leadT1ad

পোস্টাল ব্যালটে অনিয়মের ব্যাখ্যা ইসিকে দিতে হবে: সালাহউদ্দিন

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ১৯: ২৩
সিইসির সঙ্গে বৈঠক থেকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। স্ট্রিম ছবি

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে পোস্টাল ব্যালট তৈরি ও বিদেশে পাঠানোর প্রক্রিয়ায় বিভিন্ন ‘অনিয়মের’ বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) কাছে ব্যাখ্যা চেয়েছে বিএনপি। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

প্রবাসীদের কাছে পাঠানো পোস্টাল ব্যালটের ছবি সম্প্রতি সামনে আসার পর প্রতীকের ক্রম নিয়ে আলোচনা শুরু হয়। ব্যালটে জামায়াত, এনসিপিসহ কিছু দলের প্রতীক উপরে থাকলেও বিএনপির ধানের শীষ প্রতীক পড়েছে পাতার মাঝের দিকে। এ নিয়েই মূলত আপত্তি বিএনপি নেতাকর্মীদের। এ ছাড়া একটি বাসায় কয়েক’শ ব্যালট পেপার থাকার ভিডিও ছড়িয়েছে।

সিইসির সঙ্গে বৈঠক শেষে এ বিষয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘পোস্টাল ব্যালট, যেগুলো প্রবাসীদের জন্য পাঠানো হয়েছে—আমরা বলেছি, এখানে সঠিকভাবে বিবেচনা করা হয় নাই। যারা এই পোস্টাল ব্যালট প্রণয়নের কাজে ছিলেন, প্রেরণের কাজে ছিলেন বা যারা দায়িত্বপ্রাপ্ত ছিল, তাদেরকে ব্যাখ্যা দিতে হবে। ইলেকশন কমিশনকে ব্যাখ্যা দিতে হবে।’

তিনি আরও বলেন, ‘বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ভিডিও আকারে আসছে—একটি বাসায় ২০০ থেকে ৩০০ ব্যালট পাওয়া যাচ্ছে। কোথাও কোথাও জব্দ করা হচ্ছে। কোথাও কোথাও এখনই ভোটিং শুরু হয়ে গেছে, যেটা ২২ তারিখে হওয়ার কথা। কোথাও কোথাও বলছে, একজনের নম্বর দিয়ে আরেকজন গ্রহণ (ব্যালট) করছে। এইভাবে অনেক অনিয়ম হয়েছে।’

পোস্টাল ব্যালটে প্রতীকের ক্রমের কারণে বিএনপি ক্ষতিগ্রস্ত হচ্ছে মন্তব্য করে বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘যেহেতু বাংলাদেশে প্রবাসীদের ভোট দানের এই নিয়মটা এই প্রথম এক্সারসাইজ (বাস্তবায়ন) হচ্ছে, এখানে কিছু ভুলভ্রান্তি থাকতে পারতো। তবে যে ভুলভ্রান্তিটা হচ্ছে, এখানে আমরা ভিক্টিম হচ্ছি, ক্ষতিগ্রস্ত হচ্ছি এবং একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে কিছু কিছু কাজ হয়েছে বলে আমাদের ধারণা। আসলে ধারণাও না, এটি প্রমাণিত হচ্ছে।’

দেশের ভেতর পাঠানো পোস্টাল ব্যালটে প্রার্থীদের নাম রাখার প্রস্তাব দিয়েছেন জানিয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘পোস্টাল ব্যালট দেশের ভেতর সবচেয়ে বেশি ব্যবহৃত হবে। সেজন্য আমরা বলেছি, সব নির্বাচনী এলাকায় যে কয়জন প্রার্থী থাকবেন তাদের তো মার্কা ও নাম দিয়ে ব্যালট হয়। সেই একই ব্যালট যেন সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার পোস্টাল ব্যালট হিসেবে ব্যবহার করা হয়। এ বিষয়ে আমরা সুস্পষ্ট প্রস্তাব দিয়েছি। কারণ, সব মার্কা দিয়ে পোস্টাল ব্যালট সব আসনে পাঠানোর প্রয়োজন নেই।’ তিনি আরও বলেন, নির্বাচন কমিশন বিষয়টি বিবেচনা করবে বলে তাঁদের জানিয়েছে।

ভোটার স্লিপ নিয়ে ইসির নিয়মের পরিবর্তন চেয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, ভোটার স্লিপে ভোটার নম্বরের পাশাপাশি প্রার্থীর নাম, প্রতীকও থাকে। এতে ভোটারদের প্রার্থী বাছাই করা সহজ হয়। তবে ইসি বলেছে, ভোট স্লিপে কোনো দল, প্রতীক ও প্রার্থীর ছবি দেওয়া যাবে না। এগুলো তারা পুনর্বিবেচনা করতে বলেছেন।

Ad 300x250

সম্পর্কিত