স্ট্রিম প্রতিবেদক

কোম্পানির অপরাধ বিচারের ক্ষেত্রে কারাদণ্ডের বিধান উঠিয়ে শুধু অর্থদণ্ড রাখা হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন। আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি বলেন, ‘আগে কোম্পানি কর্তৃক অপরাধ সংঘটনের ক্ষেত্রে কারাদণ্ডের বিধান ছিল। সেটি উঠিয়ে নেওয়া হয়েছে। এখন শুধু অর্থদণ্ডের বিধান থাকবে। এর ফলে আমরা আশা করছি বাংলাদেশে আরও বিদেশি বিনিয়োগ দেখা যাবে। এটি বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করবে।’
উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত জানিয়ে তিনি আরও বলেন, ‘আজকের বৈঠকে তথ্য-উপাত্ত সুরক্ষা (সংশোধন) খসড়া ২০২৬-এর নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া বাংলাদেশ শিল্পকলা একাডেমী (সংশোধন) অধ্যাদেশ ২০২৬-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন পেয়েছে। বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন অধ্যাদেশ ২০২৬-এর খসড়া নীতিগত অনুমোদন হয়েছে। এটি চূড়ান্ত অনুমোদন হয়নি। আর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় কর্তৃক প্রণীত "হার্ট ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন" অর্থাৎ এনডিসি-থ্রি ভূতাপেক্ষ অনুমোদন দেওয়া হয়েছে।’
প্রেস সচিব জানান, সুপ্রিম কোর্ট সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ ২০২৬-এর খসড়াও নীতিগত ও চূড়ান্ত অনুমোদন পেয়েছে। ডেটা প্রটেকশন অ্যাক্টের মূল বিষয়েও পরিবর্তন এসেছে। ডেটা লোকালাইজেশনের বাধ্যবাধকতা তুলে নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘আগে সব তথ্যের একটি সিনক্রোনাইজড রেকর্ড রাখতে বলা হয়েছিল। এখন সেটি কেবল ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে সীমাবদ্ধ করা হয়েছে। আর ব্যক্তিগত তথ্যের ক্ষেত্রেও কিছু বিধিনিষেধ আছে।’
শিল্পকলা একাডেমির কাঠামোগত পরিবর্তনের বিষয়ে তিনি বলেন, ‘শিল্পকলা একাডেমিতে আগে বিভাগের সংখ্যা কম ছিল। এখন তা বাড়িয়ে ৯টি করা হয়েছে। অনেকগুলো ধারায় সংশোধন হয়েছে। ৯টি বিভাগ হলো—প্রশাসন ও অর্থ, থিয়েটার, চলচ্চিত্র, আলোকচিত্র, পারফর্মিং আর্ট, গবেষণা ও প্রকাশনা, নিউ মিডিয়া, কালচারাল ব্র্যান্ডিং উৎসব ও প্রযোজনা এবং সংগীত ও চারুকলা। শিল্পকলা একাডেমীর বোর্ডে এখন থেকে সরকার ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকে একজনকে নিয়োগ দিতে পারবে। তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে এ বিধান রাখা হয়েছে।’
গতকাল বুধবার রাতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা হত্যার বিষয়ে জানতে চাইলে উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, ‘আমরা পুলিশের সঙ্গে কথা বলেছি। পুলিশ একটি মামলা করেছে। সম্ভাব্য আক্রমণকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে। তবে এখন পর্যন্ত এ মামলায় কেউ গ্রেপ্তার হয়নি।’

কোম্পানির অপরাধ বিচারের ক্ষেত্রে কারাদণ্ডের বিধান উঠিয়ে শুধু অর্থদণ্ড রাখা হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন। আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি বলেন, ‘আগে কোম্পানি কর্তৃক অপরাধ সংঘটনের ক্ষেত্রে কারাদণ্ডের বিধান ছিল। সেটি উঠিয়ে নেওয়া হয়েছে। এখন শুধু অর্থদণ্ডের বিধান থাকবে। এর ফলে আমরা আশা করছি বাংলাদেশে আরও বিদেশি বিনিয়োগ দেখা যাবে। এটি বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করবে।’
উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত জানিয়ে তিনি আরও বলেন, ‘আজকের বৈঠকে তথ্য-উপাত্ত সুরক্ষা (সংশোধন) খসড়া ২০২৬-এর নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া বাংলাদেশ শিল্পকলা একাডেমী (সংশোধন) অধ্যাদেশ ২০২৬-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন পেয়েছে। বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন অধ্যাদেশ ২০২৬-এর খসড়া নীতিগত অনুমোদন হয়েছে। এটি চূড়ান্ত অনুমোদন হয়নি। আর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় কর্তৃক প্রণীত "হার্ট ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন" অর্থাৎ এনডিসি-থ্রি ভূতাপেক্ষ অনুমোদন দেওয়া হয়েছে।’
প্রেস সচিব জানান, সুপ্রিম কোর্ট সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ ২০২৬-এর খসড়াও নীতিগত ও চূড়ান্ত অনুমোদন পেয়েছে। ডেটা প্রটেকশন অ্যাক্টের মূল বিষয়েও পরিবর্তন এসেছে। ডেটা লোকালাইজেশনের বাধ্যবাধকতা তুলে নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘আগে সব তথ্যের একটি সিনক্রোনাইজড রেকর্ড রাখতে বলা হয়েছিল। এখন সেটি কেবল ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে সীমাবদ্ধ করা হয়েছে। আর ব্যক্তিগত তথ্যের ক্ষেত্রেও কিছু বিধিনিষেধ আছে।’
শিল্পকলা একাডেমির কাঠামোগত পরিবর্তনের বিষয়ে তিনি বলেন, ‘শিল্পকলা একাডেমিতে আগে বিভাগের সংখ্যা কম ছিল। এখন তা বাড়িয়ে ৯টি করা হয়েছে। অনেকগুলো ধারায় সংশোধন হয়েছে। ৯টি বিভাগ হলো—প্রশাসন ও অর্থ, থিয়েটার, চলচ্চিত্র, আলোকচিত্র, পারফর্মিং আর্ট, গবেষণা ও প্রকাশনা, নিউ মিডিয়া, কালচারাল ব্র্যান্ডিং উৎসব ও প্রযোজনা এবং সংগীত ও চারুকলা। শিল্পকলা একাডেমীর বোর্ডে এখন থেকে সরকার ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকে একজনকে নিয়োগ দিতে পারবে। তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে এ বিধান রাখা হয়েছে।’
গতকাল বুধবার রাতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা হত্যার বিষয়ে জানতে চাইলে উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, ‘আমরা পুলিশের সঙ্গে কথা বলেছি। পুলিশ একটি মামলা করেছে। সম্ভাব্য আক্রমণকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে। তবে এখন পর্যন্ত এ মামলায় কেউ গ্রেপ্তার হয়নি।’

পঞ্চগড়ে বেশ কিছুদিন ধরে তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। রাত বাড়তে থাকলে বাড়ে শীতের দাপট। দুপুর অবধি ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকে পথঘাট। সূর্য দেখা যায় না।
১ ঘণ্টা আগে
ঠাকুরগাঁও সফরে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বহুল প্রত্যাশিত এই আগমনকে কেন্দ্র করে জেলাজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। দলীয় নেতাকর্মীদের মধ্যে দেখা যাচ্ছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য।
১ ঘণ্টা আগে
সংসদীয় আসনের সীমানা নির্ধারণ নিয়ে আইনি জটিলতার কারণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ ও পাবনা-২ আসনের নির্বাচন আপাতত স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পরবর্তী আদেশ না আসা পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানিয়েছে কমিশন।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। সাক্ষাতে তিনি বাংলাদেশের ওপর শুল্ক কমানোর প্রস্তাব করেছেন।
৪ ঘণ্টা আগে