leadT1ad

হাইকোর্টে ৬৬ বেঞ্চ গঠন প্রধান বিচারপতির

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

হাইকোর্ট ভবন। সংগৃহীত ছবি

অবকাশকালীন ছুটি শেষে রোববার (৪ জানুয়ারি) খুলছে সুপ্রিম কোর্ট। নতুন বছরের প্রথম কার্যদিবস থেকে হাইকোর্ট বিভাগে বিচারকাজ পরিচালনায় ৬৬টি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

শনিবার (৩ জানুয়ারি) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে বেঞ্চের তালিকা প্রকাশ করা হয়েছে। প্রধান বিচারপতির নির্দেশনায় বলা হয়েছে, রোববার সকাল সাড়ে ১০টা থেকে হাইকোর্ট বিভাগের বিচারকাজ পরিচালনার জন্য এসব বেঞ্চ গঠন করা হলো।

দেখা যায়, সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে বেঞ্চগুলো গঠন করা হয়েছে। এর মধ্যে ভ্যাট, কাস্টমস, ইনকাম ট্যাক্স, রিট, দেওয়ানি ও ফৌজদারি মোশন এবং দুর্নীতি দমন কমিশন (দুদক)-সংক্রান্ত মামলা শুনানির জন্য আলাদা বেঞ্চ করা হয়েছে।

দুদক ও মানি লন্ডারিং-সংক্রান্ত বেঞ্চ

দুদক এবং মানি লন্ডারিং আইন-সংক্রান্ত বিষয়ের রিট মোশনসহ সব ধরনের ফৌজদারি আবেদনের শুনানির জন্য বিচারপতি জে বি এম হাসান এবং বিচারপতি আজিজ আহমদ ভূঞার সমন্বয়ে দ্বৈত বেঞ্চ গঠন করা হয়েছে। এ ছাড়া দুদক এবং মানি লন্ডারিং আইন-সংক্রান্ত বিষয়াদিসহ একক বেঞ্চে গ্রহণযোগ্য ফৌজদারি আবেদনের শুনানির জন্য বিচারপতি মো. খসরুজ্জামানের একক বেঞ্চ নির্ধারণ করা হয়েছে। বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি ফয়সল হাসান আরিফের বেঞ্চও দুর্নীতি দমন কমিশন আইন-সংক্রান্ত বিষয়ে শুনানি করবেন।

মৃত্যুদণ্ডাদেশ কনফারমেশন ও ফৌজদারি আপিল

মৃত্যুদণ্ডাদেশ কনফারমেশনের রেফারেন্স এবং একই রায় থেকে আসা ফৌজদারি আপিল শুনানির জন্য অগ্রাধিকার ভিত্তিতে একাধিক বেঞ্চ গঠন করা হয়েছে। এর মধ্যে রয়েছেন বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি রেজাউল করিমের সমন্বয়ে গঠিত বেঞ্চ। এছাড়া বিচারপতি আতোয়ার রহমান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের বেঞ্চ এবং বিচারপতি মহি উদ্দিন শামীম ও বিচারপতি জেসমিন আরা বেগমের বেঞ্চও মৃত্যুদণ্ডাদেশ কনফারমেশন মামলার শুনানি করবেন।

রিট এখতিয়ার

সব ধরনের রিট আবেদন শুনানির জন্য বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি মুরাদ-এ-মওলা সোহেলের নেতৃত্বে দ্বৈত বেঞ্চ গঠন করা হয়েছে। ভ্যাট, কাস্টমস, ইনকাম ট্যাক্স ও অর্থঋণ আইন-সংক্রান্ত রিট আবেদন শুনানি করবেন যথাক্রমে বিচারপতি মজিবুর রহমান মিয়া ও বিচারপতি সাথীকা হোসেন এবং বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি আনোয়ারুল ইসলামের বেঞ্চ।

দেওয়ানি ও কোম্পানি আইন

প্রথম আপিল, ৬ কোটি টাকার ঊর্ধ্বমানের প্রথম বিবিধ আপিল এবং দেওয়ানি রুল শুনানির জন্য বিচারপতি শেখ আবদুল আউয়াল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহামুদের সমন্বয়ে ডিভিশন বেঞ্চ গঠন করা হয়েছে। কোম্পানি আইন ও আদিম অধিক্ষেত্রাধীন বিষয়াদি শুনানির দায়িত্ব দেওয়া হয়েছে বিচারপতি কাজী জিনাত হকের একক বেঞ্চকে। এই কোম্পানি বেঞ্চটি কাগজমুক্ত হওয়ায় ই-ফাইলিং বাধ্যতামূলক করা হয়েছে।

রোববার সকাল সাড়ে ১০টায় আপিল বিভাগের এক নম্বর এজলাস কক্ষে নবনিযুক্ত প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে সংবর্ধনা জানাবে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। সংবর্ধনা অনুষ্ঠান শেষে প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা নিয়মিত বিচারিক কার্যক্রমে অংশ নেবেন।

বিষয়:

হাইকোর্ট
Ad 300x250

সম্পর্কিত