leadT1ad

জকসু ভোট গণনা স্থগিত

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ২২: ৩১
জকসুর ভোট গণনা স্থগিত। ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা স্থগিত রয়েছে। ওএমআর মেশিনে কারিগরি সমস্যার কারণে সাময়িকভাবে গণনা স্থগিত করা হয়েছে।

আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে ভোট গণনা স্থগিত করা হয়। এর আগে সন্ধ্যায় ভোট গণনার কার্যক্রম শুরু হয়। তবে কিছু সময়ের মধ্যেই ওএমআর মেশিনে কারিগরি ত্রুটি দেখা দেয়। ভোট গণনার জন্য মোট ছয়টি ওএমআর মেশিন প্রস্তুত রাখা হলেও ত্রুটির কারণে গণনা কার্যক্রম এগিয়ে নেওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

উদ্ভূত পরিস্থিতিতে সিদ্ধান্ত নিতে নির্বাচন কমিশন রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের (ভিসি) কনফারেন্স রুমে সহসভাপতি (ভিপি) ও সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থীদের সঙ্গে বৈঠকে বসে। বৈঠক শেষে ভোট গণনা সংক্রান্ত পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

উল্লেখ্য, মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত ৩৯টি কেন্দ্রে জকসু ও হল সংসদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

Ad 300x250

সম্পর্কিত