সাংবাদিকতার অধিকার সুরক্ষা অধ্যাদেশ প্রণয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। তিনি আশা প্রকাশ করেন, অন্তর্বর্তী সরকারের আমলেই এই অধ্যাদেশ প্রণয়ন সম্ভব হবে।
স্ট্রিম ডেস্ক

সাংবাদিকতার অধিকার সুরক্ষা অধ্যাদেশ প্রণয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। তিনি আশা প্রকাশ করেন, অন্তর্বর্তী সরকারের আমলেই এই অধ্যাদেশ প্রণয়ন সম্ভব হবে।
আজ মঙ্গলবার রাজধানীর তথ্য ভবনে ‘সংবাদপত্র মজুরি বোর্ড গঠন এবং সাংবাদিকতার অধিকার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ (খসড়া)’ বিষয়ক এক আলোচনাসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা জানান, গণমাধ্যম সংস্কার কমিশনের প্রস্তাবিত খসড়া অধ্যাদেশের বিভিন্ন দিক পর্যালোচনা করা হচ্ছে। তিনি সংশ্লিষ্ট অংশীজনের মতামতের ওপর গুরুত্ব দিয়ে আগামী ১০ দিনের মধ্যে লিখিত প্রস্তাব দিতে সাংবাদিক সংগঠন ও গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানান।
মজুরি বোর্ড বাস্তবায়ন প্রসঙ্গে তিনি বলেন, এতে একাধিক মন্ত্রণালয় জড়িত। বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করতে কাজ চলছে। সাংবাদিকদের ভালো বেতন নিশ্চিত করা গেলে গণমাধ্যমের অনেক সমস্যা কমে আসবে বলেও উল্লেখ করেন তিনি।
বিজ্ঞাপন খাতের বকেয়া পরিশোধের বিষয়েও উপদেষ্টা বলেন, আগের সরকারের আমলে এ খাতে ৭৫ কোটি টাকার বকেয়া ছিল। বর্তমানে তা কমে ৩৬ কোটিতে দাঁড়িয়েছে। এই টাকা পরিশোধে উদ্যোগ নেওয়া হয়েছে।
আলোচনায় অংশ নিয়ে সাংবাদিক নেতারা বলেন, বিদ্যমান আইনে সাংবাদিকদের শ্রমিক হিসেবে দেখা হয়, যা পরিবর্তন জরুরি। সাংবাদিকদের স্বার্থসংশ্লিষ্ট সব বিষয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে আনার দাবি জানান তাঁরা।
সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, প্রধান তথ্য অফিসার মো. নিজামূল কবীর, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক খালেদা বেগম, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের মহাপরিচালক ফারুক ওয়াসিফসহ সরকারি কর্মকর্তা ও সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।

সাংবাদিকতার অধিকার সুরক্ষা অধ্যাদেশ প্রণয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। তিনি আশা প্রকাশ করেন, অন্তর্বর্তী সরকারের আমলেই এই অধ্যাদেশ প্রণয়ন সম্ভব হবে।
আজ মঙ্গলবার রাজধানীর তথ্য ভবনে ‘সংবাদপত্র মজুরি বোর্ড গঠন এবং সাংবাদিকতার অধিকার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ (খসড়া)’ বিষয়ক এক আলোচনাসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা জানান, গণমাধ্যম সংস্কার কমিশনের প্রস্তাবিত খসড়া অধ্যাদেশের বিভিন্ন দিক পর্যালোচনা করা হচ্ছে। তিনি সংশ্লিষ্ট অংশীজনের মতামতের ওপর গুরুত্ব দিয়ে আগামী ১০ দিনের মধ্যে লিখিত প্রস্তাব দিতে সাংবাদিক সংগঠন ও গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানান।
মজুরি বোর্ড বাস্তবায়ন প্রসঙ্গে তিনি বলেন, এতে একাধিক মন্ত্রণালয় জড়িত। বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করতে কাজ চলছে। সাংবাদিকদের ভালো বেতন নিশ্চিত করা গেলে গণমাধ্যমের অনেক সমস্যা কমে আসবে বলেও উল্লেখ করেন তিনি।
বিজ্ঞাপন খাতের বকেয়া পরিশোধের বিষয়েও উপদেষ্টা বলেন, আগের সরকারের আমলে এ খাতে ৭৫ কোটি টাকার বকেয়া ছিল। বর্তমানে তা কমে ৩৬ কোটিতে দাঁড়িয়েছে। এই টাকা পরিশোধে উদ্যোগ নেওয়া হয়েছে।
আলোচনায় অংশ নিয়ে সাংবাদিক নেতারা বলেন, বিদ্যমান আইনে সাংবাদিকদের শ্রমিক হিসেবে দেখা হয়, যা পরিবর্তন জরুরি। সাংবাদিকদের স্বার্থসংশ্লিষ্ট সব বিষয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে আনার দাবি জানান তাঁরা।
সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, প্রধান তথ্য অফিসার মো. নিজামূল কবীর, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক খালেদা বেগম, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের মহাপরিচালক ফারুক ওয়াসিফসহ সরকারি কর্মকর্তা ও সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।

স্ত্রী ও ৯ মাস বয়সী সন্তানকে হারানো নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা সভাপতি জুয়েল হাসান সাদ্দামকে ৬ মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার (২৬ জানুয়ারি) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
৬ ঘণ্টা আগে
কক্সবাজারের রামুতে এক ইজিবাইক চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৬ জানুয়ারি) রাতে ইউনিয়নের দক্ষিণ মিঠাছড়ি এলাকা থেকে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে।
৬ ঘণ্টা আগে
নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে সন্ত্রাসী হামলায় ১০ থেকে ১২ জন সাংবাদিক আহত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ঢাকার শরীয়তপুর সাংবাদিক সমিতি। পাশাপাশি জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে সংগঠনটি।
৭ ঘণ্টা আগে
দেশীয় টেক্সটাইল ও স্পিনিং খাতকে বিপর্যয় থেকে রক্ষা করতে সুতা আমদানিতে বিদ্যমান অসম সুবিধা অবিলম্বে বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশন (বিটিএমএ)।
৭ ঘণ্টা আগে