স্ট্রিম সংবাদদাতা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) একসময় ‘বেশ্যাখানা ও মাদকের আড্ডা’ ছিল বলে মন্তব্য করে দলীয় পদ হারালেন বরগুনা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মো. শামীম আহসান। দলীয় পদ থেকে অব্যাহতির পাশাপাশি তাঁর জামায়াতের সদস্য (রুকন) পদও স্থগিত করা হয়েছে। ঘটনাটি ঘিরে রাজনৈতিক অঙ্গন ও শিক্ষাঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে বরগুনা জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মহিবুল্লাহ হারুনের সই এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় নির্দেশনা ও জেলা কর্মপরিষদের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী শামীম আহসানের বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
গত ২৫ জানুয়ারি বরগুনার পাথরঘাটা উপজেলায় অনুষ্ঠিত এক জনসভায় শামীম আহসান দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সম্পর্কে এমন বেফাঁস মন্তব্য করেন। যা প্রচারের পর বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও ক্ষুব্ধ প্রতিক্রিয়ার জন্ম দেয়।
জামায়াতের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়কে ঘিরে তার মন্তব্যে দলটির ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে এবং এ ধরনের বক্তব্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীতি ও আদর্শের পরিপন্থী। সংগঠনের শৃঙ্খলা রক্ষায় এবং রাজনৈতিক দায়বদ্ধতার অংশ হিসেবেই তার বিরুদ্ধে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তির বিষয়টি নিশ্চিত করে বরগুনা জেলা জামায়াতের আমির মাওলানা মহিবুল্লাহ হারুন বলেন, ‘দলীয় নীতি ও আদর্শের বাইরে গিয়ে কেউ বক্তব্য দিলে তার দায় সংগঠন নেয় না। এ ঘটনায় কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) একসময় ‘বেশ্যাখানা ও মাদকের আড্ডা’ ছিল বলে মন্তব্য করে দলীয় পদ হারালেন বরগুনা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মো. শামীম আহসান। দলীয় পদ থেকে অব্যাহতির পাশাপাশি তাঁর জামায়াতের সদস্য (রুকন) পদও স্থগিত করা হয়েছে। ঘটনাটি ঘিরে রাজনৈতিক অঙ্গন ও শিক্ষাঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে বরগুনা জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মহিবুল্লাহ হারুনের সই এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় নির্দেশনা ও জেলা কর্মপরিষদের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী শামীম আহসানের বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
গত ২৫ জানুয়ারি বরগুনার পাথরঘাটা উপজেলায় অনুষ্ঠিত এক জনসভায় শামীম আহসান দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সম্পর্কে এমন বেফাঁস মন্তব্য করেন। যা প্রচারের পর বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও ক্ষুব্ধ প্রতিক্রিয়ার জন্ম দেয়।
জামায়াতের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়কে ঘিরে তার মন্তব্যে দলটির ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে এবং এ ধরনের বক্তব্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীতি ও আদর্শের পরিপন্থী। সংগঠনের শৃঙ্খলা রক্ষায় এবং রাজনৈতিক দায়বদ্ধতার অংশ হিসেবেই তার বিরুদ্ধে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তির বিষয়টি নিশ্চিত করে বরগুনা জেলা জামায়াতের আমির মাওলানা মহিবুল্লাহ হারুন বলেন, ‘দলীয় নীতি ও আদর্শের বাইরে গিয়ে কেউ বক্তব্য দিলে তার দায় সংগঠন নেয় না। এ ঘটনায় কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

বিএনপির বিরুদ্ধে নির্বাচনী প্রচারণায় ১১ দলীয় জোটের প্রার্থীদের ওপর হামলার অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটোয়ারীর ওপর হামলার অভিযোগ তুলে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘যদি আমাদের প্রার্থীদের ওপর আঘাত আসে, এখন থেকে পাল্টা আঘাত আসবে।’
৬ মিনিট আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী নাসীরুদ্দীন পাটোয়ারীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এই হামলার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে দায়ী করেছেন এনসিপির মুখ সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ।
৪১ মিনিট আগে
দেশের উন্নয়নে সাতক্ষীরা সবচেয়ে বেশি উপেক্ষার শিকার হয়েছে দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সাতক্ষীরায় দেশের সবচেয়ে বেশি অপরাধ ও অন্যায় করা হয়েছে উল্লেখ করেন তিনি।
১ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফেনী-২ (সদর) আসনে নির্বাচনি আমেজ তুঙ্গে। গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু হওয়ার পর থেকে প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন। সভা-সমাবেশ, উঠান বৈঠক আর জনসেবার নানা অঙ্গীকারে মুখর এখন ফেনী সদর।
২ ঘণ্টা আগে