leadT1ad

নির্বাচনের জন্য মার্কিন নাগরিকত্ব ছেড়েছেন শামা ওবায়েদ

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
ফরিদপুর

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ২১: ৫৮
শামা ওবায়েদ ইসলাম। সংগৃহীত ছবি

ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছেড়েছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম। গত ২৮ ডিসেম্বর নির্বাচন কমিশনে মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা হলফনামায় এ তথ্য দিয়েছেন তিনি।

শামা ওবায়েদ এক সময় একই সঙ্গে বাংলাদেশের পাশাপাশি যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন। তবে গত বছরের ২০ নভেম্বর তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করেন। হলফনামায় তাঁর বয়স দেখানো হয়েছে ৫২ বছর ৭ মাস ১৫ দিন এবং শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞানে স্নাতক (কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং)।

শামা ওবায়েদ ফরিদপুর-২ (সালথা ও নগরকান্দা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী। হলফনামায় শামা পেশা ব্যবসা ও চাকরি উল্লেখ করেছেন। বার্ষিক আয় দেখিয়েছেন ২১ লাখ ৮৯ হাজার ৭১ টাকা। এর মধ্যে ফ্লাট ভাড়া থেকে ১২ লাখ ৬০ হাজার, শেয়ার, সঞ্চয়পত্র ও ব্যাংক আমানতের মুনাফা ৪৬ হাজার ৪০৪, চাকরি থেকে আয় ৭ লাখ ৮৬ হাজার ৬৬৭ ও সম্মানী ভাতা পান ৯৬ হাজার টাকা।

২০১৮ সালে শামা ওবায়েদ হলফনামায় মোট আয় ৩০ লাখ ৬ হাজার ৮২৫ টাকা দেখিয়েছিলেন। দুটি হলফনামা পর্যালোচনায় দেখা যায়, সাত বছরের ব্যবধানে তাঁর আয় কমেছে ৮ লাখ ১৭ হাজার ৭৫৪ টাকা। স্বামী মুস্তাজিরুল শোভন ইসলামের পেশা ব্যবসা ও চাকরি। তাঁর বার্ষিক আয় ৮৯ লাখ ২২ হাজার ৪১৮ টাকা।

শামা ওবায়েদ যে অস্থাবর সম্পত্তি দেখিয়েছেন, তার অর্জনকালীন মূল্য ৩ কোটি ৬২ লাখ ৮৫ হাজার ৮০৬ টাকা। এর মধ্যে রয়েছে নগদ ২ কোটি ৫২ লাখ ৫১ হাজার ৮৯৪, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা ৩০ লাখ ৩৩ হাজার ৯১২, শেয়ার বন্ড ও ঋণপত্রে বিনিয়োগ ৫০ লাখ, একটি জিপ গাড়ি ৩০ লাখ টাকা। এর বাইরে ৫০ তোলা সোনার কথা উল্লেখ করেছেন তিনি।

শামা ওবায়েদ স্থাবর সম্পদের অর্জনকালীন মূল্য দেখিয়েছেন ৬ কোটি ৯৩ লাখ ২০ হাজার টাকা। উত্তরাধিকার সূত্রে পেয়েছেন ৪৫০ শতাংশ অকৃষি জমি। ঢাকার বনানীতে ৩ হাজার ২৪৫ বর্গফুটের একটি ফ্ল্যাট, যার মূল্য দেখিয়েছেন ৬ কোটি ৯৩ লাখ ২০ হাজার টাকা।

২০১৮ সালে শামা ওবায়েদের অস্থাবর সম্পদ ছিল ১ কোটি ৫৩ লাখ ৮২ হাজার ২৮৭ টাকার। সাত বছরের ব্যবধানে তাঁর অস্থাবর সম্পদ বেড়েছে ২ কোটি ৯ লাখ ৩ হাজার ৫১৯ টাকার। অন্যদিকে ২০১৮ সালে স্থাবর সম্পদ দেখান ৭ কোটি ৩ লাখ ২০ হাজার টাকার। অর্থাৎ সাত বছরের ব্যবধানে ১০ লাখ টাকার স্থাবর সম্পত্তি কমেছে।

শামা ওবায়েদ হলফনামায় মোট ১৮টি মামলার তথ্য উল্লেখ করেছেন। এর মধ্যে ১৭টি প্রত্যাহার, অব্যাহতি অথবা খালাসপ্রাপ্ত; একটি বিচারাধীন উল্লেখ করেছেন তিনি। ২০১৮ সালে শামার নামে অ্যালিউর বিল্ডার্স লিমিটেডের পরিচালক হিসেবে সাউথইস্ট ব্যাংক লিমিটেড থেকে দুই ধাপে ৩ কোটি ৫ লাখ টাকার ঋণ ছিল। বর্তমানে কোনো ঋণ নেই।

Ad 300x250

সম্পর্কিত