leadT1ad

সিইসির সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক শুরু

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ১৫: ৫৪
প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় নাগরিক পার্টি। স্ট্রিম গ্রাফিক

প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধিদল। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেল ৩টায় আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে এই বৈঠক শুরু হয়েছে।

এনসিপির মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নেতৃত্বে প্রতিনিধিদলটি নির্বাচন কমিশনে যায়। দলের অন্য সদস্যদের মধ্যে রয়েছেন— যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত, যুগ্ম মুখ্য সমন্বয়ক অ্যাডভোকেট শাকিল আহমাদ এবং নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম।

বৈঠকের আগে নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম স্ট্রিমকে বলেন, ‘আসন্ন নির্বাচন ও নির্বাচনী প্রক্রিয়া নিয়ে কমিশনের সঙ্গে আলোচনা করতেই আমরা বৈঠক করব।’

Ad 300x250

সম্পর্কিত