leadT1ad

ফেসবুক পোস্ট নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ১২

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
শরীয়তপুর

নড়িয়া উপজেলার ভোজেশ্বর এলাকায় বিএনপি-জামায়াত সংঘর্ষ। ছবি: সংগৃহীত

শরীয়তপুরের নড়িয়ায় ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ১২ নেতাকর্মী আহত হয়েছেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর ২টার দিকে নড়িয়া উপজেলার ভোজেশ্বর এলাকায় এ সংঘর্ষ হয়। পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সম্প্রতি ফরিদা বেগম নামের এক নারী প্রকাশ্যে গণভোটে ‘না’-এর পক্ষে প্রচার চালান। এ নিয়ে ‘সবুজ লাইব্রেরি’ নামের একটি ফেসবুক পেজ থেকে পোস্ট দেওয়া হয়। আজ দুপুরে ওই পোস্টকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয়পক্ষ লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

নড়িয়া উপজেলা পশ্চিম শাখা জামায়াতের আমির নজরুল ইসলাম অভিযোগ করেন, ‘না’ ভোটের প্রচার চালানো নিয়ে তাঁর ছোট ভাই ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল। এর জেরে বিএনপি সমর্থকরা তাঁদের ওপর হামলা চালিয়েছে। এতে তাঁদের অন্তত ছয়জন আহত হয়েছেন। নির্বাচনী প্রচারে বাধা দিতেই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে বলে তিনি দাবি করেন।

অন্যদিকে, নড়িয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফ ওয়াহিদুজ্জামান উজ্জলের অভিযোগ, জামায়াত সমর্থকরা ভোজেশ্বর বাজারে যুবদলের এক নেতার ওপর হামলা চালায়। পিটিয়ে তাদের মোট ছয় নেতাকর্মীকে আহত করেছে। নির্বাচনের পরিবেশ নষ্ট করতেই জামায়াত সমর্থকরা এই হামলা করেছে।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া বলেন, দুপক্ষের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিবেশ স্বাভাবিক রয়েছে। কোনো পক্ষই এখনো লিখিত অভিযোগ দেয়নি, পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, শরীয়তপুর-২ সংসদীয় আসনে বিএনপি থেকে শফিকুর রহমান কিরণ এবং জামায়াতে ইসলামী থেকে মাহামুদ হোসেন বকাউল প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত