leadT1ad

তিন দিনে ৭২ হাজার প্রবাসী ভোটারের ঠিকানায় গেল পোস্টাল ব্যালট

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ২১: ৩৯
স্ট্রিম গ্রাফিক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে অনলাইনে নিবন্ধিত প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট পাঠাতে শুরু করেছে নির্বাচন কমিশন। নিবন্ধন অ্যাপ উদ্বোধনের পরদিন ১৯ নভেম্বর থেকে প্রবাসীদের নিবন্ধন শুরু হয়, যা ২৫ ডিসেম্বর পর্যন্ত চলার কথা রয়েছে। ইসি বলছে, গত ১১ ডিসেম্বর তফসিল ঘোষণার এক সপ্তাহের পরেই নিবন্ধিতদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু করা হয়েছে। গত ১৮ ডিসেম্বর থেকে এই পোস্টাল ব্যালট পাঠানো শুরু হয়।

সোমবার (২২ ডিসেম্বর) নির্বাচন কমিশনের ‘আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই)’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য জানান। তিনি বলেন, ১৮ ডিসেম্বর ব্যালট পাঠানো শুরু হয়েছে। ইতোমধ্যে ৭১ হাজার ৯৫৩ জনের ঠিকানায় পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে।

ইসির হিসাব বলছে, অস্ট্রেলিয়ায় ৮৯২, কানাডায় ৯,৪৪৩, চীনে ৬৮১, ফ্রান্সে ৩,৩২১, জার্মানিতে ২,১২৬, ইতালিতে ৫,৬৮৬, জাপানে ৫,৬০০, কুয়েতে ১,৩১০, মালয়েশিয়ায় ৬,২৪৬, কাতারে ২,৭৩৭, সৌদি আরবে ৭,৩৪৩, দক্ষিণ কোরিয়ায় ৭,৬৮১, ইউএইতে ১,১১৬, ইউকেতে ৫৭৩ এবং ইউএসএতে ১৭,১৯৮টি ব্যালট পাঠানো হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত ৫ লাখ ৭৫ হাজার ৬২৭ জন নিবন্ধন করেছেন। এর মধ্যে বাংলাদেশ থেকে ৯৪ হাজার ২৭০ জন নিবন্ধন করেছেন। অর্থাৎ প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন ৪ লাখ ৮১ হাজার ৪১১ জন।

ডাক ও টেলিযোগাযোগ অধিদপ্তর বলছে, গত ১৮ ডিসেম্বর থেকে পোস্টাল ব্যালট পাঠানো শুরু হয়েছে। আর্মি প্রিন্টিং প্রেসে ব্যালট ছাপানো হচ্ছে আর মেইল প্রসেসিং সেন্টারে তা নির্ধারিত পদ্ধতিতে খামে ভরে নিবন্ধিতদের ঠিকানায় পাঠানোর প্যাকেজিং চলছে। এরপর বিমানবন্দর থেকে তা ধাপে ধাপে প্রবাসীদের ঠিকানায় যাচ্ছে।

সিইসি এ এম এম নাসির উদ্দীনসহ চার নির্বাচন কমিশনার, ইসি সচিব, ডাক ও টেলিযোগাযোগ সচিব এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক তেজগাঁওয়ের মেইল প্রসেসিং সেন্টার পরিদর্শন করেছেন।

এ সময় পোস্টাল প্যাকেজিংয়ের পুরো কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে সিইসি বলেন, ‘পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীদের জন্য আমরা প্রথমবারের মতো ব্যবস্থা নিয়েছি। দেশের ভেতরেও এ ব্যবস্থা রয়েছে। এই কর্মযজ্ঞ ও ভোটের গোপনীয়তা এবং নিরাপত্তা নিশ্চিত করেই এটা করা হয়েছে।’

সিইসি বলেন, ‘আমরা পোস্টাল ব্যালটের মাধ্যমে আমাদের প্রবাসী ভাই-বোনদের ভোটের ব্যবস্থা করছি। আবার ভোটের কাজে যারা নিয়োজিত, তাদের ভোটের ব্যবস্থা করছি। কয়েদিদের ভোটের ব্যবস্থা করেছি। ৫৪ বছরে প্রথমবারের মতো প্রবাসীদের ভোটের ব্যবস্থা করা হচ্ছে। এই পোস্টাল ব্যালটের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।’

পোস্টাল ব্যালট মডেল বিশ্বের মডেল হয়ে থাকবে উল্লেখ করে তিনি বলেন, ‘কিছু ভুল-ত্রুটি থাকবে। প্রথমবার পোস্টাল ব্যালট নিয়ে আমরা সন্তুষ্ট। আগামী দিনে পরিধি আরও বাড়বে, এতে আমরা আরও সন্তুষ্ট হব।’

পোস্টাল ব্যালটের চ্যালেঞ্জের কথা উল্লেখ করে সিইসি বলেন, ‘আমাদের পোস্টাল ব্যালটে বহু ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে। আমরা বিশেষজ্ঞদের মতামত নিয়েছি। যখন যা চ্যালেঞ্জ এসেছে, আমরা তা মোকাবিলা করেছি।’

ইসি বলছে, প্রতীক বরাদ্দের আগেই পোস্টাল ব্যালট অ্যাপে নিবন্ধিতরা পোস্টাল ব্যালট পেয়ে যাবেন। প্রতীক বরাদ্দের পরে তাঁরা প্রার্থী দেখে ভোট দিয়ে ফিরতি ডাকে নির্দিষ্ট খামে তা ফেরত পাঠাবেন।

আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন এবং গণভোটের গণনা সময়ে রিটার্নিং কর্মকর্তার অফিসে এই ভোট গণনা করা হবে।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত