স্ট্রিম প্রতিবেদক

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে তিন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রোববার দুপুর ১২টায় নির্বাচন ভবনের এই বৈঠকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবস্থা পর্যালোচনা হবে।
এবার ভোটের আগে-পরে পাঁচ দিন আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রাখার সিদ্ধান্ত হয়েছে। সেক্ষেত্রে ভোটের আগে ৯ ফেব্রুয়ারি থেকে ভোটের পরদিন ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী।
বৈঠকে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন থাকবেন। পরে দুপুর আড়াইটায় নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা-সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠক হবে। সিইসির সভাপতিত্বে এ সভায় চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবের থাকার কথা রয়েছে।
বৈঠকে আলোচ্যসূচিতে রয়েছে, নির্বাচনের আগের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসী কার্যক্রম দমনে যৌথ বাহিনীর কার্যক্রম ও আচরণ বিধিমালা অনুযায়ী নির্বাচনি পরিবেশ বজায় রাখা। এছাড়া বিবিধ বিষয় রয়েছে।
ইসি কর্মকর্তারা জানান, সভায় দেশের বর্তমান নিরাপত্তা ব্যবস্থা এবং নির্বাচনের আগে শান্তিশৃঙ্খলা বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। স্বরাষ্ট্র সচিব, সশস্ত্র বাহিনীর বিভিন্ন পর্যায়ের শীর্ষ কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান বা তাদের প্রতিনিধিদের উপস্থিত থাকতে চিঠি পাঠিয়েছে কমিশন।
ইসির এ-সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান, বিমানবাহিনীর প্রধান, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, মহাপুলিশ পরিদর্শক (আইজিপি), এনএসআই, ডিজিএফআই, কোস্ট গার্ড, বিজিবি, র্যাব, আনসার ও ভিডিপির মহাপরিচালক এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারকে।
তফসিল ঘোষণার আগে দুই দফা এবং তফসিলের পর বিদ্যমান পরিস্থিতি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে ১৮ ডিসেম্বর ‘আইন শৃঙ্খলাবিষয়ক বিশেষ পরিপত্র’ জারি করে ইসি।
রিটার্নিং অফিসারদের ব্রিফিং ২৪ ডিসেম্বর
নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রিটার্নিং কর্মকর্তাসহ মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নির্বাচনী ব্যবস্থা নিয়ে ব্রিফিং করবে নির্বাচন কমিশন। বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের আগামী ২৪ ডিসেম্বর নির্বাচন ভবনে ডাকা হয়েছে। এতে সিইসি, চার নির্বাচন কমিশনার উপস্থিত থাকবেন।
ইসি সচিবের সভাপতিত্বে নির্বাচন ব্যবস্থাপনাবিষয়ক সভায় থাকবেন মন্ত্রিপরিষদ বিভাগ সচিব শেখ আব্দুর রশীদ, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া, স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি, জনপ্রশাসন সচিব এহছানুল হক ও আইজিপি বাহারুল আলম। নির্বাচন ভবনের অডিটরিয়ামে উপস্থিত থাকতে এ-সংক্রান্ত চিঠি ইতোমধ্যে সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে তিন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রোববার দুপুর ১২টায় নির্বাচন ভবনের এই বৈঠকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবস্থা পর্যালোচনা হবে।
এবার ভোটের আগে-পরে পাঁচ দিন আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রাখার সিদ্ধান্ত হয়েছে। সেক্ষেত্রে ভোটের আগে ৯ ফেব্রুয়ারি থেকে ভোটের পরদিন ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী।
বৈঠকে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন থাকবেন। পরে দুপুর আড়াইটায় নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা-সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠক হবে। সিইসির সভাপতিত্বে এ সভায় চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবের থাকার কথা রয়েছে।
বৈঠকে আলোচ্যসূচিতে রয়েছে, নির্বাচনের আগের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসী কার্যক্রম দমনে যৌথ বাহিনীর কার্যক্রম ও আচরণ বিধিমালা অনুযায়ী নির্বাচনি পরিবেশ বজায় রাখা। এছাড়া বিবিধ বিষয় রয়েছে।
ইসি কর্মকর্তারা জানান, সভায় দেশের বর্তমান নিরাপত্তা ব্যবস্থা এবং নির্বাচনের আগে শান্তিশৃঙ্খলা বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। স্বরাষ্ট্র সচিব, সশস্ত্র বাহিনীর বিভিন্ন পর্যায়ের শীর্ষ কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান বা তাদের প্রতিনিধিদের উপস্থিত থাকতে চিঠি পাঠিয়েছে কমিশন।
ইসির এ-সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান, বিমানবাহিনীর প্রধান, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, মহাপুলিশ পরিদর্শক (আইজিপি), এনএসআই, ডিজিএফআই, কোস্ট গার্ড, বিজিবি, র্যাব, আনসার ও ভিডিপির মহাপরিচালক এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারকে।
তফসিল ঘোষণার আগে দুই দফা এবং তফসিলের পর বিদ্যমান পরিস্থিতি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে ১৮ ডিসেম্বর ‘আইন শৃঙ্খলাবিষয়ক বিশেষ পরিপত্র’ জারি করে ইসি।
রিটার্নিং অফিসারদের ব্রিফিং ২৪ ডিসেম্বর
নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রিটার্নিং কর্মকর্তাসহ মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নির্বাচনী ব্যবস্থা নিয়ে ব্রিফিং করবে নির্বাচন কমিশন। বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের আগামী ২৪ ডিসেম্বর নির্বাচন ভবনে ডাকা হয়েছে। এতে সিইসি, চার নির্বাচন কমিশনার উপস্থিত থাকবেন।
ইসি সচিবের সভাপতিত্বে নির্বাচন ব্যবস্থাপনাবিষয়ক সভায় থাকবেন মন্ত্রিপরিষদ বিভাগ সচিব শেখ আব্দুর রশীদ, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া, স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি, জনপ্রশাসন সচিব এহছানুল হক ও আইজিপি বাহারুল আলম। নির্বাচন ভবনের অডিটরিয়ামে উপস্থিত থাকতে এ-সংক্রান্ত চিঠি ইতোমধ্যে সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।

সন্ত্রাসীদের গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির প্রতি শ্রদ্ধা রেখে নিজের সন্তানের নাম রেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির দপ্তর সম্পাদক তাওসিফুল ইসলাম। শনিবার (২০ ডিসেম্বর) নিজের ফেসবুকে দেওয়া পোস্টে এ তথ্য জানিয়েছেন তিনি।
৪ ঘণ্টা আগে
ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে পিটিয়ে ও আগুনে পুড়িয়ে দিপু চন্দ্র দাসকে (২৮) হত্যার ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে র্যাব সাত ও পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে র্যাব ও পুলিশ ভালুকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
৪ ঘণ্টা আগে
আজ শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-গণমাধ্যম) এ এইচ এম শাহাদাত হোসাইন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জননিরাপত্তা নিশ্চিত করতে শুক্রবার দুপুর ১২টা থেকে শনিবার দুপুর ১২টা পর্যন্ত দেশব্যাপী এই বিশেষ অভিযান চালানো হয়।
৪ ঘণ্টা আগে
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যায় ইন্ধনদাতা ও অর্থদাতার খোঁজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য মামলার প্রধান আসামি পলাতক ফয়সাল করিম মাসুদের স্ত্রী, শ্যালক ও বান্ধবীকে দ্বিতীয় দফায় চারদিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
৫ ঘণ্টা আগে