কেমন চলছে পূজার প্রস্তুতি
চারপাশে যেন রঙের ছড়াছড়ি। খড়, মাটি আর ছোট-বড় বস্তা পড়ে আছে এদিক-সেদিক। এর মধ্যেই কাজ করে চলেছেন কৃষ্ণ পাল। বয়সে তরুণ এ মৃৎশিল্পী জানালেন, এবার পূজায় ৯টি প্রতিমা তৈরির কাজ নিয়েছেন তিনি। শাঁখারী বাজারের কাজ সেরে তাঁকে ছুটতে হবে দোহারে, সেখান থেকে মুন্সীগঞ্জে।