leadT1ad

আন্দোলন চালিয়ে যান, দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছি: পাহলভি

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ১৩: ০৩
রেজা শাহ পাহলভি। ছবি: সংগৃহীত

ইরানের স্বঘোষিত যুবরাজ রেজা শাহ পাহলভি বিক্ষোভকারীদের আরও দুটি রাত বিক্ষোভ চালিয়ে যাওয়ার এবং শহরের প্রাণকেন্দ্র দখলের রাখার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তিনি জ্বালানি ও পরিবহন শ্রমিকদেরও দেশব্যাপী ধর্মঘট পালনের আহ্বান জানিয়েছেন।

আজ শনিবার (১০ জানুয়ারি) ইরানি সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে।

চলমান বিক্ষোভের বিজয়কে ‘জাতীয় বিপ্লব’ আখ্যা দিয়ে তিনি বলেন, ইরানে ফিরে আসার জন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন এবং ইরানি জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। খুব দ্রুতই বিজয়ের সে মুহূর্ত আসছে বলে তিনি মনে করেন।

বিক্ষোভকারীদের উদ্দেশে দেওয়া এক বার্তায় পাহলভি ‘সাহস এবং প্রতিরোধের’ জন্য প্রশংসা করেন। বৃহস্পতিবার ও শুক্রবার পাহলভির ডাকে লাখ লাখ বিক্ষোভকারী রাস্তায় নেমে আসে বলে ইরান ইন্টারন্যাশনালের খবরে বলা হয়।

পাহলভি বলেন, আন্দোলনকারীদের বিপুল অংশগ্রহণ ইসলামিক রিপাবলিকের নেতৃত্বের প্রতি কঠোর বার্তা দিয়েছে। আন্দোলনের মাত্রা শাসকদের প্রতিষ্ঠানকের ঝাঁকুনি দিয়েছেন এবং নিরাপত্তা সংস্থাগুলার দুর্বলতা সামনে নিয়ে এসেছে।

তিনি বলেন, পরববর্তী ধাপে আন্দোলনে রাজপথে উপস্থিতি এবং অর্থনৈতিক চাপ—উভয় দিকে মনোযোগ রাখতে হবে। ইসলামিক রিপাবলিকের আর্থিক জীবনরেখার বিচ্যুতি ঘটালেই বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়নের সক্ষমতায় ধস নামবে।

তিনি সুনির্দিষ্টভাবে পরিবহন, তেল ও গ্যাস এবং বিস্তৃত জ্বালানি খাতের কর্মীদের দেশব্যাপী ধর্মঘট শুরুর আহ্বান জানান। পাশাপাশি তিনি শনিবার ও রোববার সন্ধ্যায় ৬টা থেকে বিক্ষোভকারীদের আবারও জাতীয় পতাকা নিয়ে রাস্তায় নামার আহ্বান জানান।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত