leadT1ad

বিমানের ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট অনুমোদন

বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ। ছবি: বাংলাদেশ বিমান

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি ফ্লাইট আবার চালু হতে যাচ্ছে। পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের সবুজ সংকেত পাওয়ার পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে ঢাকা-করাচি রুটে ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে দেশটির সিভিল এভিয়েশন অথরিটি (সিএএ)। শুক্রবার (২ জানুয়ারি) জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, প্রাথমিকভাবে ২০২৬ সালের ৩০ মার্চ পর্যন্ত বিমানকে ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে। সিএএর মহাপরিচালক এ-সংক্রান্ত অনুমোদন দিয়েছেন। ফলে নির্ধারিত রুটে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে পারবে বাংলাদেশ বিমান।

সিএএ সূত্র জানায়, পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের ক্ষেত্রে বিমানকে নির্ধারিত রুট কঠোরভাবে মেনে চলতে হবে। এছাড়া ঢাকা থেকে উড্ডয়নের আগেই ফ্লাইটের বিস্তারিত তথ্য করাচি বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে শেয়ার করতে হবে। চলতি মাসের শেষ দিকেই এই ফ্লাইট শুরু হতে পারে বলে আশা করা হচ্ছে।

সাম্প্রতিক সময়ে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক জোরদার হয়েছে। এরই ধারাবাহিকতায় সরাসরি ফ্লাইট চালুর পথ সুগম হলো। বর্তমানে যাত্রীদের দুবাই বা দোহা হয়ে কানেক্টিং ফ্লাইটে করাচি যাতায়াত করতে হয়।

এর আগে পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হোসেন খান জানিয়েছিলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স করাচিতে সপ্তাহে তিনটি ফ্লাইটের প্রস্তুতি নিচ্ছে। সরাসরি ফ্লাইট চালু হলে দুই দেশের যোগাযোগ আরও সহজ হবে।

উল্লেখ্য, ২০১৮ সালের নভেম্বরে ‘আর্থিক ক্ষতি’ ও ‘যাত্রী সংকট’ দেখিয়ে ঢাকা-করাচি ফ্লাইট বন্ধ করে দেয় পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ)। এর আগে ২০১৫ সালের ফেব্রুয়ারিতেও কর্মকর্তাদের হয়রানির অভিযোগে ফ্লাইট সাময়িক বন্ধ করেছিল পিআইএ। কূটনৈতিক আলোচনার পর ওই বছরের ৯ মার্চ তা পুনরায় চালু হয়ে ২০১৮ পর্যন্ত অব্যাহত ছিল।

স্বাধীনতার পর ১৯৭৪ সালে পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি দিলে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়। ১৯৭৬ সালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আন্তর্জাতিক রুট সম্প্রসারণের অংশ হিসেবে করাচি, আবুধাবি ও মুম্বাইয়ে ফ্লাইট চালু করে। এর আগে পাকিস্তান আমলে ১৯৫৪ সালের ৭ জুন পিআইএ প্রথমবারের মতো ‘সুপার কনস্টেলেশন’ উড়োজাহাজ দিয়ে ঢাকা ও করাচির মধ্যে বিরতিহীন ফ্লাইট চালু করেছিল।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত