leadT1ad

জুলাইয়ের অবদান অস্বীকার লজ্জার: জামায়াত আমির

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
লক্ষ্মীপুর ও ফেনী

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ২১: ২১
লক্ষ্মীপুর আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় জামায়াত আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

বেকারদের হাতে ভাতা তুলে দিয়ে জামায়াতে ইসলামী তাদের অপমান করতে চায় না বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। বিএনপিকে ইঙ্গিত করে তিনি বলেন, কেউ কেউ জুলাইয়ের অবদান অস্বীকার করছেন। যাদের জন্য অনেকে দেশে ফিরতে পেরেছে, জেল থেকে মুক্তি পেয়েছে, নির্বাচনের কথা বলতে পারছে, তাদের অবদান অস্বীকার করা লজ্জার।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে লক্ষ্মীপুর আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন জামায়াত আমির। আক্ষেপ করে তিনি বলেন, আমরা রাজনৈতিক দলগুলো জুলাইয়ের আগে আন্দোলন সংগ্রাম করেছি, আয়না ঘরে গিয়েছি। কিন্তু কোনো পরিবর্তন আসেনি। পরিবর্তন এসেছে শুধু আমাদের সন্তানদের নেতৃত্বে।

নেতাকর্মীর উদ্দেশে শফিকুর রহমান বলেন, যে রাজনৈতিক দল (আওয়ামী লীগ) মানুষের অধিকার হরণ করছে, দেশকে দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছে, চাঁদাবাজির মাধ্যমে জনগণকে অতিষ্ট করেছে, জনগণের টাকায় কেনা অস্ত্র দিয়ে মানুষের বুকে গুলি ছুড়েছে, তারা রাজনীতি আবার ফিরে আসুক আপনারা কি চান? এ সময় সমস্বরে ‘না’ জবাব দেন উপস্থিত নেতাকর্মী। পরে জামায়াত আমির বলেন, সবাই আপনারা পরিবর্তন চান। তাহলে গণভোটে ‘হ্যা’– এর পক্ষে ভোট দিতে হবে।

জনসভায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাছুম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি আতিকুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম, ১১ দলীয় নির্বাচনী ঐক্যের লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী রেজাউল করিম, লক্ষ্মীপুর-১ আসনের প্রার্থী মাহবুব আলম, জেলা জামায়াতের আমির ও লক্ষ্মীপুর-২ আসনের প্রার্থী রুহুল আমিন ভূঁইয়া, জেলা জামায়াতের সেক্রেটারী হাফিজ উল্যা প্রমুখ।

এর আগে দুপুরে ফেনী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জেলার তিনটি আসন নিয়ে আয়োজিত নির্বাচনী জনসভায় জামায়াত আমির বলেন, মা-বাবার পর সন্তান ও পরিবারের ইতিহাস বলে দিতে চাই। আমরা চাই যোগ্য সন্তানরা শুধু নেতৃত্বে আসবে। অতীতের বস্তাপচা পরিবারতন্ত্রকে লাল কার্ড দেখাতে চাই। সবার সমান অধিকার নিশ্চিত করতে চাই।

তিনি বলেন, শীতের দিনে মাথা গরম করবেন না। কিছু কিছু জায়গায় মা-বোনদের ওপর হামলা করা হচ্ছে, আপনাদেরও মা-বোন আছে। তাদের সম্মান দিলেই আপনারা সম্মানিত হবেন। তাদের অপমান করলে সহ্য করা হবে না। কিছু জায়গায় আমাদের ভাইদের হত্যা করা হচ্ছে, তাদের সাবধান করে দিচ্ছি।

ফেনী জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নানের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন জামায়াতের সহকারী সেক্রেটারি এটিএম মাছুম, ডাকসু ভিপি সাদিক কায়েম, ফেনী-১ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী এসএম কামাল উদ্দিন, ফেনী-৩ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী ডা. ফখরুদ্দিন মানিক, ফেনী-২ আসনের ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, একেএম সামছুদ্দিন প্রমুখ।

ডাকসু ভিপি সাদিক কায়েমকে ঈগলের শাল পরিয়ে দেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। ছবি: সংগৃহীত
ডাকসু ভিপি সাদিক কায়েমকে ঈগলের শাল পরিয়ে দেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। ছবি: সংগৃহীত

এ সময় মঞ্চে ডাকসু ভিপি সাদিক কায়েমকে ঈগলের শাল পরিয়ে দেন ফেনী-২ আসনে এবি পার্টির প্রার্থী মজিবুর রহমান মঞ্জু।

Ad 300x250

সম্পর্কিত