স্ট্রিম প্রতিবেদক

এক দফা দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব, টেকনিক্যাল ও তাঁতীবাজার মোড়ে অবরোধের কর্মসূচি দিয়েছে সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলন। রাজধানীর সরকারি সাতটি কলেজের শিক্ষার্থীদের এই প্লাটফর্ম পূর্ব ঘোষণা অনুযায়ী আজ বুধবার (১৪ জানুয়ারি) বেলা ১১টার পর থেকে এসব স্থানে কর্মসূচিতে নেমেছে।
এছাড়াও একই দাবিতে রাজধানীর মহাখালীর আমতলী মোড়ে পৃথকভাবে অবরোধ করেছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।
রাজধানীর টেকনিক্যাল মোড় থেকে ফটোসাংবাদিক আশরাফুল আলম বলেন, শিক্ষার্থীদের অবরোধ ১১টা থেকে শুরু হওয়ার কথা থাকলেও এখানে বেলা ১২টার দিকে সড়কে নেমে পড়েন শিক্ষার্থীরা। এর ফলে টেকনিক্যাল মোড় থেকে গাবতলী, মিরপুর ও কল্যাণপুরমুখী তিনটি সড়কের যান চলাচল বন্ধ হয়ে গেছে।
তিনি জানান, শিক্ষার্থীদের আন্দোলনের মুখে আশপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। অনেকেই পায়ে হেঁটেই রওনা দিয়েছেন গন্তব্যে।
একইভাবে বেলা পৌনে ১২টার দিকে তাঁতীবাজার মোড় ও ১টার দিকে সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা।

এদিকে রাজধানীর সায়েন্সল্যাবের অবরোধ থেকে আন্দোলনের অন্যতম সমন্বয়ক, ঢাকা কলেজের শিক্ষার্থী আবির মাহমুদ রবিন স্ট্রিমকে বলেন, ‘আমরা একযোগে সাত কলেজের শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছি মূলত অধ্যাদেশের তারিখের জন্য। অধ্যাদেশের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করলেই আমরা রাস্তা ছেড়ে দেব।’
এখন পর্যন্ত কর্তৃপক্ষের কেউ যোগাযোগ করেছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘গতকাল শিক্ষা মন্ত্রণালয় একটি বিজ্ঞপ্তি দিয়েছে। আবার পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলমের মাধ্যমে এবং অন্যান্য মাধ্যমেও যোগাযোগ করা হচ্ছে। তবে তারা কেউই অধ্যাদেশের বিষয়ে আমাদের আশ্বস্ত করতে পারছেন না।’

এর আগে গতকাল মঙ্গলবার সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের ‘অর্গানাইজিং উইং’ এর নামে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানানো হয়।
আন্দোলনকারীদের এক দফা দাবি হলো আগামীকাল বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) অনুষ্ঠেয় উপদেষ্টা পরিষদের সভাতেই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের হালনাগাদ খসড়ার অনুমোদনের পাশাপাশি রাষ্ট্রপতিকর্তৃক চূড়ান্ত অধ্যাদেশ জারি। দাবি বাস্তবায়নের ব্যত্যয় হলে শিক্ষার্থীদের কর্মসূচি চলমান থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা।

এর আগে গতকাল মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের পরিমার্জিত খসড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।‘ এ অধ্যাদেশটি দ্রুততম সময়ের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগের নীতিগত সম্মতি এবং লেজিসলেটিভ ও সংসদ বিভাগ থেকে ভেটিং (মতামত নেওয়া) শেষে উপদেষ্টা পরিষদের চূড়ান্ত অনুমোদনের জন্য পেশ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
রাজধানীর সাতটি সরকারি কলেজ নিয়ে গঠন হতে যাওয়া ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ক্লাস গত ১ জানুয়ারি শুরু হয়েছে।
ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ নিয়ে প্রস্তাবিত এ বিশ্ববিদ্যালয়ের কাঠামো নিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের মতবিরোধ আছে।
সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাত কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের লক্ষ্যে প্রণীত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ এর খসড়া গত ২৪ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইটে প্রকাশ হয়েছে। খসড়াটি প্রকাশ হওয়ার পরপরই সেটি নিয়ে বিভিন্ন পক্ষে-বিপক্ষে নানা তর্ক-বিতর্ক সৃষ্টি হলে শিক্ষা মন্ত্রণালয় সব স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনা সভার আয়োজন করে।
শিক্ষার্থীরা বলছেন, তারা একটি সূত্রে জানতে পেরেছেন, স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনার মাধ্যমে পাওয়া পরামর্শের ভিত্তিতে মন্ত্রণালয় ওই খসড়া হালনাগাদ করেছেন। সবশেষ গত ৭ ডিসেম্বর থেকে ৮ ডিসেম্বর শিক্ষা ভবন অভিমুখে লাগাতার অবস্থান কর্মসূচি চলাকালে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেন, সেই সভায় ডিসেম্বরের মধ্যে আনুষাঙ্গিক সব কার্যক্রম শেষ করে, জানুয়ারি মাসের প্রথম দিকে অধ্যাদেশ জারি করার বিষয়ে শিক্ষার্থীদের আশ্বস্ত করা হয়।

তারা বলেন, ‘আমরা একটি সূত্রে অবগত হয়েছি যে আগামী ১৫ জানুয়ারি অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের একটি সভা অনুষ্ঠিত হবে। আমরা চাইছি আসন্ন উপদেষ্টা পরিষদের সভাতেই ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ এর অনুমোদন দেওয়ার পাশাপাশি চূড়ান্ত অধ্যাদেশ জারি করতে হবে।’
শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানা গেছে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের খসড়ায় শিক্ষা কার্যক্রম চারটি ভাগে পরিচালনার কথা বলা হয়। এই কাঠামোয় বিশ্ববিদ্যালয় ‘হাইব্রিড’ পদ্ধতিতে পরিচালিত হওয়ার কথা ছিল; যেখানে ৩৫ থেকে ৪০ শতাংশ ক্লাস হবে অনলাইনে, বাকিগুলো হবে সশরীরে।
প্রস্তাবিত কাঠামোতে সাতটি কলেজসহ সারা দেশের সরকারি কলেজগুলোতে শিক্ষক হিসাবে কর্মরত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা পদোন্নতির মতো মৌলিক অধিকার ক্ষুণ্ন হওয়ার শঙ্কার কথা জানান। পাশাপাশি তাঁদের সঙ্গে শিক্ষার্থীদের একটি অংশ কলেজগুলোর স্বাতন্ত্র্য রক্ষার দাবিও করেন।
অন্যদিকে, কলেজগুলোর অন্য শিক্ষার্থীরা নতুন বিশ্ববিদ্যালয়টির আইনি কাঠামো দ্রুত নিশ্চিত করার পক্ষে অবস্থান নিয়ে দ্রুততম সময়ে অধ্যাদেশ জারির দাবি জানিয়ে আসছেন।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অধ্যাদেশের প্রথম প্রস্তাবিত খসড়া থেকে অনেকটা সরে এসেছে মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী কলেজগুলো বর্তমান স্বাতন্ত্র্য, বৈশিষ্ট্য অক্ষুণ্ন রেখে এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ‘সংযুক্ত’ হিসেবে কার্যক্রম চালাবে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, এক সময় এই কলেজগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল। কলেজগুলো ২০১৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলে কলেজগুলোর শিক্ষার্থীরা আলাদা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি তোলেন। গত বছরের ২৭ জানুয়ারি কলেজগুলোর অধিভুক্তি বাতিলের সিদ্ধান্ত নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়।
উচ্চশিক্ষার এ নতুন কাঠামোটি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষক ও শিক্ষার্থীদের পেশাদারত্ব এবং ধৈর্যশীল সহযোগিতাও চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

এক দফা দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব, টেকনিক্যাল ও তাঁতীবাজার মোড়ে অবরোধের কর্মসূচি দিয়েছে সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলন। রাজধানীর সরকারি সাতটি কলেজের শিক্ষার্থীদের এই প্লাটফর্ম পূর্ব ঘোষণা অনুযায়ী আজ বুধবার (১৪ জানুয়ারি) বেলা ১১টার পর থেকে এসব স্থানে কর্মসূচিতে নেমেছে।
এছাড়াও একই দাবিতে রাজধানীর মহাখালীর আমতলী মোড়ে পৃথকভাবে অবরোধ করেছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।
রাজধানীর টেকনিক্যাল মোড় থেকে ফটোসাংবাদিক আশরাফুল আলম বলেন, শিক্ষার্থীদের অবরোধ ১১টা থেকে শুরু হওয়ার কথা থাকলেও এখানে বেলা ১২টার দিকে সড়কে নেমে পড়েন শিক্ষার্থীরা। এর ফলে টেকনিক্যাল মোড় থেকে গাবতলী, মিরপুর ও কল্যাণপুরমুখী তিনটি সড়কের যান চলাচল বন্ধ হয়ে গেছে।
তিনি জানান, শিক্ষার্থীদের আন্দোলনের মুখে আশপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। অনেকেই পায়ে হেঁটেই রওনা দিয়েছেন গন্তব্যে।
একইভাবে বেলা পৌনে ১২টার দিকে তাঁতীবাজার মোড় ও ১টার দিকে সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা।

এদিকে রাজধানীর সায়েন্সল্যাবের অবরোধ থেকে আন্দোলনের অন্যতম সমন্বয়ক, ঢাকা কলেজের শিক্ষার্থী আবির মাহমুদ রবিন স্ট্রিমকে বলেন, ‘আমরা একযোগে সাত কলেজের শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছি মূলত অধ্যাদেশের তারিখের জন্য। অধ্যাদেশের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করলেই আমরা রাস্তা ছেড়ে দেব।’
এখন পর্যন্ত কর্তৃপক্ষের কেউ যোগাযোগ করেছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘গতকাল শিক্ষা মন্ত্রণালয় একটি বিজ্ঞপ্তি দিয়েছে। আবার পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলমের মাধ্যমে এবং অন্যান্য মাধ্যমেও যোগাযোগ করা হচ্ছে। তবে তারা কেউই অধ্যাদেশের বিষয়ে আমাদের আশ্বস্ত করতে পারছেন না।’

এর আগে গতকাল মঙ্গলবার সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের ‘অর্গানাইজিং উইং’ এর নামে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানানো হয়।
আন্দোলনকারীদের এক দফা দাবি হলো আগামীকাল বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) অনুষ্ঠেয় উপদেষ্টা পরিষদের সভাতেই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের হালনাগাদ খসড়ার অনুমোদনের পাশাপাশি রাষ্ট্রপতিকর্তৃক চূড়ান্ত অধ্যাদেশ জারি। দাবি বাস্তবায়নের ব্যত্যয় হলে শিক্ষার্থীদের কর্মসূচি চলমান থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা।

এর আগে গতকাল মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের পরিমার্জিত খসড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।‘ এ অধ্যাদেশটি দ্রুততম সময়ের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগের নীতিগত সম্মতি এবং লেজিসলেটিভ ও সংসদ বিভাগ থেকে ভেটিং (মতামত নেওয়া) শেষে উপদেষ্টা পরিষদের চূড়ান্ত অনুমোদনের জন্য পেশ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
রাজধানীর সাতটি সরকারি কলেজ নিয়ে গঠন হতে যাওয়া ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ক্লাস গত ১ জানুয়ারি শুরু হয়েছে।
ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ নিয়ে প্রস্তাবিত এ বিশ্ববিদ্যালয়ের কাঠামো নিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের মতবিরোধ আছে।
সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাত কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের লক্ষ্যে প্রণীত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ এর খসড়া গত ২৪ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইটে প্রকাশ হয়েছে। খসড়াটি প্রকাশ হওয়ার পরপরই সেটি নিয়ে বিভিন্ন পক্ষে-বিপক্ষে নানা তর্ক-বিতর্ক সৃষ্টি হলে শিক্ষা মন্ত্রণালয় সব স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনা সভার আয়োজন করে।
শিক্ষার্থীরা বলছেন, তারা একটি সূত্রে জানতে পেরেছেন, স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনার মাধ্যমে পাওয়া পরামর্শের ভিত্তিতে মন্ত্রণালয় ওই খসড়া হালনাগাদ করেছেন। সবশেষ গত ৭ ডিসেম্বর থেকে ৮ ডিসেম্বর শিক্ষা ভবন অভিমুখে লাগাতার অবস্থান কর্মসূচি চলাকালে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেন, সেই সভায় ডিসেম্বরের মধ্যে আনুষাঙ্গিক সব কার্যক্রম শেষ করে, জানুয়ারি মাসের প্রথম দিকে অধ্যাদেশ জারি করার বিষয়ে শিক্ষার্থীদের আশ্বস্ত করা হয়।

তারা বলেন, ‘আমরা একটি সূত্রে অবগত হয়েছি যে আগামী ১৫ জানুয়ারি অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের একটি সভা অনুষ্ঠিত হবে। আমরা চাইছি আসন্ন উপদেষ্টা পরিষদের সভাতেই ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ এর অনুমোদন দেওয়ার পাশাপাশি চূড়ান্ত অধ্যাদেশ জারি করতে হবে।’
শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানা গেছে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের খসড়ায় শিক্ষা কার্যক্রম চারটি ভাগে পরিচালনার কথা বলা হয়। এই কাঠামোয় বিশ্ববিদ্যালয় ‘হাইব্রিড’ পদ্ধতিতে পরিচালিত হওয়ার কথা ছিল; যেখানে ৩৫ থেকে ৪০ শতাংশ ক্লাস হবে অনলাইনে, বাকিগুলো হবে সশরীরে।
প্রস্তাবিত কাঠামোতে সাতটি কলেজসহ সারা দেশের সরকারি কলেজগুলোতে শিক্ষক হিসাবে কর্মরত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা পদোন্নতির মতো মৌলিক অধিকার ক্ষুণ্ন হওয়ার শঙ্কার কথা জানান। পাশাপাশি তাঁদের সঙ্গে শিক্ষার্থীদের একটি অংশ কলেজগুলোর স্বাতন্ত্র্য রক্ষার দাবিও করেন।
অন্যদিকে, কলেজগুলোর অন্য শিক্ষার্থীরা নতুন বিশ্ববিদ্যালয়টির আইনি কাঠামো দ্রুত নিশ্চিত করার পক্ষে অবস্থান নিয়ে দ্রুততম সময়ে অধ্যাদেশ জারির দাবি জানিয়ে আসছেন।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অধ্যাদেশের প্রথম প্রস্তাবিত খসড়া থেকে অনেকটা সরে এসেছে মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী কলেজগুলো বর্তমান স্বাতন্ত্র্য, বৈশিষ্ট্য অক্ষুণ্ন রেখে এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ‘সংযুক্ত’ হিসেবে কার্যক্রম চালাবে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, এক সময় এই কলেজগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল। কলেজগুলো ২০১৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলে কলেজগুলোর শিক্ষার্থীরা আলাদা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি তোলেন। গত বছরের ২৭ জানুয়ারি কলেজগুলোর অধিভুক্তি বাতিলের সিদ্ধান্ত নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়।
উচ্চশিক্ষার এ নতুন কাঠামোটি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষক ও শিক্ষার্থীদের পেশাদারত্ব এবং ধৈর্যশীল সহযোগিতাও চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ’ জারির দাবিতে সাত কলেজের শিক্ষার্থীদের অবরোধ এখনো চলছে। বুধবার (১৪ জানুয়ারি) দুপুর থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবরোধ করা শিক্ষার্থীরা এখন জড়ো হয়েছেন সায়েন্সল্যাব মোড়ে।
৩৯ মিনিট আগে
নাট্যকার সেলিম আল দীনের ১৯তম প্রয়াণ দিবস আজ। এ উপলক্ষে বুধবার (১৪ জানুয়ারি) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
১ ঘণ্টা আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে দায়িত্ব পালনকালে মৃত্যুবরণকারী চারুকলা বিভাগের শিক্ষক জান্নাতুল ফেরদৌসের স্মরণে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলের নামকরণ করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
১ ঘণ্টা আগে
জনশক্তি রপ্তানিকারক ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) নির্বাচন আয়োজনের অনুমতি দিয়েছে ইসি।
১ ঘণ্টা আগে