স্ট্রিম ডেস্ক

রাশিয়ার দুই বৃহত্তম তেল কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। পাশাপাশি মস্কোকে অবিলম্বে ইউক্রেন যুদ্ধে যুদ্ধবিরতিতে রাজি হওয়ার আহ্বান জানিয়েছে ওয়াশিংটন।
বুধবার (২৩ অক্টোবর) এই নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন ট্রেজারি বিভাগ। নিষেধাজ্ঞায় পড়া রুশ কোম্পানিগুলো হলো রোসনেফ্ট এবং লুকোয়েল এবং তাদের প্রায় তিন ডজন সহায়ক সংস্থা।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক খবরে বলা হয়েছে, ইউক্রেন যুদ্ধ চালিয়ে যাওয়ার কারণে রাশিয়ার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারেন—এমন ইঙ্গিত গত কয়েক সপ্তাহ ধরেই দিচ্ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে এখন পর্যন্ত বড় ধরনের কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছেন তিনি।
মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এক বিবৃতিতে বলেছেন, অবিলম্বে যুদ্ধবিরতি এবং হত্যাযজ্ঞ বন্ধের এখনই সময়। রুশ প্রেসিডেন্টের অর্থহীন এই যুদ্ধ বন্ধের অস্বীকৃতির কথা মাথায় রেখে মার্কিন ট্রেজারি বিভাগ রাশিয়ার দুটি বৃহত্তম তেল কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে। কারণ এই দুই কোম্পানি ক্রেমলিনের যুদ্ধ যন্ত্রকে অর্থের যোগান দিচ্ছে।
তিনি আরও বলেন, আরও একটি যুদ্ধ বন্ধে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রচেষ্টাকে সমর্থন জানাতে যদি প্রয়োজন হয় তবে ট্রেজারি বিভাগ বাড়তি পদক্ষেপ নিতেও প্রস্তুত আছে। আমরা আমাদের মিত্রদের আমাদের সঙ্গে যোগ দিতে এবং এই নিষেধাজ্ঞা মেনে চলতে আহ্বান জানাই।

রাশিয়ার দুই বৃহত্তম তেল কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। পাশাপাশি মস্কোকে অবিলম্বে ইউক্রেন যুদ্ধে যুদ্ধবিরতিতে রাজি হওয়ার আহ্বান জানিয়েছে ওয়াশিংটন।
বুধবার (২৩ অক্টোবর) এই নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন ট্রেজারি বিভাগ। নিষেধাজ্ঞায় পড়া রুশ কোম্পানিগুলো হলো রোসনেফ্ট এবং লুকোয়েল এবং তাদের প্রায় তিন ডজন সহায়ক সংস্থা।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক খবরে বলা হয়েছে, ইউক্রেন যুদ্ধ চালিয়ে যাওয়ার কারণে রাশিয়ার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারেন—এমন ইঙ্গিত গত কয়েক সপ্তাহ ধরেই দিচ্ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে এখন পর্যন্ত বড় ধরনের কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছেন তিনি।
মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এক বিবৃতিতে বলেছেন, অবিলম্বে যুদ্ধবিরতি এবং হত্যাযজ্ঞ বন্ধের এখনই সময়। রুশ প্রেসিডেন্টের অর্থহীন এই যুদ্ধ বন্ধের অস্বীকৃতির কথা মাথায় রেখে মার্কিন ট্রেজারি বিভাগ রাশিয়ার দুটি বৃহত্তম তেল কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে। কারণ এই দুই কোম্পানি ক্রেমলিনের যুদ্ধ যন্ত্রকে অর্থের যোগান দিচ্ছে।
তিনি আরও বলেন, আরও একটি যুদ্ধ বন্ধে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রচেষ্টাকে সমর্থন জানাতে যদি প্রয়োজন হয় তবে ট্রেজারি বিভাগ বাড়তি পদক্ষেপ নিতেও প্রস্তুত আছে। আমরা আমাদের মিত্রদের আমাদের সঙ্গে যোগ দিতে এবং এই নিষেধাজ্ঞা মেনে চলতে আহ্বান জানাই।

এক দশক পর মিয়ানমারের উচ্চ পর্যায়ের কোনো প্রতিনিধি দলের পাকিস্তান সফর। আর এই সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে দেশ দুটি।
২ ঘণ্টা আগে
মেক্সিকোর একটি ফুটবল মাঠে বন্দুকধারীদের অতর্কিত গুলিবর্ষণে অন্তত ১১ জন নিহত এবং ১২ জন আহত হয়েছেন। গতকাল রোববার (২৫ জানুয়ারি) মেক্সিকোর গুয়ানাহুয়াতো রাজ্যের সালামাঙ্কা শহরে একটি ফুটবল ম্যাচ শেষে এই নৃশংস হামলার হয়।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রজুড়ে ভয়াবহ তুষারপাত, শিলাবৃষ্টি ও জমাট বৃষ্টি (ফ্রিজিং রেইন) জনজীবনকে কার্যত অচল করে দিয়েছে। দেশটির বিস্তীর্ণ অঞ্চলে রেকর্ড শীত, বিদ্যুৎ বিচ্ছিন্নতা, সড়ক ও আকাশপথে যোগাযোগ বিপর্যয়ের পাশাপাশি একাধিক মৃত্যুর ঘটনাও ঘটেছে।
১১ ঘণ্টা আগে
একাত্তরের মুক্তিযুদ্ধে বাঙালির অকৃত্রিম বন্ধু ও বিবিসির দক্ষিণ এশিয়ার সাবেক ব্যুরোপ্রধান সাংবাদিক স্যার মার্ক টালি আর নেই। রোববার (২৫ জানুয়ারি) সকালে নয়াদিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছে বিবিসি হিন্দি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।
১ দিন আগে