leadT1ad

আজ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী, বিএনপির দুই দিনের কর্মসূচি

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ১০: ৩৭
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। সংগৃহীত ছবি

বিএনপির প্রতিষ্ঠাতা, প্রয়াত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৯০তম জন্মবার্ষিকী আজ। জিয়াউর রহমান ১৯৩৬ সালের এই দিনে বগুড়ার গাবতলীর বাগবাড়ীতে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মনসুর রহমান পেশায় ছিলেন একজন রসায়নবিদ। দিনটি উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে তাঁর প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বগুড়া ও কলকাতায় শৈশব ও কৈশোর কাটানোর পর জিয়াউর রহমান পিতার সঙ্গে করাচিতে চলে যান। শিক্ষাজীবন শেষে ১৯৫৫ সালে তিনি পাকিস্তান মিলিটারি একাডেমিতে কমিশন লাভ করেন। বর্ণাঢ্য সামরিক ও রাজনৈতিক জীবনের অধিকারী জিয়াউর রহমান বাংলাদেশের গণমানুষের কাছে বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা ও বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা হিসেবে স্বীকৃত।

একজন সৈনিক হিসেবে কর্মজীবন শুরু করলেও দেশের প্রতিটি সংকটে তিনি সামনে থেকে ভূমিকা রেখেছেন। ১৯৬৫ সালের পাক–ভারত যুদ্ধে খেমকারান সেক্টরে সাহসিকতার সঙ্গে লড়াই করেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তিনি সেক্টর কমান্ডার হিসেবে যুদ্ধ পরিচালনা করেন এবং স্বাধীনতার পক্ষে দৃঢ় ভূমিকা রাখেন। তাঁর শাসনামলে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে নতুন পরিচিতি ও মর্যাদা পায়।

সময়ের প্রয়োজনে প্রায় সাড়ে চার দশক আগে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। তাঁর সহধর্মিণী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দলটি দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দলে পরিণত হয়। জিয়াউর রহমানের জনপ্রিয়তা এবং খালেদা জিয়ার নেতৃত্বগুণে তিনি তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

সততা, নিষ্ঠা ও নিরলস পরিশ্রমের জন্য জিয়াউর রহমানের সৈনিক ও রাজনৈতিক জীবন আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। সময়ের পরীক্ষায় তাঁর রাজনৈতিক দর্শন ও দিকনির্দেশনা টিকে আছে বলে মনে করেন দলের নেতারা।

দুই দিনের কর্মসূচি

শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে। শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কর্মসূচির কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজ ১৯ জানুয়ারি বেলা ১১টায় শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হবে। এদিন পুষ্পার্ঘ্য অর্পণ ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। রিজভী জানান, এই কর্মসূচিতে দলের শীর্ষ নেতা তারেক রহমান উপস্থিত থাকবেন। পাশাপাশি দিনটি উপলক্ষে দোয়া মাহফিল ও স্বেচ্ছায় রক্তদানসহ বিভিন্ন সেবামূলক কর্মসূচি পালিত হবে।

কর্মসূচির দ্বিতীয় দিন আগামী ২০ জানুয়ারি বেলা ১১টায় জিয়াউর রহমানের কর্মময় জীবন ও রাজনৈতিক দর্শন নিয়ে আলোচনা সভা করবে বিএনপি। এতে দলের স্থায়ী কমিটির সদস্যসহ শীর্ষ নেতারা বক্তব্য দেবেন। রিজভী দলের সব পর্যায়ের নেতাকর্মী ও অঙ্গসংগঠনকে কর্মসূচি সফল করার আহ্বান জানান।

Ad 300x250

সম্পর্কিত