leadT1ad

আসিফ মাহমুদের তদারকিতে এনসিপির ৭ ইউনিট

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ১৯: ২৯
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কাঠামোতে বড় ধরনের পরিবর্তন এনেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি প্রধানের দায়িত্ব পালনের পাশাপাশি আরও সাতটি সাংগঠনিক ইউনিটের সরাসরি তদারকি করবেন।

আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন এই দায়িত্বের মাধ্যমে আসিফ মাহমুদ দলের নীতিনির্ধারণী পর্যায় থেকে শুরু করে মাঠ পর্যায়ের কার্যক্রমের সমন্বয় করবেন। বিশেষ করে নির্বাচনকে কেন্দ্র করে দলের প্রচার ও কৌশলগত অবস্থান জোরদার করতে তাঁকে সাতটি সেলের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, যেই সাতটি সেল এখন থেকে আসিফ মাহমুদ তদারকি করবেন সেগুলো হলো—মিডিয়া সেল; প্রচার ও প্রকাশনা সেল; ব্র্যান্ডিং সেল; দপ্তর সেল; জনসংযোগ ও সদস্য সংগ্রহ সেল; রিসার্চ ও পলিসি সেল এবং

ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ ইউনিট)।

এর আগে, গত বছরের ২৯ ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ দলটির মুখপাত্রের দায়িত্ব পান।

Ad 300x250

সম্পর্কিত