leadT1ad

কাস্টমস স্টেশন বন্ধ হলেও সচল থাকবে সিঅ্যান্ডএফ এজেন্টের লাইসেন্স, নতুন বিধিমালা জারি

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ১১: ৪৯
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ছবি: সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কোনো স্থল কাস্টমস স্টেশন বন্ধ ঘোষণা করলেও সেই স্টেশনের অনুকূলে ইস্যু করা সিঅ্যান্ডএফ এজেন্ট লাইসেন্সের কার্যকারিতা আগের মতো আর বাতিল করা হবে না। তারা যে কোনো সচল কাস্টমস স্টেশনে ক্লিয়ারিং এবং ফরোয়ার্ডিং সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করার সুযোগ পাবেন। এমন বিধান রেখে ‘সিঅ্যান্ডএফ এজেন্ট লাইসেন্সিং বিধিমালা, ২০২৬’ জারি করেছে এনবিআর।

বুধবার (১৪ জানুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘প্রতিযোগিতামূলক পরিবেশে আমদানি ও রপ্তানিকারকদের জন্য সেবার মান বাড়ানোর লক্ষ্যে ‘কাস্টমস এজেন্ট লাইসেন্সিং বিধিমালা, ২০২০’ রহিত করে কাস্টমস আইন, ২০২৩ অনুসরণে ‘কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট লাইসেন্সিং বিধিমালা, ২০২৬’ প্রণয়ন করে গত ৮ জানুয়ারি একটি প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড।

প্রসঙ্গত, এর আগে সিঅ্যান্ডএফ এজেন্ট লাইসেন্স দেওয়ার জন্য কোনো স্বতন্ত্র বিধিমালা ছিল না। কাস্টমস এজেন্ট লাইসেন্সিং বিধিমালা, ২০২০ অনুযায়ী লাইসেন্স ইস্যু করা হতো।

এনবিআর বলছে, সিঅ্যান্ডএফ এজেন্টের কার্যক্রম পরিচালনা সহজতর ও যুগোপযোগী করার লক্ষ্যে স্বতন্ত্র এই বিধিমালা প্রণয়ন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন বিধিমালা অনুযায়ী, কাস্টমস স্টেশনভিত্তিক সিঅ্যান্ডএফ এজেন্ট লাইসেন্সের সংখ্যা নির্ধারণের জন্য আগের মতো জাতীয় রাজস্ব বোর্ড হতে আগেই অনুমোদন নেওয়ার আবশ্যকতা নেই। পরীক্ষায় উত্তীর্ণ যোগ্য বিবেচিত সব প্রার্থী সিঅ্যান্ডএফ এজেন্ট লাইসেন্স নিতে পারবেন। নিয়মিত পরীক্ষা নিয়ে লাইসেন্স দেওয়ার প্রক্রিয়াটি প্রতি বছর একটি নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন হবে।

Ad 300x250

সম্পর্কিত