স্ট্রিম প্রতিবেদক

বিশ্বের অন্যতম বৃহৎ খাদ্য ও পানীয় মেলা ‘গালফফুড-২০২৬’-এ বাংলাদেশের ৩৪টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। দুবাইয়ে আয়োজিত এই মেলায় দেশীয় প্রক্রিয়াজাত ও হিমায়িত খাদ্যপণ্যের প্রদর্শনী ও বিপণন চলছে।
সোমবার (২৬ জানুয়ারি ) থেকে দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ও দুবাই এক্সিবিশন সেন্টারে ৩১তম গালফফুড মেলা শুরু হয়েছে। পাঁচ দিনব্যাপী এই মেলা চলবে আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত। মেলায় বিশ্বের প্রায় ১৯০টি দেশের ৮ হাজার ৫০০-এর বেশি শীর্ষস্থানীয় খাদ্য ও পানীয় প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) অর্থায়নে বাংলাদেশ থেকে ৩৪টি প্রতিষ্ঠানের ৭২ জন প্রতিনিধি মেলায় অংশ নিয়েছেন। দুবাই এক্সিবিশন সেন্টারের সাউথ হল-১২-এ স্থাপিত ‘বাংলাদেশ প্যাভিলিয়ন’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ। প্যাভিলিয়নে প্রক্রিয়াজাত খাদ্য, মশলা, চাল ও হিমায়িত খাদ্যসহ বিভিন্ন কৃষিজাত পণ্য প্রদর্শিত হচ্ছে।
মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো বিদেশি ক্রেতাদের সঙ্গে বিটুবি বৈঠকের মাধ্যমে নতুন বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছে। বর্তমানে বাংলাদেশের প্রক্রিয়াজাত খাদ্যপণ্য বিশ্বের প্রায় ১৫০টি দেশে রপ্তানি হচ্ছে। পোশাক খাতের বাইরে রপ্তানিতে বৈচিত্রতা আনতে এই মেলা ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। সরকারের নীতিগত সহায়তা ও মানসম্মত উৎপাদনের ফলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি হালাল পণ্যের চাহিদাও উল্লেখযোগ্যভাবে বাড়ছে।
উদ্যোক্তারা আশা করছেন, গালফফুডের মতো বৈশ্বিক প্ল্যাটফর্মে অংশগ্রহণের মাধ্যমে নতুন রপ্তানি বাজার উন্মোচনের পাশাপাশি বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা সম্ভব হবে। এটি বাংলাদেশের কৃষিপণ্যকে আন্তর্জাতিকভাবে ব্র্যান্ডিং করতে এবং প্যাকেজিং ও লেবেলিংসহ ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্পের বিকাশে সহায়তা করবে।

বিশ্বের অন্যতম বৃহৎ খাদ্য ও পানীয় মেলা ‘গালফফুড-২০২৬’-এ বাংলাদেশের ৩৪টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। দুবাইয়ে আয়োজিত এই মেলায় দেশীয় প্রক্রিয়াজাত ও হিমায়িত খাদ্যপণ্যের প্রদর্শনী ও বিপণন চলছে।
সোমবার (২৬ জানুয়ারি ) থেকে দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ও দুবাই এক্সিবিশন সেন্টারে ৩১তম গালফফুড মেলা শুরু হয়েছে। পাঁচ দিনব্যাপী এই মেলা চলবে আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত। মেলায় বিশ্বের প্রায় ১৯০টি দেশের ৮ হাজার ৫০০-এর বেশি শীর্ষস্থানীয় খাদ্য ও পানীয় প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) অর্থায়নে বাংলাদেশ থেকে ৩৪টি প্রতিষ্ঠানের ৭২ জন প্রতিনিধি মেলায় অংশ নিয়েছেন। দুবাই এক্সিবিশন সেন্টারের সাউথ হল-১২-এ স্থাপিত ‘বাংলাদেশ প্যাভিলিয়ন’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ। প্যাভিলিয়নে প্রক্রিয়াজাত খাদ্য, মশলা, চাল ও হিমায়িত খাদ্যসহ বিভিন্ন কৃষিজাত পণ্য প্রদর্শিত হচ্ছে।
মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো বিদেশি ক্রেতাদের সঙ্গে বিটুবি বৈঠকের মাধ্যমে নতুন বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছে। বর্তমানে বাংলাদেশের প্রক্রিয়াজাত খাদ্যপণ্য বিশ্বের প্রায় ১৫০টি দেশে রপ্তানি হচ্ছে। পোশাক খাতের বাইরে রপ্তানিতে বৈচিত্রতা আনতে এই মেলা ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। সরকারের নীতিগত সহায়তা ও মানসম্মত উৎপাদনের ফলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি হালাল পণ্যের চাহিদাও উল্লেখযোগ্যভাবে বাড়ছে।
উদ্যোক্তারা আশা করছেন, গালফফুডের মতো বৈশ্বিক প্ল্যাটফর্মে অংশগ্রহণের মাধ্যমে নতুন রপ্তানি বাজার উন্মোচনের পাশাপাশি বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা সম্ভব হবে। এটি বাংলাদেশের কৃষিপণ্যকে আন্তর্জাতিকভাবে ব্র্যান্ডিং করতে এবং প্যাকেজিং ও লেবেলিংসহ ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্পের বিকাশে সহায়তা করবে।

বাংলাদেশে প্রথমবারের মতো ফ্রি ট্রেড জোন (এফটিজেড) স্থাপনের নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এই জোন গড়ে তোলা হবে। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) গভর্নিং বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে।
৩ ঘণ্টা আগে
ইতিহাসে প্রথমবার প্রতি আউন্স সোনার দাম ৫ হাজার ডলারের মাইলফলক অতিক্রম করেছে। ভূ-রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিনিয়োগকারীরা সোনার দিকে ঝুঁকছেন ।
৬ ঘণ্টা আগে
দেশের বাজারে আবারও সোনা ও রুপার দাম বেড়েছে। স্থানীয় বাজারে তেজাবি সোনা ও রুপার দাম বাড়ায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন মূল্য নির্ধারণ করেছে। এর ফলে দেশের ইতিহাসে সোনার দামে সর্বোচ্চ রেকর্ড তৈরি হয়েছে।
১ দিন আগে
২০২৬-২৭ অর্থবছরের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীসহ ১৫টি খাতের ভাতা ও উপকারভোগীর সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
১ দিন আগে