স্ট্রিম প্রতিবেদক

উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জনকে আসামি করে মামলা করা হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) রাতে উদীচীর সাধারণ সম্পাদক মোস্তফা জামসেদ আনোয়ার (তপন) বাদী হয়ে শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন।
শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো.আসাদুজ্জামান আজ সন্ধ্যায় স্ট্রিমকে বলেন, ‘উদীচীর পক্ষ থেকে গতকাল রাতে একটি মামলা হয়েছে। মামলায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়েছে। এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তদন্ত চলছে।’
মামলার এজাহারে বলা হয়, গত ১৯ ডিসেম্বর (শুক্রবার) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ১৪/২ তোপখানা রোডে অবস্থিত উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে এই হামলার ঘটনা ঘটে। সে সময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা উদীচীর কার্যালয়ে ঢুকে ভাঙচুর চালায় এবং অগ্নিসংযোগ করে।
ক্ষয়ক্ষতির বিবরণে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, হামলায় সংগঠনটির অপূরণীয় ক্ষতি হয়েছে। দুর্বৃত্তদের দেওয়া আগুনে ও ভাঙচুরে প্রায় ৫০ লাখ ২৪ হাজার টাকার মালামাল ধ্বংস হয়েছে। এর মধ্যে সাড়ে তিন হাজার বই (মূল্য আনুমানিক ৬ লাখ টাকা), অসংখ্য স্বরলিপি ও পাণ্ডুলিপি (মূল্য আনুমানিক ৫ লাখ টাকা), ৫টি হারমোনিয়াম, ৩টি তবলা সেট, গিটার ও অন্যান্য বাদ্যযন্ত্র, কম্পিউটার, প্রজেক্টর, সাউন্ড সিস্টেম ও বাতি, নাটক, সঙ্গীত ও নৃত্যের কস্টিউম এবং প্রপস, ৫৭ বছরের পুরোনো প্রকাশনা ও নথিপত্র (যার মূল্য নির্ধারণ সম্ভব নয়), কার্যালয়ের আসবাবপত্র, ফ্যান, এসি ও আলমারি।
হামলার উদ্দেশ্য সম্পর্কে বাদী মোস্তফা জামসেদ আনোয়ার এজাহারে দাবি করেন, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ১৯৬৮ সাল থেকে বাঙালির সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে লড়াই করে আসছে। একটি বিশেষ মহল যারা হাজার বছরের বাঙালি সংস্কৃতিকে অস্বীকার করে বাংলাদেশকে একটি অস্থিতিশীল ও সাম্প্রদায়িক রাষ্ট্র বানাতে চায়, তারাই এই হামলা চালিয়েছে। জনমনে আতঙ্ক সৃষ্টি করা এবং বহির্বিশ্ব বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করাই ছিল হামলাকারীদের উদ্দেশ্য।
এদিকে, আজ সোমবার (২২ ডিসেম্বর) পর্যন্ত প্রথম আলো, দ্য ডেইলি স্টার, ছায়ানট এবং উদীচী কার্যালয়ে হামলায় জড়িত সন্দেহে ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ইতোমধ্যে ৩১ জনকে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে।
অন্যদিকে, আজ দুপুরে রাজধানী মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমডি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, এসব প্রতিষ্ঠানে হামলার ঘটনায় এখন পর্যন্ত ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জনকে আসামি করে মামলা করা হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) রাতে উদীচীর সাধারণ সম্পাদক মোস্তফা জামসেদ আনোয়ার (তপন) বাদী হয়ে শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন।
শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো.আসাদুজ্জামান আজ সন্ধ্যায় স্ট্রিমকে বলেন, ‘উদীচীর পক্ষ থেকে গতকাল রাতে একটি মামলা হয়েছে। মামলায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়েছে। এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তদন্ত চলছে।’
মামলার এজাহারে বলা হয়, গত ১৯ ডিসেম্বর (শুক্রবার) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ১৪/২ তোপখানা রোডে অবস্থিত উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে এই হামলার ঘটনা ঘটে। সে সময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা উদীচীর কার্যালয়ে ঢুকে ভাঙচুর চালায় এবং অগ্নিসংযোগ করে।
ক্ষয়ক্ষতির বিবরণে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, হামলায় সংগঠনটির অপূরণীয় ক্ষতি হয়েছে। দুর্বৃত্তদের দেওয়া আগুনে ও ভাঙচুরে প্রায় ৫০ লাখ ২৪ হাজার টাকার মালামাল ধ্বংস হয়েছে। এর মধ্যে সাড়ে তিন হাজার বই (মূল্য আনুমানিক ৬ লাখ টাকা), অসংখ্য স্বরলিপি ও পাণ্ডুলিপি (মূল্য আনুমানিক ৫ লাখ টাকা), ৫টি হারমোনিয়াম, ৩টি তবলা সেট, গিটার ও অন্যান্য বাদ্যযন্ত্র, কম্পিউটার, প্রজেক্টর, সাউন্ড সিস্টেম ও বাতি, নাটক, সঙ্গীত ও নৃত্যের কস্টিউম এবং প্রপস, ৫৭ বছরের পুরোনো প্রকাশনা ও নথিপত্র (যার মূল্য নির্ধারণ সম্ভব নয়), কার্যালয়ের আসবাবপত্র, ফ্যান, এসি ও আলমারি।
হামলার উদ্দেশ্য সম্পর্কে বাদী মোস্তফা জামসেদ আনোয়ার এজাহারে দাবি করেন, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ১৯৬৮ সাল থেকে বাঙালির সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে লড়াই করে আসছে। একটি বিশেষ মহল যারা হাজার বছরের বাঙালি সংস্কৃতিকে অস্বীকার করে বাংলাদেশকে একটি অস্থিতিশীল ও সাম্প্রদায়িক রাষ্ট্র বানাতে চায়, তারাই এই হামলা চালিয়েছে। জনমনে আতঙ্ক সৃষ্টি করা এবং বহির্বিশ্ব বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করাই ছিল হামলাকারীদের উদ্দেশ্য।
এদিকে, আজ সোমবার (২২ ডিসেম্বর) পর্যন্ত প্রথম আলো, দ্য ডেইলি স্টার, ছায়ানট এবং উদীচী কার্যালয়ে হামলায় জড়িত সন্দেহে ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ইতোমধ্যে ৩১ জনকে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে।
অন্যদিকে, আজ দুপুরে রাজধানী মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমডি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, এসব প্রতিষ্ঠানে হামলার ঘটনায় এখন পর্যন্ত ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল এলাকায় একটি সামরিক অর্থনৈতিক অঞ্চল (মিলিটারি ইকোনমিক জোন) গড়ে তোলার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগে নির্ধারিত ভারতীয় সরকার-টু-সরকার (জি-টু-জি) অর্থনৈতিক অঞ্চলের পরিবর্তে এই নতুন অঞ্চল স্থাপন করা হবে।
৩ মিনিট আগে
যশোরকে একটি আধুনিক ডিজিটাল সিটি ও টেক সিটি হিসেবে গড়ে তোলার জন্য সরকারের পরিকল্পিত ও ধারাবাহিক উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
৩১ মিনিট আগে
অমর একুশে বইমেলা ২০২৬ পবিত্র রমজান মাসের পরিবর্তে ঈদুল ফিতরের পর আয়োজন করার দাবি জানিয়েছে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি।
৩৭ মিনিট আগে
ইসলামী ছাত্রশিবিরের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার ২০২৬ সেশনের দুই সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হয়েছেন দর্শন বিভাগের ৪৭তম ব্যাচের (২০১৭-১৮ সেশন) মোস্তাফিজুর রহমান এবং সেক্রেটারি হয়েছেন ইংরেজি বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী ও জাকসুর সাধারণ সম্পাদক (জিএস) মাজহারুল
১ ঘণ্টা আগে