স্ট্রিম প্রতিবেদক

দুই দফায় কমানোর পর দেশের বাজারে স্বর্ণের দাম আবার বাড়ানো হয়েছে। ১২ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে এ সিদ্ধান্ত নেয়া হয়। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) শনিবার রাতে নতুন দাম ঘোষণা করে। রোববার (১ ফেব্রুয়ারি) থেকে নতুন দাম কার্যকর হবে।
বাজুস জানায়, ভরিতে ৪ হাজার ৮২ টাকা বাড়ানো হয়েছে। এতে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৫৯ হাজার ৬৯৯ টাকা। বিজ্ঞপ্তিতে বলা হয়, তেজাবি স্বর্ণের দাম বেড়েছে। এ কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দর অনুযায়ী ২২ ক্যারেট স্বর্ণের ভরিপ্রতি দাম হয়েছে ২ লাখ ৫৯ হাজার ৬৯৯ টাকা। ২১ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৪৭ হাজার ৯১৮ টাকা। ১৮ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ১২ হাজার ৫১৮ টাকা। আর সনাতন পদ্ধতির ভরি ১ লাখ ৭৩ হাজার ৯১০ টাকা।
বাজুস জানায়, বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ ভ্যাট যোগ হবে। এ ছাড়া ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। গহনার নকশা ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।
এর আগে শনিবার সকালে স্বর্ণের দাম কমানো হয়েছিল। ভরিতে কমেছিল ১৫ হাজার ৭৪৬ টাকা। তখন ২২ ক্যারেটের দাম ছিল ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা। তার আগে শুক্রবারও দাম কামনো হয়েছিল। সেসময় ভরিপ্রতি দাম কমেছে ১৪ হাজার ৬৩৮ টাকা। গত দুদিনে ভরিতে ৩০ হাজার টাকার বেশি কমেছিল।
চলতি বছরে এ নিয়ে ১৯ বার স্বর্ণের দাম সমন্বয় হলো। এর মধ্যে ১৪ বার দাম বেড়েছে। কমেছে ৫ বার। ২০২৫ সালে মোট ৯৩ বার দাম সমন্বয় করা হয়েছিল।
স্বর্ণের দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৭ হাজার ২৯০ টাকায়। ২১ ক্যারেটের দাম ৬ হাজার ৯৪০ টাকা। ১৮ ক্যারেটের দাম ৫ হাজার ৯৪৯ টাকা। সনাতন পদ্ধতির দাম ৪ হাজার ৪৩২ টাকা। চলতি বছরে রুপার দাম সমন্বয় হয়েছে ১৪ বার। এর মধ্যে বেড়েছে ৯ বার। কমেছে ৫ বার।

দুই দফায় কমানোর পর দেশের বাজারে স্বর্ণের দাম আবার বাড়ানো হয়েছে। ১২ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে এ সিদ্ধান্ত নেয়া হয়। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) শনিবার রাতে নতুন দাম ঘোষণা করে। রোববার (১ ফেব্রুয়ারি) থেকে নতুন দাম কার্যকর হবে।
বাজুস জানায়, ভরিতে ৪ হাজার ৮২ টাকা বাড়ানো হয়েছে। এতে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৫৯ হাজার ৬৯৯ টাকা। বিজ্ঞপ্তিতে বলা হয়, তেজাবি স্বর্ণের দাম বেড়েছে। এ কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দর অনুযায়ী ২২ ক্যারেট স্বর্ণের ভরিপ্রতি দাম হয়েছে ২ লাখ ৫৯ হাজার ৬৯৯ টাকা। ২১ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৪৭ হাজার ৯১৮ টাকা। ১৮ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ১২ হাজার ৫১৮ টাকা। আর সনাতন পদ্ধতির ভরি ১ লাখ ৭৩ হাজার ৯১০ টাকা।
বাজুস জানায়, বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ ভ্যাট যোগ হবে। এ ছাড়া ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। গহনার নকশা ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।
এর আগে শনিবার সকালে স্বর্ণের দাম কমানো হয়েছিল। ভরিতে কমেছিল ১৫ হাজার ৭৪৬ টাকা। তখন ২২ ক্যারেটের দাম ছিল ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা। তার আগে শুক্রবারও দাম কামনো হয়েছিল। সেসময় ভরিপ্রতি দাম কমেছে ১৪ হাজার ৬৩৮ টাকা। গত দুদিনে ভরিতে ৩০ হাজার টাকার বেশি কমেছিল।
চলতি বছরে এ নিয়ে ১৯ বার স্বর্ণের দাম সমন্বয় হলো। এর মধ্যে ১৪ বার দাম বেড়েছে। কমেছে ৫ বার। ২০২৫ সালে মোট ৯৩ বার দাম সমন্বয় করা হয়েছিল।
স্বর্ণের দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৭ হাজার ২৯০ টাকায়। ২১ ক্যারেটের দাম ৬ হাজার ৯৪০ টাকা। ১৮ ক্যারেটের দাম ৫ হাজার ৯৪৯ টাকা। সনাতন পদ্ধতির দাম ৪ হাজার ৪৩২ টাকা। চলতি বছরে রুপার দাম সমন্বয় হয়েছে ১৪ বার। এর মধ্যে বেড়েছে ৯ বার। কমেছে ৫ বার।

সবুজ কারখানা হিসেবে বিশ্বে সর্বোচ্চ লিড (এলইইডি) স্কোর অর্জনের জন্য হ্যামস গার্মেন্টস লিমিটেডকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।
৩ ঘণ্টা আগে
দেশি-বিদেশি প্রতিষ্ঠান নিয়ে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ) শেষ হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে সমাপনী অনুষ্ঠানে মাসব্যাপী মেলার সমাপ্তি ঘোষণা করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
৭ ঘণ্টা আগে
টানা অস্থিরতার পর বিশ্ববাজারে অবশেষে স্বর্ণের দাম কমেছে। এর প্রভাব পড়েছে দেশের বাজারেও। রেকর্ড উচ্চতায় পৌঁছানোর মাত্র দুই দিনের ব্যবধানে দেশে ভরিপ্রতি স্বর্ণের দাম কমেছে ৩০ হাজার টাকারও বেশি।
১৪ ঘণ্টা আগে
দেশের ইতিহাসে সর্বোচ্চ দামের রেকর্ডের একদিন পরই স্বর্ণের দাম কিছুটা কমেছে। ভরিপ্রতি দাম কমেছে ১৪ হাজার ৬৩৮ টাকা।
২ দিন আগে