স্ট্রিম ডেস্ক

গ্রিনল্যান্ড অধিগ্রহণে বিরোধিতা করার জেরে ইউরোপের মিত্র ৮টি দেশের ওপর শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখন সেই অবস্থান থেকে সরে এসেছেন তিনি। আবার বল প্রয়োগে দ্বীপটি দখলে নেওয়ার যে হুমকি দিয়েছিলেন, তা থেকেও সরে এসেছেন ট্রাম্প।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি অনলাইনের এক খবরে এমনটাই বলা হয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, বুধবার (২১ জানুয়ারি) সুইজারল্যান্ডের দাভোস বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) সাইডলাইনে ন্যাটোর মহাসচিবের সঙ্গে বৈঠকে অংশ নেওয়ার পর নিজের ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানান ট্রাম্প।
পোস্টে ট্রাম্প জানান, গ্রিনল্যান্ড ইস্যুতে সম্ভাব্য একটি চুক্তির ব্যাপারে ন্যাটোর সঙ্গে আলোচনা হয়েছে। এরপরই গ্রিনল্যান্ড দ্বীপটি অধিগ্রহণের পরিকল্পনার বিরোধিতাকারী ইউরোপীয় মিত্রদের ওপর শুল্ক আরোপের যে হুমকি দিয়েছিলেন তা থেকে সরে আসেন তিনি।
এর আগে গ্রিনল্যান্ড নিয়ে ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠক করনে ট্রাম্প। বৈঠকের পর এক পোস্টে তিনি জানান, ‘বৈঠকটি খুবই গঠনমূলক ছিল’। তবে এই ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য তিনি দেননি।
ট্রাম্প আরও জানান, বৈঠকে একটি সম্ভাব্য চুক্তির জন্য ‘রূপরেখা’ তৈরি নিয়ে আলোচনা হয়েছে। এর আগে সপ্তাহব্যাপী গ্রিনল্যান্ড দখল ইস্যুতে ট্রাম্প ও তাঁর ইউরোপীয় মিত্র নেতাদের মধ্যে হুমকি পাল্টা হুমকি চলে।
তবে ওই চুক্তিকে গ্রিনল্যান্ডের ‘মালিকানার’ দাবি পূরণ হবে কিনা তাও পরিষ্কার নয়। ট্রুথ সোশ্যালে ট্রাম্প শুধু লিখেছেন, গ্রিনল্যান্ড, প্রকৃতপক্ষে সমগ্র আর্কটিক অঞ্চল সম্পর্কিত একটি চুক্তির জন্য আমরা একটি রূপরেখা তৈরি করেছি। এটি দি বাস্তবায়ন হয়, তবে যুক্তরাষ্ট্র এবং ন্যাটোর সব সদস্যের জন্য দারুণ একটা ব্যাপার হবে।
কূটনৈতিক সূত্রগুলি যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিবিএসকে জানিয়েছেন, ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চলের ওপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ বা মালিকানা নিয়ে কোনো চুক্তি হয়নি।

গ্রিনল্যান্ড অধিগ্রহণে বিরোধিতা করার জেরে ইউরোপের মিত্র ৮টি দেশের ওপর শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখন সেই অবস্থান থেকে সরে এসেছেন তিনি। আবার বল প্রয়োগে দ্বীপটি দখলে নেওয়ার যে হুমকি দিয়েছিলেন, তা থেকেও সরে এসেছেন ট্রাম্প।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি অনলাইনের এক খবরে এমনটাই বলা হয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, বুধবার (২১ জানুয়ারি) সুইজারল্যান্ডের দাভোস বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) সাইডলাইনে ন্যাটোর মহাসচিবের সঙ্গে বৈঠকে অংশ নেওয়ার পর নিজের ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানান ট্রাম্প।
পোস্টে ট্রাম্প জানান, গ্রিনল্যান্ড ইস্যুতে সম্ভাব্য একটি চুক্তির ব্যাপারে ন্যাটোর সঙ্গে আলোচনা হয়েছে। এরপরই গ্রিনল্যান্ড দ্বীপটি অধিগ্রহণের পরিকল্পনার বিরোধিতাকারী ইউরোপীয় মিত্রদের ওপর শুল্ক আরোপের যে হুমকি দিয়েছিলেন তা থেকে সরে আসেন তিনি।
এর আগে গ্রিনল্যান্ড নিয়ে ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠক করনে ট্রাম্প। বৈঠকের পর এক পোস্টে তিনি জানান, ‘বৈঠকটি খুবই গঠনমূলক ছিল’। তবে এই ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য তিনি দেননি।
ট্রাম্প আরও জানান, বৈঠকে একটি সম্ভাব্য চুক্তির জন্য ‘রূপরেখা’ তৈরি নিয়ে আলোচনা হয়েছে। এর আগে সপ্তাহব্যাপী গ্রিনল্যান্ড দখল ইস্যুতে ট্রাম্প ও তাঁর ইউরোপীয় মিত্র নেতাদের মধ্যে হুমকি পাল্টা হুমকি চলে।
তবে ওই চুক্তিকে গ্রিনল্যান্ডের ‘মালিকানার’ দাবি পূরণ হবে কিনা তাও পরিষ্কার নয়। ট্রুথ সোশ্যালে ট্রাম্প শুধু লিখেছেন, গ্রিনল্যান্ড, প্রকৃতপক্ষে সমগ্র আর্কটিক অঞ্চল সম্পর্কিত একটি চুক্তির জন্য আমরা একটি রূপরেখা তৈরি করেছি। এটি দি বাস্তবায়ন হয়, তবে যুক্তরাষ্ট্র এবং ন্যাটোর সব সদস্যের জন্য দারুণ একটা ব্যাপার হবে।
কূটনৈতিক সূত্রগুলি যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিবিএসকে জানিয়েছেন, ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চলের ওপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ বা মালিকানা নিয়ে কোনো চুক্তি হয়নি।

যুক্তরাষ্ট্রজুড়ে ভয়াবহ তুষারপাত, শিলাবৃষ্টি ও জমাট বৃষ্টি (ফ্রিজিং রেইন) জনজীবনকে কার্যত অচল করে দিয়েছে। দেশটির বিস্তীর্ণ অঞ্চলে রেকর্ড শীত, বিদ্যুৎ বিচ্ছিন্নতা, সড়ক ও আকাশপথে যোগাযোগ বিপর্যয়ের পাশাপাশি একাধিক মৃত্যুর ঘটনাও ঘটেছে।
৫ ঘণ্টা আগে
একাত্তরের মুক্তিযুদ্ধে বাঙালির অকৃত্রিম বন্ধু ও বিবিসির দক্ষিণ এশিয়ার সাবেক ব্যুরোপ্রধান সাংবাদিক স্যার মার্ক টালি আর নেই। রোববার (২৫ জানুয়ারি) সকালে নয়াদিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছে বিবিসি হিন্দি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।
২০ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার আশঙ্কায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি তেহরানের একটি সুরক্ষিত ভূগর্ভস্থ আশ্রয়ে অবস্থান নিয়েছেন বলে জানা গেছে। আজ রোববার (২৫ জানুয়ারি) লন্ডনভিত্তিক সংবাদমাধ্যমক ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, স্থাপনাটি একে অপরের সঙ্গে যুক্ত সুড়ঙ্গপথ দিয়ে তৈরি, যা শক্তিশালী হা
২১ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে ভয়াবহ ভূমিধসে অন্তত আটজন নিহত হয়েছেন। এখনো নিখোঁজ রয়েছেন ৮০ জনের বেশি। স্থানীয় সময় শনিবার (২৪ জানুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার কর্মকর্তারা বার্তা সংস্থা এএফপিকে এসব তথ্য নিশ্চিত করেছেন
১ দিন আগে