leadT1ad

রেল ও নদীপথকে ঢেলে সাজিয়ে যোগাযোগ ব্যবস্থা বিকেন্দ্রীকরণ করতে হবে: পরিকল্পনা উপদেষ্টা

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ২৩: ৪০
সড়ক ভবন মিলনায়তনে ‘জাতীয় সমন্বিত বহুমুখী পরিবহন মাস্টার প্ল্যান’ সেমিনার। ছবি: সংগৃহীত

পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, রাজনৈতিক ও বাণিজ্যিক স্বার্থে সড়ককে গুরুত্ব দিতে গিয়ে দেশের সাশ্রয়ী রেল ও নদীপথকে উপেক্ষা করা হয়েছে। যোগাযোগ ব্যবস্থার বিকেন্দ্রীকরণ এবং মালামাল পরিবহনে সড়কপথের বিকল্প হিসেবে রেল ও নদীপথের ব্যবহার নিশ্চিত করতে এই দুটি খাতকে ঢেলে সাজানোর আহ্বান জানিয়েছেন তিনি।

রবিবার (১৪ ডিসেম্বর) ঢাকায় সড়ক ভবন মিলনায়তনে ‘জাতীয় সমন্বিত বহুমুখী পরিবহন মাস্টার প্ল্যান’ প্রণয়নের লক্ষ্যে আয়োজিত এক অংশীজন সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বিশেষ অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, ‘পরিবহন খাতে উন্নয়ন কার্যক্রমে সমন্বয়ের অভাবে অন্যান্য খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই ক্ষতি এড়াতে সরকার একটি সমন্বিত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দিচ্ছে, যার অন্যতম উদ্দেশ্য হলো প্রাকৃতিক নৌপথ বাধাগ্রস্ত না করা এবং এক ধরনের যোগাযোগ মাধ্যমের ওপর নির্ভরতা কমানো।’

পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব (রুটিন দায়িত্ব) ড. মোহাম্মদ জিয়াউল হকের সভাপতিত্বে সেমিনারে বিভিন্ন মন্ত্রণালয়, সরকারি সংস্থা, উন্নয়ন সহযোগী, বন্দর কর্তৃপক্ষ এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা এই মাল্টি-মোডাল যোগাযোগ ব্যবস্থাপনার প্রশংসা করেন ও বিভিন্ন সুপারিশ প্রদান করেন।

সেমিনারে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, প্রাপ্ত মতামত ও সুপারিশগুলো মাস্টার প্ল্যানের রূপরেখা পরিমার্জনে অন্তর্ভুক্ত করা হবে এবং এ বিষয়ে পরবর্তীতে আরও সেমিনার আয়োজন করা হবে। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. শেখ মঈনুদ্দিনও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত