leadT1ad

তরুণদের ভাবনা জেনে তারেক রহমান দিলেন সমাধান সূত্র

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

‘আমার ভাবনায় বাংলাদেশ’ প্রতিযোগিতার বিজয়ীদের সঙ্গে তারেক রহমান। ছবি: সংগৃহীত

তরুণদের কাছ থেকে দেশের বিভিন্ন বিষয়ে সরাসরি তাদের ভাবনা জানলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। পরে খাত ধরে ধরে সেসব নিয়ে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে বিএনপি কী করতে চায়, তা জানান তিনি।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে গুলশানের বিচারপতি সাহাবুদ্দিন আহমেদ পার্কে হয় ‘মিট অ্যান্ড গ্রিট উইথ তারেক রহমান’ শীর্ষক অনুষ্ঠান। এতে ‘আমার ভাবনায় বাংলাদেশ’ প্রতিযোগিতার বিজয়ী ১০ তরুণ অংশ নেন। উপস্থিত ছিলেন তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।

লেখাপড়া হবে আনন্দের

শিক্ষা নিয়ে তরুণদের পরিকলল্পনা শোনেন তারেক রহমান। পরে এ নিয়ে নিজের পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, ‘আমরা নতুন কুড়ি স্পোর্টস চালু করতে চাই। শিশুদের সক্ষমতা অনুযায়ী ৫-৬টা খেলা আমরা যুক্ত করতে চাই। এটি বাধ্যতামূলক থাকবে, সিলেবাসে যুক্ত করা হবে। এর মধ্যে যে কোনো একটিতে তাঁকে পাস করতে হবে।’

বিএনপি চেয়ারম্যান বলেন, ‘শিক্ষাব্যবস্থায় আমরা শিল্প-সংস্কৃতি রাখতে চাই। যে কোনো একটি তাঁকে চর্চা করতে হবে। হয় তাঁকে কবিতা, আবৃতি, গান কিংবা বাঁশি বাজানো শিখতে হবে। আমরা এভাবে শিশুদের ব্যস্ত রাখতে চাই। এতে ইন্টারনেটে সময় নষ্ট করা থেকে কিছুটা হলেও তারা দূরে থাকবে। এভাবে আমরা শিশুদের ১০ মাস ব্যস্ত রাখতে চাই। তাদের আগ্রহী করে তুলতে আমরা পড়ালেখাকে সহজ, আনন্দ ও মজাদার করতে চাই।’

দক্ষতা বাড়বে প্রাথমিকের শিক্ষকের

প্রাথমিক শিক্ষা প্রসঙ্গে তারেক রহমান তরুণদের বলেন, ‘আমরা প্রাথমিকের শিক্ষকদের আরও দক্ষ করে গড়তে চাচ্ছি। এজন্য তাদের প্রশিক্ষণ দিতে চাচ্ছি, যার মধ্যে অ্যাকাডেমিক প্রশিক্ষণ থাকবে। একইসঙ্গে সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের বিষয়গুলো শিশুদের শেখাতে হবে।’

সাইবার বুলিং নিয়ন্ত্রণে নৈতিক শিক্ষা

সাইবার বুলিং নিয়ে এক প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, ‘আমরা শিশুকালেই তাদের এটি সঠিক, এটি ভুল; এটি সাদা, এটি কালো শেখাতে পারি, তাহলে একটি পর্যায়ে তাদের মাথায় ঢুকবে কোনটি ন্যায় এবং কোনটি অন্যায়।’

যানজট নিরসনে স্যাটেলাইট টাউন

অনুষ্ঠানে তারেক রহমান জানান, সড়কের নকশা, গণপরিবহন ব্যবস্থাপনা ও নানা সুবিধা রাজধানীকেন্দ্রিক হাওয়ায় যানজট বৃদ্ধি পাচ্ছে। সমস্যাটির সমাধানে পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, ঢাকার আশেপাশের জেলাকে আমরা স্যাটেলাইট টাউন হিসেবে গড়ে তুলব। সেখান থেকে শিক্ষা, চিকিৎসা, নিরাপত্তাসহ নিত্য চাহিদা পূরণ করা হবে।

তারেক রহমান বলেন, আমরা মনোরেলের মাধ্যমে ঢাকার বিভিন্ন এলাকা যুক্ত করতে চাই, যেন সহজেই যাতায়াত করা যায়। স্যাটেলাইট টাউনে পরিবার নিয়ে নাগরিকেরা থাকতে পারবেন এবং রেলে ঢাকায় এক ঘণ্টার মধ্যে চলে আসতে পারবেন।

শেষে তিনি বলেন, যত সহজে বললাম, বিষয়গুলো এত সহজ নয়। সময় লাগবে, কাজটা কঠিন। তবে অসম্ভব নয়।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত