স্ট্রিম ডেস্ক

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি প্রথমবারের মতো স্বীকার করেছেন, দেশটিতে সবশেষ বিক্ষোভের সময় হাজার হাজার মানুষ নিহত হয়েছে।
শনিবার এক ভাষণে খামেনি বলেন, এই বিক্ষোভে হাজার হাজার মানুষ নিহত হয়েছে, যাদের মধ্যে কয়েকজনকে ‘অমানবিক ও নৃশংসভাবে’ হত্যা করা হয়েছে। এই মৃত্যুর উস্কানিদাতা হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘অপরাধী’ও বলেন তিনি। খবর বিবিসির।
যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা ‘ইরান হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি’র (এইচআরএএনএ) তথ্যানুযায়ী, অস্থিরতা দমনে নিরাপত্তা বাহিনীর সহিংস প্রতিক্রিয়ায় এ পর্যন্ত ৩ হাজার ৯০ জনের মৃত্যু হয়েছে। তবে কিছু অ্যাক্টিভিস্ট গ্রুপ দাবি করেছে, নিহতের সংখ্যা এর চেয়েও অনেক বেশি।
ইরানে অর্থনৈতিক মন্দার প্রতিবাদে গত ২৮ ডিসেম্বর শুরু হওয়া বিক্ষোভ দ্রুতই দেশটির বর্তমান শাসকগোষ্ঠীর পতনের দাবিতে রূপ নেয়। বিক্ষোভের শুরুতেই এতে সমর্থন দেয় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার ইরানিদের ‘বিক্ষোভ চালিয়ে যাওয়ার’ আহ্বান জানান। এ ছাড়া ইরানের নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের হত্যা করলে যুক্তরাষ্ট্র সামরিক হস্তক্ষেপ করবে বলে ক্রমাগত হুমকিও দিয়ে আসছিলেন।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে শনিবার খামেনি বলেন, ‘ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরাই ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে এবং কয়েক হাজার মানুষকে হত্যা করেছে।’
তিনি আরও বলেন, ‘এই হতাহত, ক্ষয়ক্ষতি এবং ইরানি জাতির উপর যে অপবাদ চাপিয়ে দেওয়া হয়েছে, তার জন্য আমরা মার্কিন প্রেসিডেন্টকে একজন অপরাধী হিসেবে গণ্য করি।’ এই অস্থিরতার জন্য যুক্তরাষ্ট্রকে অবশ্যই ‘জবাবদিহি’ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
আয়াতুল্লাহ খামেনির এই বক্তব্যে বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এদিকে সবশেষ কয়েকদিনে ইরানের খুব অল্প কিছু স্থানে বিক্ষোভের তথ্য পাওয়া গেছে। যদিও দেশটিতে ইন্টারনেট কার্যত বন্ধ থাকায় তা যাচাই করা যায়নি।
দক্ষিণ-পশ্চিম ইরানের শিরাজ শহরের এক নারী বিবিসি পার্সিয়ানকে জানান, ‘নিরাপত্তা বাহিনী যে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে মোটরসাইকেল বহর নিয়ে টহল দিচ্ছে, তবে পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক।’

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি প্রথমবারের মতো স্বীকার করেছেন, দেশটিতে সবশেষ বিক্ষোভের সময় হাজার হাজার মানুষ নিহত হয়েছে।
শনিবার এক ভাষণে খামেনি বলেন, এই বিক্ষোভে হাজার হাজার মানুষ নিহত হয়েছে, যাদের মধ্যে কয়েকজনকে ‘অমানবিক ও নৃশংসভাবে’ হত্যা করা হয়েছে। এই মৃত্যুর উস্কানিদাতা হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘অপরাধী’ও বলেন তিনি। খবর বিবিসির।
যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা ‘ইরান হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি’র (এইচআরএএনএ) তথ্যানুযায়ী, অস্থিরতা দমনে নিরাপত্তা বাহিনীর সহিংস প্রতিক্রিয়ায় এ পর্যন্ত ৩ হাজার ৯০ জনের মৃত্যু হয়েছে। তবে কিছু অ্যাক্টিভিস্ট গ্রুপ দাবি করেছে, নিহতের সংখ্যা এর চেয়েও অনেক বেশি।
ইরানে অর্থনৈতিক মন্দার প্রতিবাদে গত ২৮ ডিসেম্বর শুরু হওয়া বিক্ষোভ দ্রুতই দেশটির বর্তমান শাসকগোষ্ঠীর পতনের দাবিতে রূপ নেয়। বিক্ষোভের শুরুতেই এতে সমর্থন দেয় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার ইরানিদের ‘বিক্ষোভ চালিয়ে যাওয়ার’ আহ্বান জানান। এ ছাড়া ইরানের নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের হত্যা করলে যুক্তরাষ্ট্র সামরিক হস্তক্ষেপ করবে বলে ক্রমাগত হুমকিও দিয়ে আসছিলেন।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে শনিবার খামেনি বলেন, ‘ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরাই ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে এবং কয়েক হাজার মানুষকে হত্যা করেছে।’
তিনি আরও বলেন, ‘এই হতাহত, ক্ষয়ক্ষতি এবং ইরানি জাতির উপর যে অপবাদ চাপিয়ে দেওয়া হয়েছে, তার জন্য আমরা মার্কিন প্রেসিডেন্টকে একজন অপরাধী হিসেবে গণ্য করি।’ এই অস্থিরতার জন্য যুক্তরাষ্ট্রকে অবশ্যই ‘জবাবদিহি’ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
আয়াতুল্লাহ খামেনির এই বক্তব্যে বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এদিকে সবশেষ কয়েকদিনে ইরানের খুব অল্প কিছু স্থানে বিক্ষোভের তথ্য পাওয়া গেছে। যদিও দেশটিতে ইন্টারনেট কার্যত বন্ধ থাকায় তা যাচাই করা যায়নি।
দক্ষিণ-পশ্চিম ইরানের শিরাজ শহরের এক নারী বিবিসি পার্সিয়ানকে জানান, ‘নিরাপত্তা বাহিনী যে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে মোটরসাইকেল বহর নিয়ে টহল দিচ্ছে, তবে পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক।’

গ্রিনল্যান্ড কেনার প্রস্তাবে রাজি না হওয়ায় ইউরোপের আটটি দেশের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, গ্রিনল্যান্ড নিয়ে ‘চুক্তি না হওয়া পর্যন্ত’ এই শুল্ক বহাল থাকবে।
১৫ ঘণ্টা আগে
গণহত্যা পরবর্তী গাজার শাসনব্যবস্থা তদারকির জন্য গঠিত ‘শান্তি বোর্ডে যোগ দিতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসিকে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
১৭ ঘণ্টা আগে
ইরানে সম্ভাব্য মার্কিন হামলা ঠেকিয়ে দিয়েছে সৌদি আরব, কাতার, ওমান ও তুরস্কের কূটনৈতিক তৎপরতা। উপসাগরীয় মিত্ররা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বুঝিয়েছেন যে হামলা হলে পুরো অঞ্চলে ভয়াবহ অস্থিতিশীলতা সৃষ্টি হবে।
১৮ ঘণ্টা আগে
সোদি আরব চারটি ভিন্ন স্থানে নতুন করে মোট ৭ দশমিক ৮ মিলিয়ান আউন্স (প্রায় ২ লাখ ২১ হাজার কেজি) স্বর্ণের মজুতের সন্ধান পাওয়ার ঘোষণা দিয়েছে। দেশটির রাষ্ট্রায়ত্ত খনি কোম্পানি মা’আদেন এই স্বর্ণ খনিগুলোর সন্ধান পায়।
১ দিন আগে