leadT1ad

বাংলাদেশের জন্য বিমান ছিনতাইকারী জ্যঁ ক্যুঁয়ে

স্ট্রিম মাল্টিমিডিয়া
স্ট্রিম মাল্টিমিডিয়া
ঢাকা স্ট্রিম | বাংলা স্ট্রিম

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ১৬: ৩৬

৩ ডিসেম্বর, ১৯৭১। প্যারিসের অরলি বিমানবন্দর। হাড়কাঁপানো শীতের দুপুর, কিন্তু বিমানবন্দরের রানওয়েতে তখন উত্তাপ ছড়াচ্ছে এক বারুদসম উত্তেজনা। রানওয়েতে দাঁড়িয়ে আছে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের বিশাল বোয়িং ৭২০ বিমান, ফ্লাইট ৭১২। গন্তব্য করাচি হয়ে ঢাকা। যাত্রীরা সিটবেল্ট বেঁধে তৈরি, পাইলট ইঞ্জিনে থ্রাস্ট দেওয়ার অপেক্ষায়। ঠিক এই মুহূর্তে বিমানটির ভেতরে ঘটে গেল এক অভাবনীয় ঘটনা।

২৮ বছর বয়সী এক ফরাসি যুবক, যার চোখেমুখে এক অদ্ভুত উন্মাদনা, নিরাপত্তার সব বাধা টপকে আচমকা ককপিটে ঢুকে পড়লেন। তার এক হাতে একটি লোডেড ৯ এমএম রিভলবার, অন্য হাতে একটি কালো সুটকেস—যার ভেতর থেকে উঁকি দিচ্ছে কিছু বৈদ্যুতিক তার। তিনি পাইলটের মাথায় পিস্তল ঠেকিয়ে শান্ত কিন্তু ইস্পাতকঠিন গলায় বললেন, ‘এই বিমান নড়বে না। আমি এই বিমান হাইজ্যাক করলাম।’

Ad 300x250

সম্পর্কিত