leadT1ad

কমার পর ১২ ঘণ্টার ব্যবধানে আবার বাড়ল স্বর্ণের দাম

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০০: ১৫
দোকানে স্বর্ণের গয়না দেখছেন এক ক্রেতা। ছবি: রয়টার্স

দুই দফায় কমানোর পর দেশের বাজারে স্বর্ণের দাম আবার বাড়ানো হয়েছে। ১২ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে এ সিদ্ধান্ত নেয়া হয়। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) শনিবার রাতে নতুন দাম ঘোষণা করে। রোববার (১ ফেব্রুয়ারি) থেকে নতুন দাম কার্যকর হবে।

বাজুস জানায়, ভরিতে ৪ হাজার ৮২ টাকা বাড়ানো হয়েছে। এতে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৫৯ হাজার ৬৯৯ টাকা। বিজ্ঞপ্তিতে বলা হয়, তেজাবি স্বর্ণের দাম বেড়েছে। এ কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দর অনুযায়ী ২২ ক্যারেট স্বর্ণের ভরিপ্রতি দাম হয়েছে ২ লাখ ৫৯ হাজার ৬৯৯ টাকা। ২১ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৪৭ হাজার ৯১৮ টাকা। ১৮ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ১২ হাজার ৫১৮ টাকা। আর সনাতন পদ্ধতির ভরি ১ লাখ ৭৩ হাজার ৯১০ টাকা।

বাজুস জানায়, বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ ভ্যাট যোগ হবে। এ ছাড়া ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। গহনার নকশা ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।

এর আগে শনিবার সকালে স্বর্ণের দাম কমানো হয়েছিল। ভরিতে কমেছিল ১৫ হাজার ৭৪৬ টাকা। তখন ২২ ক্যারেটের দাম ছিল ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা। তার আগে শুক্রবারও দাম কামনো হয়েছিল। সেসময় ভরিপ্রতি দাম কমেছে ১৪ হাজার ৬৩৮ টাকা। গত দুদিনে ভরিতে ৩০ হাজার টাকার বেশি কমেছিল।

চলতি বছরে এ নিয়ে ১৯ বার স্বর্ণের দাম সমন্বয় হলো। এর মধ্যে ১৪ বার দাম বেড়েছে। কমেছে ৫ বার। ২০২৫ সালে মোট ৯৩ বার দাম সমন্বয় করা হয়েছিল।

স্বর্ণের দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৭ হাজার ২৯০ টাকায়। ২১ ক্যারেটের দাম ৬ হাজার ৯৪০ টাকা। ১৮ ক্যারেটের দাম ৫ হাজার ৯৪৯ টাকা। সনাতন পদ্ধতির দাম ৪ হাজার ৪৩২ টাকা। চলতি বছরে রুপার দাম সমন্বয় হয়েছে ১৪ বার। এর মধ্যে বেড়েছে ৯ বার। কমেছে ৫ বার।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত