leadT1ad

গোলাম আজম জাতির শ্রেষ্ঠ সন্তান হলে বীর মুক্তিযোদ্ধাদের অবস্থানটা কোথায়: মির্জা আব্বাস

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
সাভার (ঢাকা)

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মির্জা আব্বাস। স্ট্রিম ছবি

জামায়াত নেতা গোলাম আযম ও মাওলানা মতিউর রহমান নিজামীকে ‘জাতির সূর্যসন্তান’ আখ্যায়িত করে মুক্তিযোদ্ধাদের অপমান করা হচ্ছে অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘গোলাম আজমসহ ওর সাঙ্গপাঙ্গরা যদি জাতির শ্রেষ্ঠ সন্তান হয়, তা বলে বীর মুক্তিযোদ্ধাদের অপমানিত করা হচ্ছে; তাহলে বীর মুক্তিযোদ্ধাদের অবস্থানটা কোথায়?’

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদ বেদিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘এই দলটি (জামায়াত) ১৯৪৭ সাল থেকে অদ্যাবধি... ১৯৪৭ সাল ১৯৭১ সাল, এখন পর্যন্ত দেশের শান্তি কখনো কামনা করে নাই, তারা দেশের স্বাধীনতা চায় নাই, এখনো তারা দেশের স্বাধীনতা চায় না। তারা চায়, দেশটা একটা বিপাকে পড়ুক, একটা খারাপ অবস্থায় চলে যাক অশান্তির বাংলাদেশ থাকুক।’

একাত্তর এবং চব্বিশকে মুখোমুখি করা হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘একাত্তর এবং চব্বিশ যার যার অবস্থানে স্বমহিমায় তারা বিরাজিত। একাত্তরের সঙ্গে চব্বিশের কোনো তুলনা হয়নি এবং হওয়ার কোনো সম্ভাবনাও নাই।’

তিনি বলেন, ‘গণমানুষের চিন্তাভাবনা, আকাঙ্ক্ষা; সব বিষয়কে মাথায় নিয়ে আজকে এই বিজয় দিবস এবং সামনে নির্বাচন। নির্বাচনের প্রাক্কালে এই ধরনের বিজয় কখনো আগে পাইনি। তাই আজকের এই বিজয় দিবসে বাংলাদেশের সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি দলের পক্ষ থেকে, আমাদের নেতা তারেক রহমানের পক্ষ থেকে। আমরা আশা করেছিলাম, স্বাধীনতার পর যেই আশা-আকাঙ্ক্ষা-উদ্দীপনা নিয়ে দেশ গড়ার... আওয়ামী লীগ এসে আমাদের সেসব আশা চূর্ণ-বিচূর্ণ করে দিয়েছে।’

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত