leadT1ad

ইসির আচরণে পক্ষপাতিত্ব, সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কায় এনসিপি

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ১৯: ৫৯
সিইসির সঙ্গে বৈঠক শেষে নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনের (ইসি) আচরণ ও মনোনয়নপত্র যাচাই-বাছাই প্রক্রিয়ায় পক্ষপাতিত্বের অভিযোগ তুলে সুষ্ঠু নির্বাচন নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি বলছে, একই ধরনের ত্রুটির ক্ষেত্রে ভিন্ন ভিন্ন প্রার্থীর জন্য ভিন্ন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, যা প্রশাসনের একতরফা আচরণের ইঙ্গিত।

মঙ্গলবার (৬ জানুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আসিফ মাহমুদ বলেন, যাচাই-বাছাই প্রক্রিয়ায় নির্বাচনী বিধি লঙ্ঘনের স্পষ্ট নজির পাওয়া গেছে। তিনি সুনির্দিষ্ট উদাহরণ দিয়ে বলেন, কুমিল্লা-৪ আসনে বিএনপির এক প্রার্থীর বিরুদ্ধে শত কোটি টাকার ঋণ খেলাপির তথ্য গোপনের অভিযোগ থাকলেও তাঁর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। অথচ সিলেট-১ আসনে এনসিপির প্রার্থী এহতেশাম হকের দ্বৈত নাগরিকত্বের কাগজপত্র দাখিলের সুযোগ না দিয়েই মনোনয়ন বাতিল করা হয়েছে।

আসিফ মাহমুদ ক্ষোভ প্রকাশ করে বলেন, একই জেলায় (সিলেট-৩) বিএনপির এক প্রার্থীর ক্ষেত্রে একই পরিস্থিতিতে শর্তসাপেক্ষে মনোনয়ন বৈধ করা হয়েছে। দুই প্রার্থীর জন্য দুই রকম সিদ্ধান্ত স্পষ্টতই পক্ষপাতিত্বের প্রমাণ। মানিকগঞ্জে এক স্বতন্ত্র প্রার্থীকে সরকারি অফিস থেকে ধাক্কা দিয়ে বের করে দেওয়ার ঘটনাকে তিনি প্রশাসনিক আচরণের ‘ভয়াবহ দৃষ্টান্ত’ বলে উল্লেখ করেন।

নির্বাচন আদৌ হবে কি না বা হলেও তা সুষ্ঠু হবে কি না—উভয় বিষয়েই শঙ্কা প্রকাশ করে আসিফ মাহমুদ বলেন, ‘নির্বাচন নিয়ে শঙ্কা তো আছেই। আমরা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে ইসিকে সতর্ক করেছি। সামনে আপিল শুনানি রয়েছে। সেখানেও যদি বড় দলের প্রতি দুর্বলতা বা পক্ষপাতিত্ব দেখা যায়, তবে এনসিপি চুপ করে বসে থাকবে না।’

প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে আসিফ মাহমুদ বলেন, সম্প্রতি ঢাকায় আসা একটি দলের প্রধানের সঙ্গে প্রশাসনের কর্মকর্তারা সাক্ষাৎ করেছেন। এসব কর্মকর্তাকে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। এছাড়া হত্যা মামলার আসামি এবং ফ্যাসিবাদী শাসনের সহযোগীদের মনোনয়ন বৈধ করায় তিনি উদ্বেগ প্রকাশ করেন। জাতীয় পার্টিকে নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবিও পুনর্ব্যক্ত করেন তিনি।

আসিফ মাহমুদ হুঁশিয়ারি দিয়ে বলেন, যখনই পাতানো নির্বাচনের সম্ভাবনা দেখা দেবে, এনসিপি রাজপথে নামবে। তিনি ইসি ও সরকারকে কাজের মাধ্যমে আস্থা ফিরিয়ে আনার আহ্বান জানান। প্রতিনিধিদলে এনসিপির যুগ্ম সদস্যসচিব ফয়সাল মাহমুদ শান্ত ও যুগ্ম মুখ্য সমন্বয়ক অ্যাডভোকেট শাকিল আহমাদ উপস্থিত ছিলেন।

Ad 300x250

সম্পর্কিত