leadT1ad

হাসিনার অডিও এআই জেনারেটেড নয়, প্রমাণ হিসেবে বিবিসির রিপোর্ট ট্রাইব্যুনালে

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ১৯: ৩৩
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সংগৃহীত ছবি

জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ সংবলিত অডিও ক্লিপগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি—আসামিপক্ষের এমন দাবি নাকচ করে দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। এদিকে অডিওর সত্যতা প্রমাণে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন (বিবিসি) এবং লন্ডনভিত্তিক অডিও ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান ‘ইয়ারশট’-এর নিরপেক্ষ যাচাই পরীক্ষার প্রতিবেদন আদালতে দাখিল করেছে প্রসিকিউশন।

আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) ট্রাইব্যুনালের কার্যক্রম শেষে প্রসিকিউটর মিজানুল ইসলাম সাংবাদিকদের এসব তথ্য জানান।

প্রসিকিউশন সূত্রে জানা যায়, সদ্য রায় হওয়া একটি মামলা এবং রংপুরের আবু সাঈদের হত্যা সংক্রান্ত শুনানিপর্বে আসামিপক্ষের আইনজীবীরা দাবি করেছিলেন, শেখ হাসিনার যেসব অডিও ক্লিপ ও নির্দেশনার কথা বলা হচ্ছে, তা আসলে তাঁর কণ্ঠ নয়; বরং এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি করা। এছাড়া বর্তমান সরকারের অধীনস্থ কর্মকর্তাদের দেওয়া ফরেন্সিক রিপোর্টের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলে ডিফেন্স পক্ষ। তাদের যুক্তি ছিল, পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে সরকারি কর্মকর্তাদের রিপোর্ট নিরপেক্ষ নাও হতে পারে।

ডিফেন্সের এই অভিযোগ খণ্ডন করতে প্রসিকিউশন আন্তর্জাতিক গণমাধ্যম ও ফ্যাক্ট চেকিং সংস্থার দ্বারস্থ হয়। এ প্রসঙ্গে প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, ‘আসামিপক্ষের দাবির জবাবে আমরা ট্রাইব্যুনালে বিবিসি এবং ইয়ারশট-এর মতো নিরপেক্ষ আন্তর্জাতিক প্রতিষ্ঠানের পরীক্ষার প্রতিবেদন দাখিল করেছি। এসব আন্তর্জাতিক সংস্থার রিপোর্টে প্রমাণিত হয়েছে যে, অডিও ক্লিপগুলো এআই জেনারেটেড নয়, বরং তা সত্য এবং অবিকৃত।’

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত