leadT1ad

ককটেল বিস্ফোরণে কাঁপল কারওয়ান বাজার

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ২০: ৫২
বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ জড়ো করে রেখেছেন স্থানীয়রা। সংগৃহীত ছবি

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় দুটি ককটেল বিস্ফোরণ হয়েছে। এতে এক পথচারী আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তবে তাঁর নাম-পরিচয় জানা যায়নি।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বেলা সোয়া ৫টার দিকে হঠাৎ ককটেল বিস্ফোরণে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সরেজমিন কারওয়ান বাজারের রোমাক্স টাওয়ারের সামনের রাস্তায় বিস্ফোরণের ছাপ পাওয়া যায়। বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ জড়ো করে রেখেছেন স্থানীয়রা। তবে ককটেল বিস্ফোরণের অন্য জায়গাটি নিশ্চিত হওয়া যায়নি।

রোমাক্স টাওয়ারের কর্মী আশিকুর রহমান স্ট্রিমকে বলেন, ‘বেলা ৫টা ১০ মিনিটে প্রথম, এর মিনিট দশেক পরে আরেকটি ককটেল বিস্ফোরণের শব্দ পাই। বিকট শব্দে নিচে নেমে প্রচুর ধোঁয়া দেখতে পাই। স্থানীয়রা জানিয়েছেন ককটেল ফাটিয়ে চলে গেছে দুর্বৃত্তরা।’

কারওয়ান বাজারে মাছ কাটার কাজ করেন মুহাম্মদ সিয়াম। তাঁর কাছ থেকে ১৫ হাত দূরে ককটেল বিস্ফোরণ হয়। সিয়াম বলেন, আমি মাছ কাটছিলাম। হঠাৎ প্রচণ্ড শব্দ হলে আতঙ্কে কেঁপে উঠি। প্রথমে ভাবছি গাড়ির চাকা ফাটছে। বের হয়ে দেখি, কেউ ককটেল মারছে।

তিনি বলেন, ককটেলে এক পথচারী আহত হয়েছেন। তাঁর আঙুল কেটে গেছে। ঘটনার পর তিনি এখানে কিছুক্ষণ ছিলেন। পরে চলে গেছেন। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জেনেছি, ফ্লাইওভারের ওপর থেকে ককটেল ছোড়া হয়েছে। একটি প্রইভেটকারের ভেতর থেকে ছোড়া হয়।

এফডিসি গেটের পাশের এক চা দোকানি নাম প্রকাশ না করে জানান, মাছ বাজারের সামনে ও এফডিসি গেটের দিক থেকে দুটি বিস্ফোরণের শব্দ পেয়েছেন তিনি। অল্প সময়ের মধ্যে বিস্ফোরণ ঘটানো হয়েছে।

তেজগাঁও থানার ওসি ক্যশৈন্যু মারমা জানান, এ ব্যাপারে তাদের কাছে কোনো তথ্য নেই। খবর পেয়ে এক এসআই ঘটনাস্থলে গেছেন।

ঘটনাস্থল পরিদর্শন করা তেজগাঁও থানার এসআই মোহাম্মদ হায়দার আলী জানান, তিনি ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেছেন। তারা ককটেল বিস্ফোরণের তথ্য দিয়েছেন। সিসিটিভির ফুটেজ দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত