪৭
শোকবইয়ে সই করছেন বিভিন্ন দেশের কূটনীতিকরা। ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে টোকিওতে বাংলাদেশ দূতাবাসে আজ শুক্রবার (২ জানুয়ারি) একটি শোকবই খোলা হয়।

জাপানে অবস্থিত বিভিন্ন দেশের দূতাবাসের প্রতিনিধিরা শোক বইতে সই করছেন। আগামী ৬ জানুয়ারি পর্যন্ত এ শোকবইটি খোলা রাখা হবে। এক তথ্যবিবরণীতে বিষয়টি জানানো হয়েছে।

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের আপসহীন নেত্রী খালেদা জিয়ার মৃত্যুতে সরকার বুধবার (৩১ ডিসেম্বর) থেকে শুক্রবার (২ জানুয়ারি ২০২৬) পর্যন্ত তিন দিনব্যাপী রাষ্ট্রীয় শোক ঘোষণা করে।

রাষ্ট্রীয়ভাবে শোক পালনের কর্মসূচি হিসেবে এই তিন দিন টোকিওতে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

Ad 300x250

সম্পর্কিত