leadT1ad

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে আপ বাংলাদেশের বিক্ষোভ

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আপ বাংলাদেশের বিক্ষোভ সমাবেশ। ছবি: সংগৃহীত

দেশে রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতার কারণে এখন ‘হরর সিনেমার স্ক্রিপ্ট’ বাস্তবায়িত হচ্ছে বলে মন্তব্য করেছেন ইউনাইটেড পিপলস বাংলাদেশের (আপ বাংলাদেশ) নেতারা। স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুছাব্বির হত্যার প্রতিবাদ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জেরে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক বিক্ষোভ সমাবেশে তাঁরা এসব কথা বলেন।

সমাবেশে আপ বাংলাদেশের প্রধান সংগঠক নাঈম আহমাদ বলেন, ড. ইউনূসের সরকার সংস্কার ও নির্বাচনের পথে না হেঁটে দেশকে অন্ধকার চোরাবালির দিকে ঠেলে দিচ্ছে। তিনি দাবি করেন, গত এক বছরে মুছাব্বির ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিসহ অন্তত সাড়ে তিন হাজার মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।

বিএনপির ভূমিকার কঠোর সমালোচনা করে নাঈম আহমাদ বলেন, গত এক বছরে অভ্যন্তরীণ কোন্দলে দলটির শতাধিক নেতাকর্মী প্রাণ হারিয়েছেন। মুছাব্বির হত্যার বিচারে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভূমিকাও আশানুরূপ নয়। তিনি বলেন, ‘নিজ দলের কর্মীদের নিরাপত্তা দিতে না পারলে বিএনপি কীভাবে সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করবে?’

সংগঠনটির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক জসিম উদ্দিন বলেন, প্রতিটি প্রাণের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। বিচারহীনতার কারণেই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে না। হত্যার এই ধারাবাহিকতা অবিলম্বে বন্ধ করতে হবে।

সমাবেশে আপ বাংলাদেশের মুখপাত্র শাহরিন ইরা ও শৃঙ্খলা কমিটির প্রধান আব্দুল আলীমসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত