
.png)

মালপাহাড়িয়াদের বসতবাড়ি থেকে উচ্ছেদের বিষয়টি জানাজানি পর দেশব্যাপী তোলপাড় শুরু হলেও এখনো ভয়ে আছে পরিবারগুলো। নিজেদের নিরাপত্তা চেয়ে নগরের কাশিয়াডাঙ্গা থানায় আবেদন করেছে তারা। তাদের খোঁজ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও।

কমলগঞ্জে একটি সরকারি রাস্তার জমি প্রায় বিশ বছর ধরে দখল করে বেশ কয়েকটি দোকান ও সমিতির কার্যালয় গড়ে তোলা হয়েছে। এসব দোকান ভাড়া ছাড়াও এককালীন সিকিউরিটির টাকা তোলেন দখলদারেরা। উপজেলার শমশেরনগর এলাকার হাজী মো. উস্তওয়ার বালিকা বিদ্যালয়ের বিপরীতের সড়কের পাশে এই দখলদারি চলছে।