leadT1ad

ডেমরায় স্ত্রী-শাশুড়িকে কুপিয়ে জখম, স্বামী আটক

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ২১: ০৬
প্রতীকী ছবি

রাজধানীর ডেমরার বামইল মাতব্বর গলি এলাকার সোহাগ নামের এক ব্যক্তি তাঁর স্ত্রী মোরশেদা আক্তার (২৩) ও শাশুড়ি সাহিদা বেগমকে (৪০) এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেছেন।

আজ বুধবার (৩ ডিসেম্বর) দুপুরের দিকে ডেমরার মাতব্বর গলির এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় মোরশেদা আক্তার ও তার মা সাহিদা বেগমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয। এই ঘটনায় জড়িত সন্দেহে স্বামী সোহাগ মিয়াকে আটক করেছে পুলিশ।

আহত মোরশেদার মামা মফিজুল ইসলাম (আকাশ) জানান, মোরশেদা ও তার স্বামী সোহাগ দুজনেই পোশাক কারখানায় কাজ করেন।পারিবারিক বিষয় নিয়ে প্রায়ই তাঁদের মধ্যে ঝগড়া লেগেই থাকত। আজ দুপুরে কথাকাটাকাটির একপর্যায়ে সোহাগ তাঁর স্ত্রী মোরশেদাকে কুপিয়ে জখম করে। পরে সোহাগের শাশুড়ি বাঁচাতে এলে শাশুড়ি সাহিদাকেও কুপিয়ে আহত করে। পরে এলাকাবাসী সোহাগকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে সোহাগকে আটক করে।

ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহিন পারভেজ জানান, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে সোহাগ নামের এক জনকে আটক করি।পর আহত দুজনকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে পাঠিয়ে দিই।’

Ad 300x250

সম্পর্কিত