leadT1ad

সুখি দেশের তালিকায় বাংলাদেশ ১৩৪তম, শীর্ষে ফিনল্যান্ড

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রতীকী ছবি

বিশ্বের সবচেয়ে সুখি দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান আরও নিচে নেমেছে। ১৪৩টি দেশের মধ্যে বাংলাদেশ এবার ১৩৪তম স্থানে রয়েছে। গত বছর এ অবস্থান ছিল ১২৯তম। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) প্রকাশিত ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে এ তথ্য উঠে এসেছে।

তালিকায় বরাবরের মতো শীর্ষস্থান ধরে রেখেছে নর্ডিক দেশ ফিনল্যান্ড। টানা দশম বারের মতো দেশটি বিশ্বের সবচেয়ে সুখি দেশ হিসেবে স্বীকৃতি পেল। এরপর যথাক্রমে রয়েছে ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন ও ইসরায়েল। নেদারল্যান্ডস ও নরওয়ে রয়েছে তালিকার প্রথম সাতের মধ্যে।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের গড় স্কোর ৩.৮৫, যেখানে বৈশ্বিক গড় ৫.৫। অর্থাৎ বাংলাদেশ বিশ্বের অন্যতম অসুখী দেশগুলোর একটি। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে নেপাল সবচেয়ে ভালো অবস্থানে (৯২তম) রয়েছে। প্রতিবেশী পাকিস্তান ১০৯, ভারত ১১৮, মিয়ানমার ১২৬ এবং শ্রীলঙ্কা ১৩৩তম স্থানে অবস্থান করছে।

সবচেয়ে নিচে বা অসুখী দেশের তালিকায় রয়েছে আফগানিস্তান। এরপরই রয়েছে লেবানন, লেসোথো, সিয়েরা লিওন ও কঙ্গো।

গ্যালাপ ওয়ার্ল্ড পোল জরিপের তথ্যের ভিত্তিতে এই তালিকা তৈরি করা হয়েছে। এতে জিডিপি, সামাজিক সহায়তা, গড় আয়ু, স্বাধীনতা, উদারতা ও দুর্নীতির ধারণার মতো ছয়টি সূচক বিবেচনা করা হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, উত্তর ইউরোপীয় দেশগুলোর শক্তিশালী সামাজিক নিরাপত্তা ও জীবনমান তাদের শীর্ষস্থানে রাখতে ভূমিকা রেখেছে। অন্যদিকে ভুটানকে তালিকায় সম্মানজনক উল্লেখ (অনারেবল মেনশন) দেওয়া হয়েছে তাদের ‘গ্রস ন্যাশনাল হ্যাপিনেস’ নীতির জন্য।

এই র‍্যাঙ্কিং জনগণের সম্পদ বা ব্যাক্তিকেন্দ্রিক সুখকে বিবেচনা করে নয়, বরং জিডিপি, সামাজিক সহায়তা, স্বাস্থ্য, স্বাধীনতা, উদারতা ও দুর্নীতি-সম্পর্কিত অনুভূতি–এই ছয়টি বিষয়কে গুরুত্ব দিয়ে করা হয়। তাই এই সূচক কোনো দেশের মানুষ সব সময় সুখী বা দুঃখী—এমন চূড়ান্ত সিদ্ধান্ত দেয় না, বরং গড় ধারণা প্রকাশ করে।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত