leadT1ad

এক দিনেই ইরানের বিপ্লবী গার্ডের ৮ সদস্য নিহত

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

বিপ্লবী গার্ডের এক সদস্যের মরদেহ নিয়ে যাচ্ছেন স্বজনরা। ছবি: সংগৃহীত

সরকারবিরোধী তীব্র আন্দোলনে জ্বলছে মধ্যপ্রাচ্যের দেশ ইরান। সহিংস বিক্ষোভ সামলাতে গিয়ে এলিট ফোর্স বিপ্লবী গার্ডের আট সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর কেরমানশাহে বিক্ষোভ চলাকালে সহিংসতায় এই প্রাণহানির ঘটনা ঘটে।

তুরস্কের সরকারি বার্তা সংস্থা আনাদোলুর এক খবরে এই তথ্য জানানো হয়েছে। এর আগে গত ২৮ ডিসেম্বর ইরানি রিয়ালের মান বড় পতনের পর রাজধানী তেহরানের গ্রান্ড বাজারের ব্যবসায়ীরা রাস্তায় নামেন। তীব্র অর্থনৈতিক সংকটের মধ্যে রিয়ালের পতনে ব্যবসায়ীদের দিশেহারা করে ফেলে।

ব্যবসায়ীদের এই বিক্ষোভ পরে দেশটির অন্যান্য শহরে ছড়িয়ে পড়ে। শান্তিপূর্ণ বিক্ষোভও ধীরে ধীরে সহিংস হয়ে উঠেছে। বিক্ষোভে এখন পর্যন্ত ৪৮ বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে।

এদিকে, অনলাইন পর্যবেক্ষক নেটব্লকস জানিয়েছে, শুক্রবারে (৯ জানুয়ারি) ইরানে ইন্টারনেট বিচ্ছিন্নের ২৪ ঘণ্টা পার হয়েছে। বিক্ষোভ নিয়ন্ত্রণে রাখতে দেশজুড়ে ইন্টারনেট বিচ্ছিন্ন করে দিয়েছে সরকারি কর্তৃপক্ষ।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত