leadT1ad

ফেনীতে এনসিপির ৫ নেতার পদত্যাগ

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
ফেনী

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ২৩: ২৪
সন্ধ্যায় ফেনী প্রেস ক্লাবে পদত্যাগ করা ৫ নেতার সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত

দলীয় আদর্শ থেকে সরে আসার অভিযোগ তুলে ফেনীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাঁচ নেতা পদত্যাগ করেছেন। মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় ফেনী প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তাঁরা এ ঘোষণা দেন।

পদত্যাগকারীরা হলেন—জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক ও জুলাই যোদ্ধা ওমর ফারুক শুভ, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুর রহিম বাবু এবং সদস্য আজিমুল হক, জোনায়েদ হোসেন ও নুরে আজিম।

সংবাদ সম্মেলনে ওমর ফারুক শুভ বলেন, জুলাই অভ্যুত্থানের পর এনসিপি মধ্যমপন্থার রাজনীতির প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু দলটি এখন সেই আদর্শ থেকে সরে এসেছে। দীর্ঘদিনের সম্পর্কের ইতি টেনে তাঁরা স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন। পদত্যাগপত্র জেলা কমিটির কাছে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

আরেক নেতা আবদুর রহিম বাবু পদত্যাগপত্রে উল্লেখ করেন, এনসিপি নিজস্ব মতাদর্শ থেকে সরে দাঁড়ানোয় তিনি ব্যক্তিগত ও নীতিগত কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন। অন্য চার নেতাও একই পত্রে স্বাক্ষর করে একাত্মতা প্রকাশ করেন। তাঁরা জানান, আপাতত কোনো দলে যোগ না দিয়ে জনগণের অধিকার আদায়ে সক্রিয় থাকবেন।

এ বিষয়ে ফেনী জেলা এনসিপির সদস্যসচিব শাহ ওয়ালী উল্লাহ মানিক বলেন, ‘পদত্যাগের বিষয়টি শুনেছি, তবে এখনো আনুষ্ঠানিক চিঠি পাইনি। চিঠি পেলে বিস্তারিত জানানো হবে।’

উল্লেখ্য, পদত্যাগকারী নেতা ওমর ফারুক শুভ গত ৩১ ডিসেম্বর চাঁদাবাজি ও প্রতারণা মামলায় গ্রেপ্তার হয়েছিলেন। ফেনী আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষকে স্বপদে বহাল রাখার আশ্বাস দিয়ে চাঁদা দাবির ১৫ মিনিটের একটি কল রেকর্ড ফেসবুকে ছড়িয়ে পড়েছিল।

Ad 300x250

সম্পর্কিত