leadT1ad

২০২৬ সালে দেখতেই হবে এমন ৯টি কে-ড্রামা

২০২৫ সালে একের পর এক কে-ড্রামা মুক্তি পেয়েছে। এ বছরে মুক্তিপ্রাপ্ত কে-ড্রামা সিরিজগুলো ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। চলুন দেখে নিই, ২০২৬ সালে কোন ৯টি কে-ড্রামা আপনার ওয়াচলিস্টে রাখতেই হবে।

ফাবিহা বিনতে হক
ফাবিহা বিনতে হক

প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ১৭: ০০
২০২৬ সালে কোন ৯টি কে-ড্রামা আপনার ওয়াচলিস্টে রাখতেই হবে। ছবি: স্ট্রিম গ্রাফিক

২০২৫ সালে একের পর এক কে-ড্রামা মুক্তি পেয়েছে। এ বছরে মুক্তিপ্রাপ্ত ‘স্কুইড গেম সিজন ৩’, ‘নক অফ’ কিংবা ‘হোয়েন লাইফ গিভস ইউ ট্যানজারিনস’-এর মতো কে-ড্রামা সিরিজগুলো ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

২০২৬ সালও কে-ড্রামা ভক্তদের জন্য নিয়ে আসতে চলেছে দারুণ সুখবর। স্ট্রিমিং প্ল্যাটফর্ম আর টিভি চ্যানেলগুলো ২০২৬ সালের জন্য কে-ড্রামার দারুণ সব প্রজেক্ট সাজিয়েছে। এবারের ড্রামাগুলোতে শুধু গদবাঁধা প্রেমের গল্প নয়, থাকছে ফ্যান্টাসি, পলিটিক্যাল থ্রিলার ও ওয়েবটুন থেকে নেওয়া দুর্দান্ত সব কাহিনী। চলুন দেখে নিই, ২০২৬ সালে কোন ৯টি কে-ড্রামা আপনার ওয়াচলিস্টে রাখতেই হবে

১. ডক্টর এক্স: এজ অফ দ্য হোয়াইট মাফিয়া

২০২৬ সালের অন্যতম বড় চমক হতে যাচ্ছে এই কে-ড্রামাটি। ‘মেডিকেল থ্রিলার’ ধাঁচের এই গল্পে প্রধান চরিত্রে আছেন কিম জি-ওন। তিনি একজন মেধাবী সার্জন, যিনি হাসপাতালের শক্তিশালী দুর্নীতিবাজ চক্রের বিরুদ্ধে রুখে দাঁড়ান।

ডক্টর এক্স: এজ অফ দ্য হোয়াইট মাফিয়া-এর প্রধান চরিত্রে আছেন কিম জি-ওন। সংগৃহীত ছবি
ডক্টর এক্স: এজ অফ দ্য হোয়াইট মাফিয়া-এর প্রধান চরিত্রে আছেন কিম জি-ওন। সংগৃহীত ছবি

তাঁর সঙ্গে থাকছেন লি জং-উন আর সন হিউন-জু-এর মতো বাঘা বাঘা অভিনেতারা। সাধারণ মেডিকেল ড্রামার বাইরে গিয়ে এতে দেখা যাবে আন্ডারওয়ার্ল্ডের অন্ধকার জগত আর টানটান উত্তেজনা।

২. পারফেক্ট ক্রাউন (টুয়েন্টি ফাস্ট সেঞ্চুরি প্রিন্সেস কনসোর্ট)

আইইউ এবং বিয়ন উ-সোক, এই দুই কোরিয়ান সুপারস্টারকে একসঙ্গে দেখার জন্য ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। গল্পটি এমন এক আধুনিক কোরিয়ার, যেখানে এখনও রাজতন্ত্র টিকে আছে। তবে এখানে টুইস্ট হলো নায়িকা ধনী পরিবারের মেয়ে, আর রাজপুত্র একেবারেই চালচুলোহীন! ধনী মেয়ে আর গরিব রাজপুত্রের এই রিভার্স প্রেমের গল্পে থাকছে আধুনিক রূপকথার ছোঁয়া।

৩. পোর্ট্রেটস অফ ডিলুশন

ডিজনি প্লাসের এই কে-ড্রামাটি ১৯৩০-এর দশকের গিয়ংসং আমলের প্রেক্ষাপটে তৈরি। বে সুজি এবং কিম সন-হো অভিনীত এই গল্পটি বেশ রহস্যময়। একজন চিত্রশিল্পীকে রহস্যময়ী নারীর ছবি আঁকতে বলা হয়।

পোর্ট্রেটস অফ ডিলুশন। সংগৃহীত ছবি
পোর্ট্রেটস অফ ডিলুশন। সংগৃহীত ছবি

কিন্তু ছবি আঁকতে গিয়ে তিনি একের পর এক অদ্ভুত সব ভুতুড়ে ঘটনা আর জটিল ধাঁধায় জড়িয়ে পড়তে থাকেন। যারা একটু হরর ঘরানার থ্রিলার গল্প পছন্দ করেন, তাঁদের এই সিরিজটি ভালো লাগবে।

৪. দ্য রিম্যারেড এম্প্রেস

২০২৬ সালের অন্যতম ব্যয়বহুল কে-ড্রামা হতে যাচ্ছে এই এটি। শিন মিন-আ, লি জং-সুক এবং জু জি-হুনের মতো তারকারা এতে অভিনয় করবেন। রাজপ্রাসাদের ভেতরের রাজনীতি, বিশ্বাসঘাতকতা, প্রেম ও প্রতিশোধের মহাকাব্যিক গল্প এটি। সুবিশাল সেট, সঙ্গে জমকালো কস্টিউম; সব মিলিয়ে এই রাজকীয় ড্রামাটি ভক্তদের মন জয় করতে যাচ্ছে।

৫. মেড ইন কোরিয়া - সিজন ২

সাধারণ রোমান্স বাদ দিয়ে যারা সিরিয়াস গল্প পছন্দ করেন, তাঁদের জন্য হিউন বিন নিয়ে আসতে যাচ্ছেন পলিটিক্যাল থ্রিলার ‘মেড ইন কোরিয়া’। ১৯৭০ সালের প্রেক্ষাপটে ক্ষমতা, লোভ আর দুর্নীতির গল্প নিয়ে তৈরি এই সিরিজের দ্বিতীয় সিজন আসবে ২০২৬ সালে।

৬. হিউম্যান ফ্রম টুডে

একটু হালকা মেজাজের রোমান্টিক কমেডি দেখতে চাইলে এই ড্রামাটি দেখতে পারেন নতুন বছরে। এর গল্পে দেখা যাবে এক পৌরাণিক ‘নয় লেজওয়ালা শেয়াল’ বা ‘গুমিহো’-কে, যে এক ফুটবল তারকার সঙ্গে দূর্ঘটনার পর হঠাৎ মানুষে পরিনত হয়! কিম হে-ইউন এবং লোমন অভিনীত এই ড্রামাটিতে থাকবে ফ্যান্টাসি আর রোমান্সের মিষ্টি সমন্বয়৷

হিউম্যান ফ্রম টুডে। সংগৃহীত ছবি
হিউম্যান ফ্রম টুডে। সংগৃহীত ছবি

৭. ব্রেভ নিউ ওয়ার্ল্ড

এই কে-ড্রামাটি কিছুটা অদ্ভুতুরে সাহসী গল্পের। লিম জি-ইয়ন এখানে একজন স্ট্রাগলিং অভিনেত্রীর চরিত্রে অভিনয় করবেন। তার শরীরে ভর করে জোসন আমলের এক কুখ্যাত নারীর আত্মা! আধুনিক যুগের গল্পের সঙ্গে পুরোনো আত্মার ভৌতিক ও রোমান্টিক সংমিশ্রণ দর্শকদের চমকে দেবে।

৮. অনার

তিনজন নারী আইনজীবীর গল্প নিয়ে তৈরি এই কে-ড্রামাটি একটি সুইডিশ সিরিজের রিমেক। বড় একটি স্ক্যান্ডাল ফাঁস হওয়ার পর এই তিন আইনজীবীর গোপন অতীত সবার সামনে চলে আসে। লি না-ইয়ং এবং জং ইউন-চে অভিনীত এই ড্রামাটিতে আদালতের লড়াই আর নারীদের দৃষ্টিভঙ্গি খুব জোরালোভাবে ফুটে উঠবে।

৯. টু মাই বিলাভেড থিফ

ঐতিহাসিক গল্পের সঙ্গে কমেডির স্বাদ পেতে চাইলে চোখ রাখতে পারেন এই কে-ড্রামাটিতে! নাম জি-হিউন এখানে অভিজাত বংশের মেয়ে। সে গোপনে ডাকাত হয়ে গরিবদের সাহায্য করে। তাকে ধরতে আসা রাজপুত্রের সঙ্গে হঠাৎ তার শরীর অদলবদল হয়ে যায়। এরপর কী হয়, তা নিয়েই এই কমেডি ড্রামা।

Ad 300x250

সম্পর্কিত