leadT1ad

নির্বাচন দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণ করবে: সাইফুল হক

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ২০: ৩৯
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। ছবি: সংগৃহীত

আগামী নির্বাচন দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণ করবে বলে মন্তব্য করছেন ঢাকা-১২ আসনে বিএনপি সমর্থিত প্রার্থী সাইফুল হক। তিনি বলেছেন, ঢাকা-১২ আসনে কালো টাকা ছড়িয়ে আর ভোট কেনা যাবে না; চাঁদাবাজ মাফিয়াদের এ এলাকায় কোনো ঠাঁই হবে না।

রোববার (২৫ জানুয়ারি) শেরেবাংলা নগর কাঁচাবাজার থেকে শুরু হওয়া দিনব্যাপী গণসংযোগে অংশ নিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এসব কথা বলেন। দলের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কোদাল প্রতীকের প্রার্থী সাইফুল হক ব্যবসায়ীদের আশ্বস্ত করে বলেন, এখন থেকে কোনো ছোট-বড় ব্যবসায়ী বা শিল্প উদ্যোক্তাকে আর চাঁদা দিতে হবে না। সবাই নিরাপদে ব্যবসা করতে পারবেন। এ ছাড়া গরিব ও শ্রমজীবী মানুষের সন্তানদের জন্য শিক্ষার মানসম্মত সুযোগ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি। গণসংযোগকালে তিনি অভিযোগ করেন, কিছু এলাকায় তাঁর নির্বাচনী ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়েছে। তিনি নির্বাচন কমিশনকে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

প্রচারণায় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে ‘গণজোয়ার’ হিসেবে অভিহিত করে সাইফুল হক বলেন, গণতন্ত্রের লড়াইয়ে আমরা বিজয়ী হয়েছি, এবার নির্বাচনেও বিপুল বিজয় আসবে।

গণসংযোগে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা আনোয়ারুজ্জামান আনোয়ার, বহ্নিশিখা জামালী, ড. মোশরেকা অদিতি হক প্রমুখ। আগামীকাল সোমবার বিকেল ৩টায় ফার্মগেট আনন্দ সিনেমা হলের কাছে সাইফুল হকের নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হবে।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত