leadT1ad

পুলিশের লুট হওয়া অস্ত্র-গুলি উদ্ধারে মিলবে ৫ লাখ টাকা পর্যন্ত পুরস্কার

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ২০: ০১
বাংলাদেশ পুলিশ। সংগৃহীত ছবি

গণ-অভ্যুত্থানের পর দেশের বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধারে ৫ লাখ থেকে ৫০০ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে সরকার। অস্ত্র ও গোলাবারুদের সন্ধানদাতারা এই অর্থ পাবেন বলে আজ বুধবার পুলিশ সদর দপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি লাইট মেশিনগান (এলএমজি) উদ্ধার করতে পারলে সন্ধানদাতা পাবেন পাঁচ লাখ টাকা। এ ছাড়া সাব মেশিনগানের (এসএমজি) জন্য দেড় লাখ, চায়না রাইফেলের জন্য এক লাখ এবং পিস্তল ও শটগানের জন্য ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। আর প্রতি রাউন্ড গুলির জন্য মিলবে ৫০০ টাকা।

অস্ত্র-গুলি উদ্ধারে প্রকৃত সন্ধানদাতাকে নিকটস্থ থানায় যোগাযোগ করার অনুরোধ জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, সন্ধানদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।

এ বিষয়ে পুলিশের এআইজি (মিডিয়া) এ এইচ এম শাহাদাত হোসেন স্ট্রিমকে বলেন, লুট হওয়া আগ্নেয়াস্ত্র উদ্ধারের জন্য এর আগেও এ ধরনের পুরস্কার ঘোষণা করা হয়েছিল। সবাইকে মনে করিয়ে দেওয়ার জন্য আবারও ঘোষণা দেওয়া হলো।

গত বছরে ৫ জুলাই গণ-অভ্যুত্থানে দেশের বিভিন্ন থানায় হামলা চালায় ক্ষুব্ধ জনতা। পুলিশের হিসাব অনুযায়ী, ওই সময় থানাগুলো থেকে ৫ হাজার ৭৬৩টি আগ্নেয়াস্ত্র লুট হয়। আর খোয়া যাওয়া গোলাবারুদের পরিমাণ ছিল ৬ লাখ ৫২ হাজার ৮টি। এসব অস্ত্র ও গুলি উদ্ধারে দফায় দফায় অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে এখনো ১ হাজার ৩৪২টি অস্ত্র এবং ২৫ হাজার ৩৫১ রাউন্ড গুলি উদ্ধার করা যায়নি।

জাতীয় নির্বাচনকে সামনে রেখে এসব অস্ত্র-গুলি আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে ব্যবহার করা হতে পারে বলে আশঙ্কা করছেন অনেক। এমন পরিস্থিতি লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কারের ঘোষণা দিল সরকার।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত