leadT1ad

১১ দলীয় জোটের পক্ষে থাকার আহ্বান নাহিদ ইসলামের

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ২১: ২০
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: আশরাফুল আলম

আসন ভাগাভাগি নিয়ে নানা গুঞ্জনের মধ্যেই ১১ দলীয় জোটের পক্ষে থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। একই সঙ্গে তিনি গণভোটে ‘হ্যাঁ’ এবং স্বৈরাচারকে ‘না’ বলার ডাক দিয়েছেন।

আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান। স্লোগান আকারে নাহিদ লেখেন, ‘স্বৈরাচারকে না বলুন, গণভোটে হ্যাঁ বলুন; ১১ দলের পক্ষে থাকুন, গণভোটে হ্যাঁ বলুন।’

জামায়াতে ইসলামীসহ ১১টি দল নিয়ে এই জোট গঠিত হয়েছে। তবে জোটের পক্ষ থেকে এখনো চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হয়নি। এর মধ্যেই গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে এনসিপির আসন প্রাপ্তি নিয়ে জোর আলোচনা চলছে। গুঞ্জন রটেছে, জোট থেকে এনসিপিকে মাত্র ১০টি আসন দেওয়া হতে পারে।

আজ বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে এ বিষয়ে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘আসন সংখ্যা এখনো চূড়ান্ত হয়নি। গণমাধ্যমে যেসব তথ্য আসছে সেগুলো গুজব। ১১ দলীয় জোটের আলোচনা এখনো চলমান।’

তবে আসন সংক্রান্ত আলোচনার মধ্যেই জোটের পক্ষে শক্ত অবস্থানের বার্তা দিলেন নাহিদ ইসলাম।

Ad 300x250

সম্পর্কিত