
.png)

বরিশাল পোর্ট রোড পাইকারি মৎস আড়ৎ
প্রধান প্রজনন মৌসুমে ইলিশ ধরায় এবং বিপণনে ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হয় গত শনিবার (২৫ অক্টোবর) মধ্যরাতে। তবে এর পরদিন সকালেই ৩০০ মণ ইলিশ আসে বরিশাল পোর্ট রোড পাইকারি মৎস্য আড়তে। সোমবার এই পরিমাণ ছিল ২০০ মণের কাছাকাছি। অথচ গতকাল বৃহস্পতিবার এই আড়তে আসে ৮০-৯০ মণ ইলিশ।

মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে আজ শনিবার (২৫ অক্টোবর) মধ্যরাত থেকে বঙ্গোপসাগর ও দেশের নদ-নদীতে ইলিশ ধরা শুরু করবেন জেলেরা।

ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় আগামী ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন বিশেষ অভিযান পরিচালনা করা হবে। এ জন্য ৯টি জেলায় ১৭টি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে নৌবাহিনী।

কাল থেকে বন্ধ ইলিশ আহরণ
নৌকায় ইলিশ ধরার পর ভোক্তার হাত পর্যন্ত পৌঁছতে একটি ইলিশ চার থেকে ছয়বার হাতবদল হয়। আর প্রতিবারই ৬০ শতাংশের মতো দাম বেড়ে যায়। অর্থাৎ যদি ৪ বার হাতবদল হয়, তাহলে মাছের দাম বেড়ে যায় ২৪০ শতাংশ পর্যন্ত। আর যদি ৬ বার হয় তাহলে তা বাড়ে ৩৬০ শতাংশ।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ইলিশের ডিম ছাড়া ও প্রজননের জন্য এ বছর ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন মা ইলিশ রক্ষায় বিশেষ অভিযান পরিচালনা করা হবে। এ সময় ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুত নিষিদ্ধ করা হয়েছে।

ফরিদপুরের সদরপুরে মাত্র ১০ টাকায় ইলিশ মাছ দেওয়ার ঘোষণা দিয়ে ইলিশ বিতরণকালে মাওলানা রায়হান জামিল নামের এক স্বতন্ত্র এমপি প্রার্থী চরম বিপাকে পড়েন। ইলিশের চেয়ে মানুষ বেশি হওয়ায় সস্তায় মাছ নিতে আসা উপস্থিত জনতার মধ্যে শুরু হয় তুমুল হট্টগোল। একপর্যায়ে জনতার চাপে ইলিশ রেখে দ্রুত স্থান ত্যাগ করেন রায়হান জ

এবারের দুর্গাপূজায় শর্তসাপেক্ষে এক হাজার ২০০ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এবার প্রতি কেজি ইলিশের ন্যূনতম মূল্য নির্ধারণ করা হয়েছে ১২ দশমিক ৫ মার্কিন ডলার (১৫১৮ টাকা)।