রয়টার্সের প্রত্যক্ষদর্শীরা জানান, কাতারের দোহায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শহরের লেগতিফায়া পেট্রোল পাম্প থেকে কালো ধোঁয়া উড়তে দেখা গেছে। ওই পেট্রোল পাম্পের পাশেই একটি ছোট আবাসিক কমপ্লেক্স রয়েছে। গাজাযুদ্ধ শুরুর পর থেকেই কাতারের আমিরি গার্ড দিনরাত পাহারা দিয়ে আসছিল ওই এলাকাটি।
স্ট্রিম ডেস্ক

কাতারের দোহায় হামাস নেতাদের নিশানা করে আকাশপথে হামাল চালিয়েছে ইসরায়েল। এর মাধ্যমে মধ্য প্রাচ্যজুড়ে চলা সামরিক অভিযানের পরিধি বাড়িয়ে নিল তারা। ইসরায়েলের অভিযোগ, দোহায় হামাসের রাজনৈতিক ঘাঁটি রয়েছে।
প্রায় দুই বছর ধরে চলা গাজাযুদ্ধে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির আলোচনায় মধ্যস্থতার ভূমিকা পালন করে আসছিল কাতার।
ইতিমধ্যে কাতার এই হামলাকে কাপুরুষোচিত আখ্যা দিয়ে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে।
হামাসের দুইজন সূত্র জানিয়েছে, যুদ্ধবিরতির আলোচনায় থাকায় তাদের প্রতিনিধিদলের কর্মকর্তারা এই হামলা থেকে বেঁচে গেছেন।
ইসরায়েলি কর্মকর্তারা বলেছেন, এই হামলার লক্ষ্য ছিল হামাসের শীর্ষ নেতাদের মধ্যে খালিল আল-হাইয়া—যিনি নির্বাসিত গাজা প্রধান ও সংগঠনের প্রধান আলোচক।
রয়টার্সের প্রত্যক্ষদর্শীরা জানান, কাতারের দোহায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শহরের লেগতিফায়া পেট্রোল পাম্প থেকে কালো ধোঁয়া উড়তে দেখা গেছে। ওই পেট্রোল পাম্পের পাশেই একটি ছোট আবাসিক কমপ্লেক্স রয়েছে। গাজাযুদ্ধ শুরুর পর থেকেই কাতারের আমিরি গার্ড দিনরাত পাহারা দিয়ে আসছিল ওই এলাকাটি।
একজন ইসরায়েলি কর্মকর্তা রয়টার্সকে নিশ্চিত করেছেন যে, ইসরায়েল কাতারে হামাস নেতাদের ওপর হামলা চালিয়েছে। কাতারের আল-জাজিরা টেলিভিশন হামাসের একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, এই হামলার লক্ষ্য ছিল গাজার যুদ্ধবিরতি আলোচনায় থাকা হামাসের প্রতিনিধিরা।
এই হামলাকে যুদ্ধবিরতির প্রচেষ্টায় একটি বড় ধরনের ধাক্কা হিসেবে অভিহিত করেছেন বিশ্লেকেরা। তাঁদের মতে, এই হামলার ফলে যুদ্ধবিরতির আলোচনা ভেস্তে যেতে পারে।
সূত্র: রয়টার্স।

কাতারের দোহায় হামাস নেতাদের নিশানা করে আকাশপথে হামাল চালিয়েছে ইসরায়েল। এর মাধ্যমে মধ্য প্রাচ্যজুড়ে চলা সামরিক অভিযানের পরিধি বাড়িয়ে নিল তারা। ইসরায়েলের অভিযোগ, দোহায় হামাসের রাজনৈতিক ঘাঁটি রয়েছে।
প্রায় দুই বছর ধরে চলা গাজাযুদ্ধে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির আলোচনায় মধ্যস্থতার ভূমিকা পালন করে আসছিল কাতার।
ইতিমধ্যে কাতার এই হামলাকে কাপুরুষোচিত আখ্যা দিয়ে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে।
হামাসের দুইজন সূত্র জানিয়েছে, যুদ্ধবিরতির আলোচনায় থাকায় তাদের প্রতিনিধিদলের কর্মকর্তারা এই হামলা থেকে বেঁচে গেছেন।
ইসরায়েলি কর্মকর্তারা বলেছেন, এই হামলার লক্ষ্য ছিল হামাসের শীর্ষ নেতাদের মধ্যে খালিল আল-হাইয়া—যিনি নির্বাসিত গাজা প্রধান ও সংগঠনের প্রধান আলোচক।
রয়টার্সের প্রত্যক্ষদর্শীরা জানান, কাতারের দোহায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শহরের লেগতিফায়া পেট্রোল পাম্প থেকে কালো ধোঁয়া উড়তে দেখা গেছে। ওই পেট্রোল পাম্পের পাশেই একটি ছোট আবাসিক কমপ্লেক্স রয়েছে। গাজাযুদ্ধ শুরুর পর থেকেই কাতারের আমিরি গার্ড দিনরাত পাহারা দিয়ে আসছিল ওই এলাকাটি।
একজন ইসরায়েলি কর্মকর্তা রয়টার্সকে নিশ্চিত করেছেন যে, ইসরায়েল কাতারে হামাস নেতাদের ওপর হামলা চালিয়েছে। কাতারের আল-জাজিরা টেলিভিশন হামাসের একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, এই হামলার লক্ষ্য ছিল গাজার যুদ্ধবিরতি আলোচনায় থাকা হামাসের প্রতিনিধিরা।
এই হামলাকে যুদ্ধবিরতির প্রচেষ্টায় একটি বড় ধরনের ধাক্কা হিসেবে অভিহিত করেছেন বিশ্লেকেরা। তাঁদের মতে, এই হামলার ফলে যুদ্ধবিরতির আলোচনা ভেস্তে যেতে পারে।
সূত্র: রয়টার্স।

জাপানের উত্তর-পূর্ব উপকূলে শক্তিশালী ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর ওই এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে এবং বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
পর্যটকদের কাছে হিমালয় এবং কাঠমাণ্ডু আকর্ষণীয় স্থানের শীর্ষে। কিন্তু বন্যপ্রাণীতে ভরপুর, জাতীয় পার্ক এবং দৃষ্টিনন্দন অতিথিশালাসমৃদ্ধ নেপালের তেরাই নিম্নাঞ্চল সম্পর্কে পর্যটকরা খুব একটা জানে না।
৪ ঘণ্টা আগে
গত জানুয়ারিতে চীন জানায় যে তাদের পণ্য ও সেবাখাতে বাণিজ্য উদ্বৃত্ত প্রায় ১ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে—যা বিশ্বে কোনো দেশের জন্য প্রথম অভিজ্ঞতা। কিন্তু ২০২৫ সালের প্রথম ১১ মাসে চীন সেই সীমাও অতিক্রম করেছে। সোমবার প্রকাশিত কাস্টমস তথ্য অনুযায়ী, নভেম্বর পর্যন্ত চীনের মোট বাণিজ্য উদ্বৃত্ত দাঁড়িয়েছে ১ দশমিক ৮
৬ ঘণ্টা আগে
সিরিয়ায় আসাদ পরিবারের ৫৩ বছরের শাসনের পতনের এক বছর পূর্ণ হলো আজ। গত বছর এই দিনে বাশার আল-আসাদের পতনের মধ্য দিয়ে সিরিয়ায় প্রায় ১৪ বছরের গৃহযুদ্ধেরও সমাপ্তি ঘটে। আহমদ আল-শারা (সাবেক আবু মোহাম্মদ আল-জোলানি) নেতৃত্বাধীন হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) অন্তর্বর্তী সরকার এখন দেশ পরিচালনা করছে।
৯ ঘণ্টা আগে