leadT1ad

আবারও যুদ্ধ বন্ধ করার ভুয়া দাবি করলেন ট্রাম্প

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ১০: ২৯
ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

চলতি বছরে বিশ্বের বিভিন্ন প্রান্তের আটটি যুদ্ধ নিজের মধ্যস্থতায় শেষ হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার (১৭ ডিসেম্বর) রাতে হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এই দাবি করেন।

ট্রাম্প বলেন, আমি আমেরিকার শক্তি পুনরুদ্ধার করেছি। ১০ মাসে আটটি যুদ্ধ বন্ধ করেছি।

এদিকে, মার্কিন সংবাদমাধ্যম সিএনএন ট্রাম্পের ভাষণের পর পরই তাঁর এই দাবির ব্যাপারে একটি ফ্যাক্ট চেক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, যদিও কিছু সংঘাত বন্ধে (অন্ততপক্ষে সাময়িকভাবে) ট্রাম্প ভূমিকা রেখেছেন। তবে ‘আট’ সংখ্যাটি স্পষ্টভাবে অতিরঞ্জিত।

এর আগে কথিত যুদ্ধ বন্ধের নিজের দেওয়া তালিকা নিয়ে বিস্তারিত ব্যাখ্যাও দিয়েছিলেন ট্রাম্প। তাঁর দাবি অনুযায়ী, তিনি মিসর ও ইথিওপিয়ার মধ্যকার সংঘাত বন্ধ করেছেন। কিন্তু প্রকৃতপক্ষে সেটি কোনো সংঘাতই না। এটি মূলত, নীল নদে ইথিওপিয়ার বড় একটি বাঁধ নির্মাণ প্রকল্প নিয়ে দীর্ঘদিন ধরে চলা কূটনৈতিক বিরোধ। ট্রাম্পের তালিকায় আরেকটি সম্ভাব্য যুদ্ধ হলো সার্বিয়ার সঙ্গে কসোভোর যুদ্ধ। যেটি আসলে তাঁর মেয়াদে হয়নি। (ট্রাম্প মাঝে মাঝে দাবি করেন এই দেশ দুটির মধ্যে নতুন করে যুদ্ধ শুরু হওয়া ঠেকিয়ে দিয়েছেন। তিনি আসলে ঠিক কি বুঝাতে চান সে ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য দেননি। তবে এটি প্রকৃতপক্ষে যুদ্ধ বন্ধের চেয়ে ভিন্ন কিছু)।

এছাড়া তাঁর তালিকায় ডেমেক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর সঙ্গে রুয়ান্ডার যুদ্ধও আছে। কিন্তু চলতি বছরে ট্রাম্প প্রশাসনের মধ্যস্থতায় শান্তি চুক্তি হওয়া সত্ত্বেও এই যুদ্ধ চলমান রয়েছে।

ট্রাম্পের তালিকায় আরও রয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যকার সীমান্ত সংঘাত। চলতি বছরের শুরুতে ট্রাম্প প্রশাসনের মধ্যস্থতায় একটি শান্তি চুক্তি হওয়া সত্ত্বেও, এই মাসেই দেশ দুটির মধ্যে আবার সংঘাত শুরু হয়েছে। এমনকি চলতি সপ্তাহেও তা অব্যাহত আছে।

তালিকায় থাকা অন্যান্য সংঘাত বন্ধ করায় ট্রাম্পের গুরুত্বপূর্ণ ভূমিকার নিয়ে যে কেউ প্রশ্ন তুলতে পারেন। অথবা এই প্রশ্ন করাই যায় প্রকৃতই সেসব যুদ্ধ বন্ধ হয়েছে কিনা। উদাহরণ হিসেবে বলা যায় গাজা যুদ্ধের কথা। অক্টোবরে ট্রাম্পের মধ্যস্থতায় হামাস-ইসরায়েলের যুদ্ধবিরতির চুক্তি হলেও। নভেম্বরেও গাজায় যুদ্ধ অব্যাহত রয়েছে। সেই হিসাবে ট্রাম্পের ‘আটটি’ যুদ্ধ বন্ধের দাবি অবশ্যই খুবই বড় দাবি।

Ad 300x250

সম্পর্কিত