
জাতীয় পার্টির ‘লাঙ্গল’ এখন কোন শস্য ফলাতে চায়?
অভ্যন্তরীণ কোন্দলে তিন ভাগে বিভক্ত হয়ে পড়া জাতীয় পার্টি এখন নিজেদের প্রতীক “লাঙ্গল” নিয়েই টানাটানিতে ব্যস্ত। এই ভাঙ্গন কেবল নেতৃত্বের সংঘাত নয়, বরং দলটির দীর্ঘদিনের আদর্শিক সংকট এবং রাজনৈতিক কৌশলের অবশ্যম্ভাবী পরিণতি। প্রশ্ন উঠেছে, জাতীয় পার্টির এই লাঙ্গল আগামী দিনে আসলে কোন শস্য ফলাতে চায়?



.png)







.png)








