সাংবাদিকতার অধিকার সুরক্ষা অধ্যাদেশ প্রণয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। তিনি আশা প্রকাশ করেন, অন্তর্বর্তী সরকারের আমলেই এই অধ্যাদেশ প্রণয়ন সম্ভব হবে।
স্ট্রিম ডেস্ক

সাংবাদিকতার অধিকার সুরক্ষা অধ্যাদেশ প্রণয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। তিনি আশা প্রকাশ করেন, অন্তর্বর্তী সরকারের আমলেই এই অধ্যাদেশ প্রণয়ন সম্ভব হবে।
আজ মঙ্গলবার রাজধানীর তথ্য ভবনে ‘সংবাদপত্র মজুরি বোর্ড গঠন এবং সাংবাদিকতার অধিকার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ (খসড়া)’ বিষয়ক এক আলোচনাসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা জানান, গণমাধ্যম সংস্কার কমিশনের প্রস্তাবিত খসড়া অধ্যাদেশের বিভিন্ন দিক পর্যালোচনা করা হচ্ছে। তিনি সংশ্লিষ্ট অংশীজনের মতামতের ওপর গুরুত্ব দিয়ে আগামী ১০ দিনের মধ্যে লিখিত প্রস্তাব দিতে সাংবাদিক সংগঠন ও গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানান।
মজুরি বোর্ড বাস্তবায়ন প্রসঙ্গে তিনি বলেন, এতে একাধিক মন্ত্রণালয় জড়িত। বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করতে কাজ চলছে। সাংবাদিকদের ভালো বেতন নিশ্চিত করা গেলে গণমাধ্যমের অনেক সমস্যা কমে আসবে বলেও উল্লেখ করেন তিনি।
বিজ্ঞাপন খাতের বকেয়া পরিশোধের বিষয়েও উপদেষ্টা বলেন, আগের সরকারের আমলে এ খাতে ৭৫ কোটি টাকার বকেয়া ছিল। বর্তমানে তা কমে ৩৬ কোটিতে দাঁড়িয়েছে। এই টাকা পরিশোধে উদ্যোগ নেওয়া হয়েছে।
আলোচনায় অংশ নিয়ে সাংবাদিক নেতারা বলেন, বিদ্যমান আইনে সাংবাদিকদের শ্রমিক হিসেবে দেখা হয়, যা পরিবর্তন জরুরি। সাংবাদিকদের স্বার্থসংশ্লিষ্ট সব বিষয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে আনার দাবি জানান তাঁরা।
সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, প্রধান তথ্য অফিসার মো. নিজামূল কবীর, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক খালেদা বেগম, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের মহাপরিচালক ফারুক ওয়াসিফসহ সরকারি কর্মকর্তা ও সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।

সাংবাদিকতার অধিকার সুরক্ষা অধ্যাদেশ প্রণয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। তিনি আশা প্রকাশ করেন, অন্তর্বর্তী সরকারের আমলেই এই অধ্যাদেশ প্রণয়ন সম্ভব হবে।
আজ মঙ্গলবার রাজধানীর তথ্য ভবনে ‘সংবাদপত্র মজুরি বোর্ড গঠন এবং সাংবাদিকতার অধিকার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ (খসড়া)’ বিষয়ক এক আলোচনাসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা জানান, গণমাধ্যম সংস্কার কমিশনের প্রস্তাবিত খসড়া অধ্যাদেশের বিভিন্ন দিক পর্যালোচনা করা হচ্ছে। তিনি সংশ্লিষ্ট অংশীজনের মতামতের ওপর গুরুত্ব দিয়ে আগামী ১০ দিনের মধ্যে লিখিত প্রস্তাব দিতে সাংবাদিক সংগঠন ও গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানান।
মজুরি বোর্ড বাস্তবায়ন প্রসঙ্গে তিনি বলেন, এতে একাধিক মন্ত্রণালয় জড়িত। বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করতে কাজ চলছে। সাংবাদিকদের ভালো বেতন নিশ্চিত করা গেলে গণমাধ্যমের অনেক সমস্যা কমে আসবে বলেও উল্লেখ করেন তিনি।
বিজ্ঞাপন খাতের বকেয়া পরিশোধের বিষয়েও উপদেষ্টা বলেন, আগের সরকারের আমলে এ খাতে ৭৫ কোটি টাকার বকেয়া ছিল। বর্তমানে তা কমে ৩৬ কোটিতে দাঁড়িয়েছে। এই টাকা পরিশোধে উদ্যোগ নেওয়া হয়েছে।
আলোচনায় অংশ নিয়ে সাংবাদিক নেতারা বলেন, বিদ্যমান আইনে সাংবাদিকদের শ্রমিক হিসেবে দেখা হয়, যা পরিবর্তন জরুরি। সাংবাদিকদের স্বার্থসংশ্লিষ্ট সব বিষয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে আনার দাবি জানান তাঁরা।
সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, প্রধান তথ্য অফিসার মো. নিজামূল কবীর, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক খালেদা বেগম, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের মহাপরিচালক ফারুক ওয়াসিফসহ সরকারি কর্মকর্তা ও সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।

অবৈধ সম্পদ অর্জন ও ভোগদখলের অভিযোগে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
২ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফেসবুক পোস্টে 'চুদলিং পং' কমেন্ট করায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটেছে। গতকাল রোববার রাত আটটা থেকে মধ্যরাত পর্যন্ত এসব ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ব্যাপক আকারে বিশেষ বিশেষ কর্মসূচির প্রস্তুতি চলছে। যথাযথ মর্যাদায় দিবসটি পালনের জন্যে অন্যান্য আয়োজনের পাশাপাশি এবার সর্বাধিক পতাকা উড়িয়ে প্যারাস্যুটিং করে বিশ্বরেকর্ড গড়ার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ।
৩ ঘণ্টা আগে
বাবা বাসা থেকে বের হন সকাল ৭টায়। আর ৭টা ১৫ মিনিটে বোরকা পরে বাসায় ঢুকে চারদিন আগে কাজ নেওয়া আয়েশা নাম বলা ছুটা গৃহকর্মী। ৯টা ৩৬ মিনিটে স্কুল ড্রেস আর মুখে মাস্ক পরে বাসা থেকে বের হয় এক নারী।
৫ ঘণ্টা আগে